.সিও

.সিও
.co
প্রস্তাবিত হয়েছে১৯৯১
টিএলডি ধরনকান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রি.সিও ইন্টারনেট এস.এ.এস
প্রস্তাবের উত্থাপকনাই
উদ্দেশ্যে ব্যবহারসেকেন্ড-লেভেল ডামেইন (widgets.co) ও কান্ট্রি কোড সেকেন্ড-লেভেল ডোমেইন বৈশ্বয়ীকভাবে ব্যবহারের জন্য:
  • .com.co – ব্যবসায়িক উদ্দেশ্যে
  • .net.co – ন্টেওয়ার্ক বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডর
  • .nom.co – ব্যক্তি সতন্ত্রভাবে ব্যবহারের জন্য[১]
. অন্য সকল প্রকার তৃতীয সতরের ডোমেইন কলম্বিয়ায় ব্যবহারের জন্য (widgets.org.co, net.co, gov.co)।
নিবন্ধনের সীমাবদ্ধতানাই
কাঠামোটপ-লেভেল নিবন্ধন এখন অনুমোদিত[২]
নথিপত্রদ্বিতীয় স্তরের ডোমেইনের জন্য আবেদন নিয়মাবলি (ইংরেজিতে)
বিতর্ক নীতিমালাইউডিআরপি
ওয়েবসাইটhttp://www.go.co/
ডিএনএসসেকহ্যাঁ

.সিও কলম্বিয়ার কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন, ন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। .সিও ইন্টারনেট এস.এ.এস।[৩] [১০ জুলাই, ২০১০ থেকে .সিও ডোমেইন নাম নিবন্ধনের ক্ষেত্রে কোন সীমাবদ্ধতা রাখ হয়নি। বিশ্বের যে কোন সতন্ত্র ব্যক্তি বা প্রতিষ্ঠান এই ডোমেইন নাম নিবন্ধনের সুযোগ পায়। ইদাহরনস্বরুপ, টুইটার (t.co), অ্যাঞ্জেললিস্ট (Angel.co), এন্টার (Enter.co), ৫০০ স্টার্টআপস (500.co), এস্পেন গ্রুপ (Aspen.co) এবং গুগল (g.co)। [৪] কিছু আমেরিকান কম্পানি যেমন, আমেরিকান এক্সপ্রেস (amex.co) ও স্টারবাকস (sbux.co) তাদের ইউআরএল সংক্ষিপ্তকরনের কাজে .সিও ডোমেইন ব্যবহার করে থাকে। .সিও ডোমেইন বৈশ্বয়ীকভাবে শুধুমাত্র সরকার অনুমোদিত ব্যক্তি বা সংস্থার মাধ্যমে করা যায়।

তৃতীয় স্তরের ডোমেইন নিবন্ধন

তৃতীয় স্তরের ডোমেইন নিবন্ধন ঐতিহাসিকভাবে যেরকম প্রচলিত সে ধারাই মেনে চলা হয়। তৃতীয় স্তরের ডোমেইন নামকে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান, সংস্থা, একাডেমিক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের সংকেত বহন করে।

  • com.co – ব্যবসায়িক
  • org.co – সংস্থা
  • edu.co – শিক্ষাসংক্রান্ত
  • gov.co – সরকারি
  • net.co – নেটওয়ার্ক
  • mil.co – মিলিটারি
  • nom.co – ব্যক্তিগত

তথ্যসূত্র

  1. http://support.godaddy.com/help/article/5806/about-co-domain-names
  2. .CO Registrant Domain and Policy FAQs ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ জুলাই ২০১১ তারিখে. Copyright 2010 .CO Internet S.A.S.
  3. Delegation Record for .CO. Internet Assigned Numbers Authority. Retrieved February 6, 2011.
  4. http://www.go.co GO.CO

বহিঃসংযোগ