.বিডব্লিউ
প্রস্তাবিত হয়েছে | ১৯৯৩ |
---|---|
টিএলডি ধরন | কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন |
অবস্থা | সক্রিয় |
রেজিস্ট্রি | অজানা |
প্রস্তাবের উত্থাপক | বতসোয়ানা বিশ্ববিদ্যালয় |
উদ্দেশ্যে ব্যবহার | অস্তিত্বের সাথে সম্পর্কযুক্ত বতসোয়ানা |
বর্তমান ব্যবহার | বতসোয়ানাতে ব্যবহার |
নিবন্ধনের সীমাবদ্ধতা | মেইনলের মাধ্যমমে নিবন্ধন ফরম জমা দিতে হবে। |
কাঠামো | দ্বিতীয় স্তরের অধীনে কিছু সাব-ডোমেইন এর আওতায় নিবন্ধন করা যায়; তাছাড়া সরাসরি দ্বিতীয় স্তরেও কিছু নিবন্ধন গ্রহণ করা হয়। |
নথিপত্র | .বিডব্লিউ ডোমেইন রেজিস্ট্রেশন ফরম |
ওয়েবসাইট | নাই http://www.bta.org.bw/pgcontent.php?UID=168 |
.বিডব্লিউ বতসোয়ানার কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। বতসোয়ানা বিশ্ববিদ্যালয় এটি নিয়ন্ত্রণ করে থাকে। বতসোয়ানায় কোন সরকারি নিবন্ধনের সাইট নেই কিন্তু কিছু কিছু ইন্টারনেট প্রোভাইডর সার্ভিস এ এই আবেদন গ্রহণ করে থাকে। বর্তমানে অধিকাংশ নিবন্ধনই দ্বিতীয় স্তরের অধীন কিছু সাব-ডোমেইন এর অন্তর্গত, তবে কিছু দ্বিতীয় স্তরের ন্বিন্ধন ও চালু আছে। .বিডব্লিউ ডোমেইন এর জন্য বতসোয়ানা টেলিকমিউনিকেসন সার্ভিস একটি হুইজ সার্ভার পরিচালনা করে।
বহিঃসংযোগ