অ্যান্ড্রয়েড গো

অ্যান্ড্রয়েড গো
ওএস পরিবারইউনিক্স-সদৃশ (পরিবর্তিত লিনাক্স কার্নেল)
কাজের অবস্থাসক্রিয়
প্রাথমিক মুক্তি৫ ডিসেম্বর ২০১৭; ৬ বছর আগে (2017-12-05)[১]
সর্বশেষ মুক্তিঅ্যান্ড্রয়েড গো ১০
মার্কেটিং লক্ষ্যলো এন্ড স্মার্টফোন, ২ জিবি র্যাম বা তার কমের ফোনের জন্য
ওয়েবসাইটwww.android.com/versions/go-edition/

অ্যান্ড্রয়েড গো, (ইংরেজি: Android Go, অ্যান্ড্রয়েড গো সংস্করণ নামেও পরিচিত), লো-এন্ড স্মার্টফোনের জন্য উপযোগী করে নির্মিত একটি স্টক অ্যান্ড্রয়েড ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনটি প্রথম অ্যান্ড্রয়েড ওরিওর জন্য প্রকাশিত হয়। মোবাইল ডাটা ব্যবহার কমানোর প্ল্যাটফর্ম অপটিমাইজেশন এবং হালকা প্লে স্যুটের বিশেষ সংস্করণ এ ডিস্ট্রিবিউশনের বিশেষ বৈশিষ্ট্য। কম মেমরি খরচের জন্যও ডিস্ট্রিবিউশনটির গুগল প্লে সেবায় কিছু পরিবর্তন আনা হয়েছে।[২] গুগল প্লে স্টোরও এর ব্যবহারকারীদের তূলনামূলক হালকা অ্যাপলিকেশনসমূহ ব্যবহারে প্ররোচিত করে।[৩][৪]

অপারেটিং সিস্টেমটির ইন্টারফেসও মূলধারার অ্যান্ড্রয়েড থেকে আলাদা, যেখানে কুইক-সেটিংস প্যানেল ব্যাটারি, মোবাইল ডাটা সীমাবদ্ধতা এবং পর্যাপ্ত স্টোরেজ নিয়ে বিভিন্ন ধরনৈর তথ্য প্রদর্শন করে, আর রিসেন্ট মেনুও চারটি অ্যাপের বেশি না রাখার মত করে ডিজাইন করা হয়েছে।[২]

সংস্করণসমূহ

অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন প্রস্তুতকারকদের কাছে অ্যান্ড্রয়েড ৮.১ এর জন্য এবং পরে অ্যান্ড্রয়েড পাইের জন্য উপলব্ধ করা হয়েছে।

কোড নাম সংস্করণ প্রকাশনা তথ্যসূত্র
ওরিও (গো সংস্করণ) একটি পুরানো সংস্করণ, তবে এখনও সমর্থিত: ৮.১ ২০১৭০৬২৬জুন ২৬, ২০১৭ [৫]
পাই (গো সংস্করণ) একটি পুরানো সংস্করণ, তবে এখনও সমর্থিত: ২০১৮০৬২৬জুন ২৬, ২০১৮ [৬]
১০ (গো সংস্করণ) সর্বশেষ স্থিতিশীল সংস্করণ: ১০ ২০১৯০৬২৬জুন ২৬, ২০১৯ [৭]
ব্যাখ্যা:
পুরনো সংস্করণ
পুরানো সংস্করণ, এখনও সমর্থিত
সর্বশেষ সংস্করণ
সর্বশেষ পূর্বরূপ সংস্করণ
ভবিষ্যৎ প্রকাশ

আরও পড়ুন

  • অ্যান্ড্রয়েড ওয়ান, প্রাথমিক স্তরের যন্ত্রসমূহের জন্য বানানো আরেকটি একই ধরনের সিস্টেম সফটওয়্যার
  • কাইওএস, আধুনিক নকিয়া ফিচার ফোনসমূহের জন্য ডিজাইনকৃত একই ধরনের সিস্টেম সফটওয়্যার

তথ্যসূত্র

  1. মোরিল, ড্যান (২৩ সেপ্টেম্বর ২০০৮)। "অ্যান্ড্রয়েড ১.০ এসডিকের ঘোষণা, প্রকাশনা ১"অ্যান্ড্রয়েড উন্নয়কারীদের ব্লগগুগল। ৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯ 
  2. "অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও, বিস্তারিত পর্যালোচনা"আরস টেকনিকা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯ 
  3. ""অ্যান্ড্রয়েড গো" কম বাজেটের ফোনের জন্য অ্যান্ড্রয়েডকে ছাঁচাচোলা করবে"আরস টেকনিকা। কোন্ডে নাস্ট। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯ 
  4. "অ্যান্ড্রয়েড গো অ্যান্ড্রয়েড ওকে একটি চলন্ত সফলতাতে পরিণত করতে পারতো"এনগ্যাজেট। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯ 
  5. "অ্যান্ড্রয়েড ৮.১-এর মুক্তির সাথে অ্যান্ড্রয়েড ওরিও (গো সংস্করণ)-এর সূচনা"গুগল (ইংরেজি ভাষায়)। ৫ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯ 
  6. "অ্যান্ড্রয়েড ৯ পাই (গো সংস্করণ): নতুন বৈশিষ্ট্যসমূহ ও আরও কিছু অপশন"গুগল (ইংরেজি ভাষায়)। ১৫ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯ 
  7. "প্রাথমিক পর্যায়ের ফোনের জন্যে অ্যান্ড্রয়েডে আরও উন্নয়ন"Google (ইংরেজি ভাষায়)। ২৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ