.কেপি
প্রস্তাবিত হয়েছে | ২৪ সেপ্টেম্বর ২০০৭ |
---|---|
টিএলডি ধরন | কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন |
অবস্থা | সক্রিয় |
রেজিস্ট্রি | স্টার জয়েন ভেনচার |
প্রস্তাবের উত্থাপক | স্টার জয়েন ভেনচার (২০১১ সাল থেকে) |
উদ্দেশ্যে ব্যবহার | উত্তর কোরিয়া এর সাথে যুক্ত সত্বা |
বর্তমান ব্যবহার | উত্তর কোরিয়ার সরকার এবং কিছু ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা ব্যবহৃত |
নিবন্ধকৃত ডোমেইনসমূহ | ২৮ (১৯ সেপ্টেম্বর ২০১৬)[১] |
নিবন্ধনের সীমাবদ্ধতা | উত্তর কোরিয়ার সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থা হতে হবে |
কাঠামো | দ্বিতীয় স্তরে সরাসরি নিবন্ধন প্রযোজ্য |
ওয়েবসাইট | (আর্কাইভ পাতা) (মূল ওয়েভ ঠিকানাটি অকার্যকর) |
.কেপি হল উত্তর কোরিয়ার ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন (সিসিটিএলডি)। এটি ২৪ সেপ্টেম্বর ২০০৭ এ প্রতিষ্ঠা করা হয়েছিল [২]
তথ্যসূত্র
- ↑ Coldewey, Devin (২০ সেপ্টেম্বর ২০১৬)। "North Korea accidentally lets slip all its .KP domains — and there aren't many"। TechCrunch। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "Preliminary Report for Special Meeting of the ICANN Board of Directors". 11 September 2007.