উবুন্টু টাচ

উবুন্টু টাচ
উবুন্টু লোগো
উবুন্টু টাচ মূল পর্দা(হোম স্ক্রিন)
ডেভলপারইউবিপোর্টস,
Ubuntu community,
ক্যানোনিকাল লিমিটেড
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
সোর্স মডেলওপেন সোর্স
সর্বশেষ মুক্তি১৫.০৪ (ভিভিড ভার্ভেড) / ২০১৭; ৭ বছর আগে (2017) সেপ্টেম্বর ২০, ২০১৭ সালে ওটিএ-২ মুক্তি[১]
সর্বশেষ প্রাকদর্শন১৭.০৪ "ডেইলি বিল্ড"[২][৩] / ২০১৬; ৮ বছর আগে (2016)
মার্কেটিং লক্ষ্যস্মার্টফোন, ট্যাবলেট, মোবাইল ফোন
ভাষাসমূহবহুভাষিক
হালনাগাদের পদ্ধতিক্লিক আপডেট ম্যানেজার, ইমেজ ভিত্তিক হালনাগাদ, এপিটি গেট(apt-get)
প্যাকেজ ম্যানেজারক্লিক প্যাকেজ
ডিপিকেজি
প্ল্যাটফর্মএআরএম
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স)
ব্যবহারকারী ইন্টারফেসগ্রাফিক্যাল (নেটিভ ও ওয়েব এপ্লিকেশন)
লাইসেন্সপ্রধানত গনু জেনারেল পাবলিক লাইসেন্স এবং অন্যান্য বিভিন্ন ওপেন সোর্স লাইসেন্স
ওয়েবসাইটubuntu-touch.io

উবুন্টু টাচ (ইংরেজি: Ubuntu Touch, উবুন্টু ফোন হিসেবেও পরিচিত) উবুন্টুর মোবাইল সংস্করণ। এটি পূর্বে ক্যানোনিকাল লিমিটেড, বর্তমানে ইউবিপোর্টস সম্প্রদায় উন্নয়ন করে থাকে।[৪][৫][৬]

প্রধানত এটি টাচস্ক্রিন মোবাইল ডিভাইস স্মার্টফোন, ট্যাবলেটের জন্যে ডিজাইন করা হয়েছে। কিন্তু প্রকৃত লক্ষ্য ছিলো উবুন্টু টাচকে ল্যাপটপ/ডেস্কটপ, ইন্টারনেট অব থিংস, টেলিভিশন, এবং স্মার্টওয়াচে উবুন্টু টাচ এনে একটি ঐক্যবদ্ধ কর্মব্যস্ততা নিশ্চিত করা।

মার্ক শাটলওয়ার্থ ঘোষণা দেন যে, বাজার দর কম হওয়ার কারণে ক্যানোনিকাল লিমিটেড এ প্রকল্প এপ্রিল ৫, ২০১৭ সালে রহিত করবে।[৭][৮] পরবর্তীতে ইউবিপোর্টস সম্প্রদায় এটি গ্রহণ করে।[৯]

বহিঃসংযোগ

  1. "Ubuntu Touch OTA-2 Release"UBports Blog। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭ 
  2. "Ubuntu Touch 17.04 (Zesty Zapus) Daily Build"ubuntu.com। ২০ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৬ 
  3. Silviu Stahie (১৪ আগস্ট ২০১৫)। "Canonical Is Not Moving Ubuntu Touch to Ubuntu 15.10 Any Time Soon"softpedia। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৫ 
  4. Canonical। "Ubuntu on phones - Ubuntu"ubuntu.com। ২৬ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৫ 
  5. Gripsgard, Marius। "I'm not giving up!"Google Plus। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭ 
  6. UBports। "Ubuntu Touch"ubuntu-touch.io। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭ 
  7. Sneddon, Joey (৫ এপ্রিল ২০১৭)। "Ubuntu 18.04 To Ship with GNOME Desktop, Not Unity"OMG Ubuntu। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৭ 
  8. Shuttleworth, Mark। "Growing Ubuntu for Cloud and IoT, rather than Phone and convergence"Canonical। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৭ 
  9. Tiwari, Aditya (৬ এপ্রিল ২০১৭)। "Unity 8 And Ubuntu Touch Aren't Going Away Completely, UBports Team Will Keep Them Alive"। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৭