৭২তম একাডেমি পুরস্কার

৭২তম একাডেমি পুরস্কার
তারিখ ২৬ মার্চ ২০০০
অনুষ্ঠানস্থল শ্রাইন অডিটোরিয়াম
লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া
যুক্তরাষ্ট্র
প্রাক অনুষ্ঠান টাইরা ব্যাংকস
ক্রিস কানেলি
মেরেডিথ ভিয়েরা[]
উপস্থাপক বিলি ক্রিস্টাল[]
প্রযোজক রিচার্ড জানুক
লিলি ফিনি জানুক[]
পরিচালক লুইস জে. হোরভিট্‌জ[]
উল্লেখযোগ্য দিক
সেরা অভিনেতা অ্যামেরিকান বিউটি
সবচেয়ে বেশি পুরস্কার অ্যামেরিকান বিউটি (৫)
সবচেয়ে বেশি মনোনয়ন অ্যামেরিকান বিউটি (৮)
যুক্তরাষ্ট্রের প্রচারিত টিভি চ্যানেল
চ্যানেল এবিসি
সময়কাল ৪ ঘণ্টা ৪ মিনিট
দর্শকসংখ্যা ৪.৬৩৫ কোটি
২৯.৬৪ (নিলসেন সূচক)[]
 < ৭১তম একাডেমি পুরস্কার ৭৩তম > 

৭২তম একাডেমি পুরস্কার প্রদান অনুষ্ঠান, যা অস্কার ২০০০ নামেও পরিচিত। এটি অনুষ্ঠিত হয় ২৬ মার্চ, ২০০০ তারিখে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের শ্রাইন অডিটোরিয়ামে। অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন বিলি ক্রিস্টাল, এবং এটি তার ৭তম বারের মতো একাডেমি পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা। এই অনুষ্ঠানটি বিশ্বব্যাপী ৪ কোটি ৬৫ লক্ষ মানুষ প্রদর্শন করে, যা ছিলো পূর্বের অনুষ্ঠানটির চেয়ে ৩.৭% বেশি।

একাডেমি পুরস্কারের এই আসরটি মূলত প্রভাবিত হয়েছে অ্যামেরিকান বিউটি চলচ্চিত্রটির দ্বারা যা ৮টি বিভাগে মনোনয়ন পেয়ে, সেরা চলচ্চিত্রসহ সর্বমোট ৫টি বিভাগে পুরস্কার জয় করে।[][]

বিজয়ী ও মনোনীত

পুরস্কার

স্যাম মেন্ডেস, শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার বিজয়ী
কেভিন স্পেসি, শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার বিজয়ী
হিলারি সোয়াঙ্ক, শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার বিজয়ী
মাইকেল কেইন, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার বিজয়ী
অ্যাঞ্জেলিনা জোলি, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার বিজয়ী
অ্যালান বল, শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যকারের পুরস্কার বিজয়ী
কেভিন ম্যাকডোনাল্ড, শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র পুরস্কার সহ-বিজয়ী

প্রথমে বিজয়ীদের নাম এবং (double-dagger) দিয়ে নির্দেশিত।[]

শ্রেষ্ঠ গৃহীত চিত্রনাট্য
  • দ্য সিডার হাউজ রুলস – জন আর্ভিং (জন আর্ভিংয়ের দ্য সিডার হাউজ রুলস থেকে)double-dagger
    • ইলেকশন – আলেকজান্ডার পেইন ও জিম টেইলর (টম পেরোত্তার ইলেকশন থেকে)
    • দ্য গ্রিন মাইল – ফ্রাঙ্ক ডারাবন্ট (স্টিভেন কিংয়ের দ্য গ্রিন মাইল থেকে)
    • দ্য ইনসাইডার – মাইকেল মান ও এরিক রথ (ম্যারি ব্রেনার রচিত "দ্য ম্যান হু ন্যু টু মাচ" থেকে)
    • দ্য টেলেন্টেড মিঃ রিপলি – অ্যান্থনি মিংহেলা (প্যাট্রিকা হাইস্মিথ-এর দ্য টেলেন্টেড মিঃ রিপলি থেকে)
শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্র
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র
  • ওয়ান ডে ইন সেপ্টেম্বর – আর্থার কোন ও কেভিন ম্যাকডোনাল্ডdouble-dagger
    • বুয়েনা ভিস্তা সোশ্যাল ক্লাব – উইম ওয়েন্ডার্স ও উলরিচ ফেলসবার্গ
    • গেঙ্গিস ব্লুজ – রকো বেলিচ ও আদ্রিয়ান বেলিচ
    • অন দ্য রোপস্‌ – নানেত বার্স্টেইন ও ব্রেট মরগেন
    • স্পিকিং ইন স্ট্রিংস্‌ – পওলা দি ফ্লোরিও ও লিলিবার্ট ফস্টার
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র
  • কিং গিম্প – সুজান হান্নাহ হাদারি ও উইলিয়াম এ হোয়াইটফোর্ডdouble-dagger
    • আইউইটনেস – বার্ট ভ্যান বোর্ক
    • দ্য ওয়াইল্ডেস্ট শো ইন দ্য সাউথ: দ্য অ্যাঙ্গোলা প্রিসন রোদেও – সিমিয়ন সোফার ও জোনাথন স্ট্যাক
শ্রেষ্ঠ লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
  • মাই মাদার ড্রিমস দ্য স্যাটান্‌স ডিসাইপলস্‌ ইন নিউ ইয়র্ক – বারবারা শক ও তাম্মি তিহেলdouble-dagger
    • ব্রর, মিন ব্রর – হেনরিক রুবেন গেঞ্জ ও মাইকেল ডব্লিউ হর্স্টেন
    • কিলিং জো – মেহদি নরোজিয়ান ও স্টিভ ওয়াক্স
    • ক্লেইনগেল্ড – মার্ক-আন্দ্রেজ বোচার্ত ও গ্যাব্রিয়েল লিন্স
    • মেজর অ্যান্ড মাইনর মিরাকলস্‌ – মার্কাস ওলসন
শ্রেষ্ঠ অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
  • দ্য ওল্ডম্যান অ্যান্ড দ্য সী – আলেকসান্দ্র পেত্রভdouble-dagger
    • হামড্রাম – পিটার পীক
    • মাই গ্র্যান্ডমাদার আইরন্ড দ্য কিংস শার্টস্‌ – টরিল কোভ
    • থ্রি মিসেস – পল ড্রিজেন
    • হোয়েন দ্য ডে ব্রেকস্‌ – ওয়েন্ডি তিলবি ও অ্যামান্ডা ফর্বিস
শ্রেষ্ঠ মৌলিক সুর
  • দ্য রেড ভায়োলিন – জন করিগ্লিয়ানোdouble-dagger
    • অ্যামেরিকান বিউটি – থমাস নিউম্যান
    • অ্যাঞ্জেলাস অ্যাসেজ – জন উইলিয়ামস
    • দ্য সিডার হাউজ রুলস – রাচেল পোর্টম্যান
    • দ্য টেলেন্টেড মিঃ রিপলি – গ্যাব্রিয়েল ইয়ারেড
শ্রেষ্ঠ মৌলিক গান
  • "ইউ উইল বি ইন মাই হার্ট" - টারজান (সুর ও গীত ফিল কলিন্স)double-dagger
    • "ব্লেম কানাডা" - সাউথ পার্ক: বিগার, লংগার অ্যান্ড আনকাট (সুর ও গীত ট্রে পার্কার ও মার্ক শেইম্যান)
    • "মিউজিক অফ মাই হার্ট" - মিউজিক অফ মাই হার্ট (সুর ও গীত ডায়ান ওয়ারেন)
    • "সেভ মি" - ম্যাগনোলিয়া (সুর ও গীত এইমি মান)
    • "হোয়েন শি লাভড মি" - টয় স্টোরি টু (সুর ও গীত র‍্যান্ডি নিউম্যান)
শ্রেষ্ঠ শব্দ সম্পাদনা
  • দ্য ম্যাট্রিক্স – ডেইন এ ডেভিসdouble-dagger
    • ফাইট ক্লাব – রেন ক্লিস ও রিচার্ড হাইমস
    • স্টার ওয়ার্স: এপিসোড ওয়ান – দ্য ফ্যান্তম মেনেস – বেন বার্ট ও টম বেলফোর্ড
শ্রেষ্ঠ শব্দগ্রহণ
  • দ্য ম্যাট্রিক্স – জন টি রেইট্‌জ, গ্রেগ রুডলফ, ডেভিড ই ক্যাম্পবেল ও ডেভিড লিdouble-dagger
    • দ্য গ্রিন মাইল – রবার্ট জে লিট, এলিয়ট টাইসন, মাইকেল হার্বিক ও উইলি ডি বার্টন
    • দ্য ইনসাইডার – অ্যান্ডি নেলসন, ডগ হেমফিল ও লি ওরলফ
    • দ্য মমি – লেসলি শাট্‌জ, ক্রিস কার্পেন্টার, রিক ক্লিন ও ক্রিস মনরো
    • স্টার ওয়ার্স: এপিসোড ওয়ান – দ্য ফ্যান্তম মেনেস – গ্যারি রাইডস্ট্রম, টম জনসন, শন মার্ফি ও জন মিডগ্লে
শ্রেষ্ঠ সম্পাদনা
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ
  • অ্যামেরিকান বিউটি – কনরাড এল হলdouble-dagger
    • দ্য এন্ড অফ দ্য অ্যাফেয়ার – রজার প্র্যাট
    • দ্য ইনসাইডার – দান্তে স্পিনত্তি
    • স্লিপি হলো – ইমানুয়েল লুবেজ্‌কি
    • স্নো ফলিং অন সিডারস্‌ – রবার্ট রিচার্ডসন
শ্রেষ্ঠ রূপসজ্জা ও চুলবিন্যাস
  • টপসি-টারভি – ক্রিশ্চিন ব্রান্ডেল ও ট্রেফর প্রাউডdouble-dagger
    • অস্টিন পাওয়ার্স: দ্য স্পাই হু শ্যাগড মি – মিচেল বার্ক ও মাইক স্মিথসন
    • বাইসেন্টেনিয়াল ম্যান – গ্রেগ ক্যানম
    • লাইফ – রিক বেকার
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা
  • টপসি-টারভি – লিন্ডি হেমিংdouble-dagger
    • অ্যানা অ্যান্ড দ্য কিং – জেনি বেভান
    • স্লিপি হলো – কলিন অ্যাটউড
    • দ্য টেলেন্টেড মিঃ রিপলি – গ্যারি জোন্স ও অ্যান রথ
    • টাইটাস – মিলেনা ক্যানোনেরো
শ্রেষ্ঠ উৎপাদন পরিকল্পনা
  • স্লিপি হলো – শিল্প নির্দেশনা: রিক হেইনরিচ্‌স; সেট নির্মাণ: পিটার ইয়ংdouble-dagger
    • অ্যানা অ্যান্ড দ্য কিং – শিল্প নির্দেশনা: লুসিয়ানা আরিঘি; সেট নির্মাণ: ইয়ান হুইটেকার
    • দ্য সিডার হাউজ রুলস – শিল্প নির্দেশনা: ডেভিড গ্রপম্যান; সেট নির্মাণ: বেথ রুবিনো
    • দ্য টেলেন্টেড মিঃ রিপলি – শিল্প নির্দেশনা: রয় ওয়াকার; সেট নির্মাণ: ব্রুনো সেসারি
    • টপসি-টারভি – শিল্প নির্দেশনা: ইভ স্টুয়ার্ট; সেট নির্মাণ: ইভ স্টুয়ার্ট ও জন বুশ
শ্রেষ্ঠ বিশেষ দৃশ্য
  • দ্য ম্যাট্রিক্স – জন গায়েটা, জানেক সিরস্‌, জন থাম ও স্টিভ কোর্টলিdouble-dagger
    • স্টার ওয়ার্স: এপিসোড ওয়ান – দ্য ফ্যান্তম মেনেস – জন নল, ডেনিস মুরেন, স্কট স্কুইরেস ও রব কোলম্যান
    • স্টুয়ার্ট লিটল – জন ডিক্সট্রা, জেরোম চেন, হেনরি এফ অ্যান্ডারসন ও এরিক অ্যালার্ড

একাডেমি সম্মানসূচক পুরস্কার

  • আন্দ্রজেজ ওয়াজদা[]

আর্ভিং জে থালবার্গ পুরস্কার

  • ওয়ারেন বিট্টি[১০]

একাধিক পুরস্কারপ্রাপ্ত ও মনোনীত চলচ্চিত্র

স্মরণে

বার্ষিক স্মারক সম্মাননা উপস্থাপন করেন অভিনেতা এডওয়ার্ড নর্টন, এবং নিম্নোক্ত ব্যক্তিবর্গকে সম্মান জানানো হয়ঃ[১১]

  • সিলভিয়া সিডনি
  • জিম ভার্নি
  • আর্নেস্ট গোল্ড
  • রুথ রোমান
  • হেনরি জোন্স
  • রবার্ট ব্রেসন
  • ডেসমন্ড লেভেলিন
  • মারিও পুজো
  • অ্যালান কার
  • ররি ক্যালহোন
  • ফ্রাঙ্ক টার্লফ
  • মার্ক ডেভিস
  • হেডি লামার
  • ভিক্টর ম্যাচিউর
  • গারসন কেনিন
  • রজার ভাদিম
  • মাবেল কিং
  • অলিভার রীড
  • আলবার্ট হুইটলক
  • ইয়ান বেনেন
  • আব্রাহাম পোলনস্কি
  • ডার্ক বোগার্ড
  • এডওয়ার্ড দিমিত্রিক
  • লাইলা কেদ্রভা
  • বাডি রজারস
  • ম্যাডেলিন কান
  • জর্জ সি স্কট

আরো দেখুন

  • একাডেমি সম্মানসূচক পুরস্কার
  • ৬ষ্ঠ স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার
  • ২০তম গোল্ডেন রাসবেরি পুরস্কার
  • ৪২তম গ্র্যামি পুরস্কার
  • ৫২তম প্রাইমটাইম এমি পুরস্কার
  • ৫৩তম ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কার
  • ৫৪তম টনি পুরস্কার
  • ৫৭তম গোল্ডেন গ্লোব পুরস্কার
  • ৭২তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্রের নিবেদনের তালিকা

তথ্যসূত্র

  1. Owen, Rob (মার্চ ২৬, ২০০০)। "Audience can share Meredith Vieira's view from the red carpet"পিটসবার্গ পোস্ট-গেজেট। ব্লক কমিউনিকেশন্স। অক্টোবর ১৯, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৩ 
  2. Chapman, Francesca (ডিসেম্বর ১৫, ১৯৯৯)। "They Wanted Billy, So He'll Play Host To Oscars Again"The Philadelphia Inquirer। ফিলাডেলফিয়া মিডিয়া নেটওয়ার্ক। জানুয়ারি ১৬, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৩ 
  3. King, Susan (ফেব্রুয়ারি ১৬, ২০০০)। "Making the Oscar Ceremony a Reflection of Today's Films"লস অ্যাঞ্জেলেস টাইমস। ট্রিবিউন পাবলিশিং। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৩ 
  4. "72nd Annual Academy Awards-Full Production Credits"দ্য নিউ ইয়র্ক টাইমসদ্য নিউ ইয়র্ক টাইমস কোম্পানি। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৩ 
  5. Braxton, Greg (মার্চ ২৮, ২০০০)। "Some Oscar Questions Linger: Like, Where Was Whitney?"লস অ্যাঞ্জেলেস টাইমস। ট্রিবিউন পাবলিশিং। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৩ 
  6. Lyman, Rick (মার্চ ২৭, ২০০০)। "'American Beauty' Tops the Oscars; Main Acting Awards Go to Kevin Spacey and Hilary Swank"দ্য নিউ ইয়র্ক টাইমস। দ্য নিউ ইয়র্ক টাইমস কোম্পানি। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৩ 
  7. Brooks, Xan (মার্চ ২৭, ২০০০)। "Oscar ceremony sticks to the script"দ্য ডেইলি টেলিগ্রাফটেলিগ্রাফ মিডিয়া গ্রুপ। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৩ 
  8. "Nominees & Winners for the 72nd Academy Awards"Academy of Motion Picture Arts and Sciences (AMPAS)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৩ 
  9. Hornaday, Ann (মার্চ ২৭, ২০০০)। "A 'Beauty' of an Evening"দ্য বাল্টিমোর সান। ট্রিবিউন পাবলিশিং। অক্টোবর ১৫, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৩ 
  10. Zacharek, Stephanie (মার্চ ২০, ২০০০)। "Warren Beatty"সালোন। Salon Media Group। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৩ 
  11. Bona 2002, পৃ. 307

গ্রন্থপঞ্জি

  • Bona, Damien (২০০২), Inside Oscar 2, New York, United States: Ballantine Books, আইএসবিএন 0-345-44970-3 
  • Levy, Emanuel (২০০৩), All About Oscar: The History and Politics of the Academy Awards, New York, United States: Continuum International Publishing Group, আইএসবিএন 0-8264-1452-4 
  • Pond, Steve (২০০৫), The Big Show: High Times and Dirty Dealings Backstage at the Academy Awards, New York, United States: Faber and Faber, আইএসবিএন 0-571-21193-3 

বহিঃসংযোগ

দাপ্তরিক ওয়েবসাইট
সংবাদ
বিশ্লেষণ