২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল

২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে
ফুটবল
২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবলের চিত্রলিপি
বিবরণ
অনুষ্ঠান২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক
আয়োজক ফ্রান্স
তারিখ২৪ জুলাই – ১০ আগস্ট
মাঠ৭ (৭টি শহরে)
প্রতিযোগী২৩টি দেশ হতে ৫০৪ জন
পুরুষদের প্রতিযোগিতা
দল১৫ (৫টি কনফেডারেশন থেকে)
পদক বিজয়ী
১ স্বর্ণ স্পেন
২ রৌপ্য ফ্রান্স
৩ ব্রোঞ্জ মরক্কো
মহিলাদের প্রতিযোগিতা
দল১২ (৬টি কনফেডারেশন থেকে)
পদক বিজয়ী
১ স্বর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র
২ রৌপ্য ব্রাজিল
৩ ব্রোঞ্জ জার্মানি
সংস্করণ
২০২৮ →

২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল চতুর্বার্ষিক আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা গ্রীষ্মকালীন অলিম্পিকে আয়োজিত ফুটবল প্রতিযোগিতা, যেখানে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত পুরুষ এবং মহিলা জাতীয় ফুটবল দল ভিন্ন ভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা করেছিল। এই আসরটি ২০২৪ সালের ২৪শে জুলাই হতে ১০ই আগস্ট পর্যন্ত ফ্রান্সের ৭টি শহরের ৭টি মাঠে অনুষ্ঠিত হয়েছিল। এই ইভেন্টের ড্র ২০২৪ সালের ২০শে মার্চ তারিখে প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল।[]

অলিম্পিকের আয়োজক শহর প্যারিস ছাড়াও খেলাগুলো বর্দো, দেসিন-শার্পিউ (লিওঁয়ের নিকটবর্তী), মার্সেই, নঁত, নিস এবং সাঁতেতিয়েনের অনুষ্ঠিত হয়েছিল।[]

এই আসরে ফুটবলের দুইটি ইভেন্টে আয়োজনের কথা রয়েছে: একটি পুরুষদের জন্য এবং অন্যটি মহিলাদের জন্য। পুরুষদের দলগুলো অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের (২০০১ সালের ১লা জানুয়ারি অথবা তার পর জন্মগ্রহণকারী) মধ্যে সীমাবদ্ধ, যেখানে সর্বাধিক তিনজন বয়স্ক খেলোয়াড়ের অনুমতি রয়েছে; অন্যদিকে মহিলা দলগুলোর ক্ষেত্রে কোন বয়সের সীমাবদ্ধতা নেই।[]

মহিলাদের ফুটবল প্রতিযোগিতার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন কানাডা। ব্রাজিল পুরুষদের ফুটবল প্রতিযোগিতার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও এই আসরে উত্তীর্ণ করতে ব্যর্থ হয়েছিল।

সময়সূচী

এই প্রতিযোগিতার সময়সূচী ২০২২ সালের ১লা এপ্রিল তারিখে তারিখে ঘোষণা করা হয়েছিল।[][] ২০২২ সালের ২৮শে জুলাই তারিখে ফিফা কর্তৃক ফাইনালের সময়সূচী নিশ্চিত করা হয়েছে।[][]

টীকা
গ্রু গ্রুপ পর্ব কো কোয়ার্টার-ফাইনাল সে সেমি-ফাইনাল ব্রো ব্রোঞ্জ পদক ম্যাচ ফা ফাইনাল
তারিখ
ইভেন্ট
২৪ বুধ ২৫ বৃহঃ ২৬ শুক্র ২৭ শনি ২৮ রবি ২৯ সোম ৩০ মঙ্গল ৩১ বুধ ১ বৃহঃ ২ শুক্র ৩ শনি ৪ রবি ৫ সোম ৬ মঙ্গল ৭ বুধ ৮ বৃহঃ ৯ শুক্র ১০ শনি
পুরুষ গ্র গ্র গ্র কো সে ব্রো ফা
মহিলা গ্র গ্র গ্র কো সে ব্রো ফা

মাঠ

এই প্রতিযোগিতায় সর্বমোট ৭টি মাঠ ব্যবহার করে হয়েছিল,[] ২০২০ সালের ১৭ই ডিসেম্বর তারিখে মাঠগুলো নিশ্চিত করেছিল।[][]

মার্সেই দেসিন-শার্পিউ
(লিওঁয়ের নিকটবর্তী)
প্যারিস
স্তাদ দ্য মার্সেই স্তাদ দ্য লিওঁ পার্ক দে প্রাঁস
ধারণক্ষমতা: ৬৭,৩৯৪ ধারণক্ষমতা: ৫৯,১৮৬ ধারণক্ষমতা: ৪৭,৯২৯
বর্দো
স্তাদ দ্য বর্দো
ধারণক্ষমতা: ৪২,১১৫
সেঁত-এতিয়েন নিস নঁত
স্তাদ জোফ্রয়-গিশার স্তাদ দ্য নিস স্তাদ দ্য লা বোজোয়ার
ধারণক্ষমতা: ৪১,৯৬৫ ধারণক্ষমতা: ৩৬,১৭৮ ধারণক্ষমতা: ৩৫,৩২২

বাছাইপর্ব

২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি তারিখে ফিফা কাউন্সিল তাদের সভায় স্থান বিতরণের অনুমোদন দিয়েছিলেন।[]

সারাংশ

জাতি পুরুষ মহিলা প্রতিযোগী
 আর্জেন্টিনা Green tickY ১৮
 অস্ট্রেলিয়া Green tickY ১৮
 ব্রাজিল Green tickY ১৮
 কানাডা Green tickY ১৮
 কলম্বিয়া Green tickY ১৮
 ডোমিনিকান প্রজাতন্ত্র Green tickY ১৮
 মিশর Green tickY ১৮
 ফ্রান্স Green tickY Green tickY ৩৬
 জার্মানি Green tickY ১৮
 গিনি Green tickY ১৮
 ইরাক Green tickY ১৮
 ইসরায়েল Green tickY ১৮
 জাপান Green tickY Green tickY ৩৬
 মালি Green tickY ১৮
 মরক্কো Green tickY ১৮
 নিউজিল্যান্ড Green tickY Green tickY ৩৬
 নাইজেরিয়া Green tickY ১৮
 প্যারাগুয়ে Green tickY ১৮
 স্পেন Green tickY Green tickY ৩৬
 ইউক্রেন Green tickY ১৮
 মার্কিন যুক্তরাষ্ট্র Green tickY Green tickY ৩৬
 উজবেকিস্তান Green tickY ১৮
 জাম্বিয়া Green tickY ১৮
সর্বমোট: ২৩টি জাতি ১৬/১৬ ১২/১২ ৫০৪/৫০৪

পুরুষ

স্বাগতিক দেশ ফ্রান্স ছাড়াও, ছয়টি পৃথক কনফেডারেশন থেকে ১৫টি পুরুষ জাতীয় অনূর্ধ্ব-২৩ দল বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।[]

উত্তীর্ণের মাধ্যম তারিখ[] মাঠ[] স্থান উত্তীর্ণ দল
আয়োজক  ফ্রান্স
২০২২ কনকাকাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ১৮ জুন – ৩ জুলাই ২০২২  হন্ডুরাস  মার্কিন যুক্তরাষ্ট্র
 ডোমিনিকান প্রজাতন্ত্র
২০২৩ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ ২১ জুন – ৮ জুলাই ২০২৩  জর্জিয়া
 রোমানিয়া
 স্পেন
 ইসরায়েল
 ইউক্রেন
২০২৩ অনূর্ধ্ব-২৩ আফ্রিকা কাপ অব নেশন্স ২৪ জুন – ৮ জুলাই ২০২৩  মরক্কো  মরক্কো
 মিশর
 মালি
২০২৩ ওএফসি অলিম্পিক বাছাইপর্ব প্রতিযোগিতা ২৭ আগস্ট – ৯ সেপ্টেম্বর ২০২৩  নিউজিল্যান্ড  নিউজিল্যান্ড
২০২৪ কনমেবল প্রাক-অলিম্পিক প্রতিযোগিতা ২০ জানুয়ারি – ১১ ফেব্রুয়ারি ২০২৪  ভেনেজুয়েলা  প্যারাগুয়ে
 আর্জেন্টিনা
২০২৪ এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ১৫ এপ্রিল – ৩ মে ২০২৪  কাতার  জাপান
 উজবেকিস্তান
 ইরাক
এএফসি–ক্যাফ প্লে-অফ ৯ মে ২০৪  ফ্রান্স  গিনি
সর্বমোট ১৬


মহিলা

স্বাগতিক দেশ ফ্রান্স ছাড়াও, ছয়টি পৃথক কনফেডারেশন থেকে ১১টি মহিলা জাতীয় দল বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।[]

উত্তীর্ণের মাধ্যম তারিখ[] মাঠ[] স্থান উত্তীর্ণ দল
আয়োজক দেশ  ফ্রান্স
২০২২ কনকাকাফ ডব্লিউ চ্যাম্পিয়নশিপ ৪–১৮ জুলাই ২০২২  মেক্সিকো  মার্কিন যুক্তরাষ্ট্র
২০২২ কোপা আমেরিকা ফেমেনিনা ৮–৩০ জুলাই ২০২২  কলম্বিয়া  ব্রাজিল
 কলম্বিয়া
কনকাকাফ প্লে-অফ ২২–২৬ সেপ্টেম্বর ২০২৩  জামাইকা
 কানাডা
 কানাডা
২০২৪ ওএফসি অলিম্পিক বাছাইপর্ব টুর্নামেন্ট ৭–১৯ ফেব্রুয়ারি ২০২৪  সামোয়া  নিউজিল্যান্ড
২০২৪ উয়েফা মহিলা নেশন্স লিগ ফাইনাল ২৩–২৮ ফেব্রুয়ারি ২০২৪ একাধিক  স্পেন
 জার্মানি
২০২৪ এএফসি অলিম্পিক বাছাইপর্ব প্রতিযোগিতা ২৪–২৮ ফেব্রুয়ারি ২০২৪ একাধিক  অস্ট্রেলিয়া
 জাপান
২০২৪ সিএএফ অলিম্পিক বাছাইপর্ব টুর্নামেন্ট ৫–৯ এপ্রিল ২০২৪ একাধিক  নাইজেরিয়া
 জাম্বিয়া
মোট   ১২  


পদকের সারসংক্ষেপ

পদক তালিকা

  *   স্বাগতিক জাতি (ফ্রান্স)

অবএনওসিস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
 মার্কিন যুক্তরাষ্ট্র
 স্পেন
 ফ্রান্স*
 ব্রাজিল
 জার্মানি
 মরক্কো
মোট (৬টি এনওসি)

পদক বিজয়ী

ঘটনা স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
পুরুষ[১০]
বিস্তারিত
 স্পেন (ESP)
আলেক্স বায়েনা
পাবলো বারিওস
আদ্রিয়ান বার্নাবে
সের্হিও ক্যামেলো
পাউ কুবারসি
এরিক গার্সিয়া
হুয়ান গার্সিয়া
সের্হিও গোমেস
মিগুয়েল গুতিয়েরেজ
আলেহান্দ্রো ইতুরবে
দিয়েগো লোপেজ
ফেরমিন লোপেস
হুয়ান মিরান্দা
ক্রিস্টিয়ান মসকেরা
সামু ওমোরোদিয়ন
আইমার ওরোজ
জন পাচেকো
মার্ক পুবিল
আবেল রুইস
হুয়ানলু সানচেস
আরনাউ টেনাস
বেনিয়াত তুরিয়েন্তেস
 ফ্রান্স (FRA)
মাঘনাস আকলিউশ
লুইক বাদে
রায়ান চেরকি
জোরিস শোতার
অঁদি দিউফ
দেজিরে দুয়ে
আর্নো কালিমুয়েন্দো
মানু কোনে
আলেক্সাঁদ্র লাকাজেত
জোহান লেপেন্যান্ট
ব্রাদলে লোকো
কাস্তেলো লুকেবা
সুঙ্গুতু মাগাসা
জঁ-ফিলিপ মাতেতা
ক্রিসলাঁ মাতসিমা
এনজো মিয়ো
ওবেদ এনকম্বাদিও
মাইকেল ওলিস
গিয়োম রেস্ত
কিলিয়ান সিলদিলিয়া
আদ্রিয়্যাঁ ত্রুফের
 মরক্কো (MAR)
ইলিয়াস আখোমাচ
এলিসে বেন সেঘির
বেঞ্জামিন বাউচৌয়ারি
মেহেদি বুকামির
ওসামা আল আজজুজি
বিলাল আল খান্নুস
জাকারিয়া আল ওয়াহদি
আবদা ইজ্জালজুলি
রাশিদ ঘানিমি
আশরাফ হাকিমি
ইয়াসিন কেচতা
হাইতাম মানাউত
এল মেহেদি মাওহুব
মুনির মুহাম্মদি
আকরাম নাকাচ
সুফিয়ান রহিমি
আমির রিচার্ডসন
আদিল তাহিফ
ওসামা তারঘালিন
মহিলা[১১]
বিস্তারিত
 মার্কিন যুক্তরাষ্ট্র (USA)
কোরবিন আলবার্ট
ক্রিক্স বেথুন
স্যাম কফি
টিয়ের্না ডেভিডসন
ক্রিস্টাল ডান
এমিলি ফক্স
নাওমি গিরমা
লিন্ডসে হোরান
ক্যাসি ক্রুয়েগার
রোজ লাভেল
ক্যাসি মারফি
অ্যালিসা নায়েহের
জেনা নিগসওয়াঙ্গার
ট্রিনিটি রডম্যান
এমিলি স্যামস
জেডিন শ
সোফিয়া স্মিথ
এমিলি সনেট
ম্যালরি সোয়ানসন
লিন উইলিয়ামস
 ব্রাজিল (BRA)
আদ্রিয়ানা
আনা ভিটোরিয়া
আন্তোনিয়া
অ্যাঞ্জেলিনা
দুদা সাম্পাইও
গাবি নুনেস
গাবি পোর্তিলহো
ঝেনিফার
কেরোলিন
লরেন
লোরেনা
লুসিয়ানা
লুডমিলা
মার্তা
প্রিসিলা
রাফায়েল সুজা
তাইনা
তামির
টারসিয়েন
থাইস
ভিটোরিয়া ইয়ায়া
ইয়াসমিম
 জার্মানি (GER)
নিকোল অ্যানিওমি
অ্যান-ক্যাটরিন বার্গার
জুল ব্র্যান্ড
ক্লারা বুহল
সারা দুরৌন
ভিভিয়েন এন্ডেম্যান
লরা ফ্রেইগাং
মেরেল ফ্রোহমস
গিউলিয়া গুইন
মারিনা হেগেরিং
ক্যাথরিন হেনড্রিচ
সরাই লিন্ডার
সিডনি লোহম্যান
ইয়ানিনা মিঙ্গে
স্জোয়েকে নুসকেন
আলেকজান্দ্রা পপ
ফেলিসিটাস রাউচ
লিয়া শুলার
বিবিয়ান শুলজে
এলিসা সেন

পুরুষদের প্রতিযোগিতা

গ্রুপ পর্ব

গ্রুপ এ

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 ফ্রান্স (H) +৭ নকআউট পর্বে উত্তীর্ণ
 মার্কিন যুক্তরাষ্ট্র +৩
 নিউজিল্যান্ড −৫
 গিনি −৫
উৎস: ফিফা
(H) স্বাগতিক।

গ্রুপ বি

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 মরক্কো +৩ [] নকআউট পর্বে উত্তীর্ণ
 আর্জেন্টিনা +৩ []
 ইউক্রেন −২
 ইরাক −৪
উৎস: ফিফা
টীকা:
  1. ফাইনালের (অথবা বাছাইপরবের চূড়ান্ত পর্ব) তারিখ এবং মাঠ উল্লেখ করা হয়েছে; এই ম্যাচগুলোর পূর্বে বাছাইপর্বের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হতে পারে।
  2. তারিখ এবং ভেন্যুগুলি চূড়ান্ত টুর্নামেন্টের (বা যোগ্যতা অর্জনের টুর্নামেন্টের চূড়ান্ত রাউন্ড); এই ম্যাচগুলির আগে বিভিন্ন যোগ্যতা পর্যায় হতে পারে।
  3. হেড–টু–হেড পয়েন্ট: মরক্কো ৩, আর্জেন্টিনা ০।

গ্রুপ সি

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 মিশর +২ নকআউট পর্বে উত্তীর্ণ
 স্পেন +২
 ডোমিনিকান প্রজাতন্ত্র −২
 উজবেকিস্তান −২
উৎস: ফিফা

গ্রুপ ডি

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 জাপান +৭ নকআউট পর্বে উত্তীর্ণ
 প্যারাগুয়ে −২
 মালি −২
 ইসরায়েল −৩
উৎস: ফিফা

নকআউট পর্ব

 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালস্বর্ণ পদক ম্যাচ
 
          
 
২ আগস্ট – বর্দো
 
 
 ফ্রান্স
 
৫ আগস্ট – দেসিন-শার্পিউ
 
 আর্জেন্টিনা
 
 ফ্রান্স (অ.স.প.)
 
২ আগস্ট – মার্সেই
 
 মিশর
 
 মিশর (পে.) ১(৫)
 
৯ আগস্ট – প্যারিস
 
 প্যারাগুয়ে ১(৪)
 
 ফ্রান্স
 
২ আগস্ট – প্যারিস
 
 স্পেন
 
 মরক্কো
 
৫ আগস্ট – মার্সেই
 
 মার্কিন যুক্তরাষ্ট্র
 
 মরক্কো
 
২ আগস্ট – দেসিন-শার্পিউ
 
 স্পেন ব্রোঞ্জ পদক ম্যাচ
 
 জাপান
 
৮ আগস্ট – নঁত
 
 স্পেন
 
 মিশর
 
 
 মরক্কো
 

মহিলাদের প্রতিযোগিতা

গ্রুপ পর্ব

গ্রুপ এ

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 ফ্রান্স (H) +১ নকআউট পর্বে উত্তীর্ণ
 কানাডা +৩ []
 কলম্বিয়া
 নিউজিল্যান্ড −৪
উৎস: ফিফা
(H) স্বাগতিক।
টীকা:
  1. ২৭ জুলাই ২০২৪ তারিখে, কানাডা তাদের কোচিং স্টাফদের একটি অফিসিয়াল প্রশিক্ষণ ভেন্যুতে অবৈধ ড্রোন গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার জন্য ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল।[১২] ৩১ জুলাই সিএএস এই সিদ্ধান্ত বহাল রেখেছিল।[১৩]

গ্রুপ বি

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 মার্কিন যুক্তরাষ্ট্র +৭ নকআউট পর্বে উত্তীর্ণ
 জার্মানি +৩
 অস্ট্রেলিয়া ১০ −৩
 জাম্বিয়া ১৩ −৭
উৎস: ফিফা

গ্রুপ সি

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 স্পেন +৪ নকআউট পর্বে উত্তীর্ণ
 জাপান +২
 ব্রাজিল −২
 নাইজেরিয়া −৪
উৎস: ফিফা

তৃতীয় স্থান অধিকারী দল

অব গ্রুপ দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 কলম্বিয়া নকআউট পর্বে উত্তীর্ণ
সি  ব্রাজিল −২
বি  অস্ট্রেলিয়া ১০ −৩
উৎস: ফিফা

নকআউট পর্ব

 
কোয়ার্টার ফাইনালসেমি-ফাইনালস্বর্ণপদক ম্যাচ
 
          
 
৩ আগস্ট – নঁত
 
 
 ফ্রান্স
 
৬ আগস্ট – মার্সেই
 
 ব্রাজিল
 
 ব্রাজিল
 
৩ আগস্ট – দেসিন-শার্পিউ
 
 স্পেন
 
 স্পেন (পে.) ২(৪)
 
১০ আগস্ট – প্যারিস
 
 কলম্বিয়া২(২)
 
 ব্রাজিল
 
৩ আগস্ট – প্যারিস
 
 মার্কিন যুক্তরাষ্ট্র
 
 মার্কিন যুক্তরাষ্ট্র (অ.স.প.)
 
৬ আগস্ট – দেসিন-শার্পিউ
 
 জাপান
 
 মার্কিন যুক্তরাষ্ট্র (অ.স.প.)
 
৩ আগস্ট – মার্সেই
 
 জার্মানিব্রোঞ্জ পদক ম্যাচ
 
 কানাডা০(২)
 
৯ আগস্ট – দেসিন-শার্পিউ
 
 জার্মানি (পে.)০(৪)
 
 স্পেন
 
 
 জার্মানি
 

আরও দেখুন

  • ২০২৩ আফ্রিকান গেমসে ফুটবল
  • ২০২৩ প্যান আমেরিকান গেমসে ফুটবল
  • ২০২৪ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে ফুটবল ৫-এ-সাইড

টীকা

তথ্যসূত্র

  1. "Paris to host Olympic Football Tournaments draw on 20 March"www.fifa.com (ইংরেজি ভাষায়)। ২০২৪-০২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৯ 
  2. "Football"Paris2024.org। Paris Organising Committee for the 2024 Olympic and Paralympic Games। ৪ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২২ 
  3. "Olympic Football Tournaments Paris 2024 – information on preliminary competitions" (পিডিএফ)FIFA Circular Letter। নং 1792। Fédération Internationale de Football Association। ১১ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২২ 
  4. "Competition Schedule for each session of the Olympic Games Paris 2024 revealed"Paris2024.org। Paris Organising Committee for the 2024 Olympic and Paralympic Games। ১ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২২ 
  5. "Paris 2024 Olympic Competition Schedule by session"Paris2024.org। Paris Organising Committee for the 2024 Olympic and Paralympic Games। ১ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২২ 
  6. "Match schedules confirmed for Olympic Football Tournaments at Paris 2024"FIFA। ২৮ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২২ 
  7. "Olympic Football Tournaments: Match Schedule" (পিডিএফ)FIFA। ২৮ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২২ 
  8. "Paris 2024 concludes 2020 with an even stronger project"Paris2024.org। Paris Organising Committee for the 2024 Olympic and Paralympic Games। ১৭ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২২ 
  9. "New era of Games embraced as updated Paris 2024 venue concept approved"International Olympic Committee। ১৭ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২২ 
  10. "Football - Men - Medallists" (পিডিএফ)Olympics.com। International Olympic Committee। ৯ আগস্ট ২০২৪। ১০ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৪ 
  11. "Football - Women - Medallists" (পিডিএফ)Olympics.com। International Olympic Committee। ১০ আগস্ট ২০২৪। ১০ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৪ 
  12. "FIFA Appeal Committee decision on the Canadian Soccer Association and its officials"FIFA। ২৭ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৪ 
  13. "The appeal filed by the Canadian Olympic Committee and Canada Soccer is dismissed" (পিডিএফ) (সংবাদ বিজ্ঞপ্তি)। Paris: Court of Arbitration for Sport। ৩১ জুলাই ২০২৪। ৩১ জুলাই ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪ 

বহিঃসংযোগ