মানামা

মানামা
الْمَنَامَة
শহর
উপর থেকে ঘড়ির কাঁটার দিকে: বাহরাইন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার; রাস্তা, টাওয়ার এবং মানামার বন্দর সহ স্কাইলাইন; মানামা শহরের রাতের দৃশ্য; এবং মানামা শহরের দৃশ্য
দেশ বাহরাইন
জনসংখ্যা (২০০১)
 • শহর১,৬২,০০০
 • মহানগর৩,৪৫,০০০

মানামা (আরবি: المنامة; [elmɐˈnɑːmɐ]) বাহরাইনের রাজধানী ও বৃহত্তম শহর। এটি দেশটির সর্বাপেক্ষা জনবহুল শহর, এখানে প্রায় ১৫৫,০০০ লোকের বাস, যা দেশের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। মানামার অবস্থান হল ২৬°১৩′০০″ উত্তর ৫০°৩৫′০০″ পূর্ব / ২৬.২১৬৬৭° উত্তর ৫০.৫৮৩৩° পূর্ব / 26.21667; 50.5833.

ইতিহাস

ইসলামিক ইতিহাসে ১৩৪৫ সালের দিকে প্রথম মানামার উল্লেখ পাওয়া যায়। পর্তুগিজরা ১৫২১ সালে এটি দখল করে, এবং পরে পারসিকরা এটি ১৬০২ সালে জয় করে। ১৭৮৩ সাল হতে অল্প কিছু সময় ছাড়া শহরটি আল-খলিফাহ্‌ রাজবংশ এর অধিকারে রয়েছে। মানামাকে ১৯৫৮ সালে একটি মুক্ত বন্দর হিসাবে ঘোষণা করা হয়, এবং ১৯৭১ সালে এটি বাহরাইনের রাজধানী হিসাবে ঘোষিত হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র

বহিঃসংযোগ