আদিনা মসজিদ
আদিনা মসজিদ | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | সুন্নি ইসলাম |
অবস্থান | |
অবস্থান | পান্ডুয়া, মালদহ জেলা, পশ্চিমবঙ্গ, ভারত |
স্থানাঙ্ক | ২৫°০৯′০৮″ উত্তর ৮৮°০৯′৫৩″ পূর্ব / ২৫.১৫২৩° উত্তর ৮৮.১৬৪৭° পূর্ব |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | ইসলামী স্থাপত্য |
ভূমি খনন | ১৩৭৩ |
সম্পূর্ণ হয় | ১৩৭৫ |
আদিনা মসজিদ মালদহে অবস্থিত একটি মসজিদ। এটি সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে তৈরি। এটি তৎকালীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ।[১][২]
ইতিহাস
এটি বেঙ্গল সালতানাতের সময় সিকান্দার শাহ কর্তৃক একটি রাজকীয় মসজিদ হিসেবে নির্মিত হয়। তিনি ইলিয়াস শাহী রাজবংশের সদস্য ছিলেন এবং মহিমান্বিত সুলতান এবং বিশ্বাসীদের খলিফার মত উঁচু উপাধি বহন করেন। মসজিদটি সাবেক রাজকীয় রাজধানী পাণ্ডুয়ায় অবস্থিত। বিশাল স্থাপত্য উমাইয়া মসজিদের হাইপোস্টাইলের সাথে যুক্ত, যা নতুন এলাকায় ইসলাম প্রবর্তনের সময় ব্যবহার করা হয়। ১৩৫৩ ও ১৩৫৯ সালে দিল্লি সালতানাতকে দুইবার পরাজিত করার পর প্রথম দিকের বঙ্গ সালতানাত সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষাকে টেনে নিয়ে যায়। আদিনা মসজিদ ১৩৬৪ সালে কমিশন করা হয়।[৩] ষোড়শ শতাব্দীতে মুঘল সাম্রাজ্যের উত্থানের সাথে সাথে বঙ্গ সালতানাত ভেঙ্গে যায়।[৪]
অবস্থান
পুরাতন মালদহ শহর থেকে ২০ কিলমিটার দূরে ১২ নং জাতীয় সড়কের পাশে অবস্থিত। এর বিপরীতে আছে আদিনা মৃগ উদ্যান।
স্থাপত্য
এই মসজিদ উত্তর-দক্ষিণে ৫২৪ ফুট লম্বা ও ৩২২ ফুট চওড়া। এতে ২৬০টি থাম ও ৩৮৭টি গম্বুজ আছে। মসজিদের নকশা বাংলা, আরব, ফার্সি ও বাইজেন্টাইন স্থাপত্য অন্তর্ভুক্ত। যদিও মসজিদটি তার আকারের কারণে দূর থেকে আকর্ষণীয়, কিন্তু সূক্ষ্মভাবে পরিকল্পিত সাজসজ্জার কারণে এটি থেকে একটি ভাল দূরত্বে দাঁড়িয়ে থাকা বৈশিষ্ট্য দেখা কঠিন করে তোলে। এটি ধ্বংসস্তূপের রাজমিস্ত্রি দিয়ে নির্মিত হয়েছিল যা ইট, পাথর, স্তূপের প্রলেপ, প্লাস্টার, কংক্রিট, গ্লেজিং বা চুন মসৃণ দ্বারা আবৃত ছিল।[৩] পাথরের ফুল ভবনের চারপাশের অভ্যন্তর এবং বহির্ভাগের খিলানে একত্রিত করা হয়।[৫] এর পরিকল্পনা দামেস্কের বড় মসজিদের অনুরূপ।[৬]
চিত্রসম্ভার
-
আদিনা মসজিদের অভ্যন্তরে খিলান ও কলাম। উঁচু মঞ্চটি ছিল রাজকীয় গ্যালারি যেখানে সুলতান প্রার্থনা করেছিলেন।
-
মসজিদে কেন্দ্রীয় নামাজ হল
-
পাথরের দেয়ালে খোদাই করা একটি গণেশ মূর্তি
-
সুলতান সিকান্দার শাহের সমাধি
-
Detailed arabesque
-
বিল্ডিংটি একটি পিপ হোল দিয়ে দেখা যাচ্ছে
-
ভবনের কোণে
-
মসজিদের ভিতরে খিলান
-
ব্রিটিশ মিউজিয়ামে আদিনা মসজিদের একটি স্তম্ভ
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ এ.বি.এম হোসাইন (২০১২)। "আদিনা মসজিদ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ Banerji, Naseem Ahmed (১৯৯৩)। The architecture and architectural decoration of the Adina Mosque, Pandua, West Bengal, India: The problem of the conjoined Buddhist, Hindu and Islamic motifs in the mihrab niches - ProQuest (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। প্রোকুয়েস্ট 304044113। templatestyles stripmarker in
|id=
at position 1 (সাহায্য) - ↑ ক খ "The architecture and architectural decoration of the Adina Mosque"। ProQuest (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৬।
- ↑ Eaton, Richard M. (১৯৯৬-০৭-৩১)। The Rise of Islam and the Bengal Frontier, 1204-1760 (ইংরেজি ভাষায়)। University of California Press। আইএসবিএন 978-0-520-20507-9।
- ↑ Banerji, Naseem Ahmed (২০০২)। The Architecture of the Adina Mosque in Pandua, India: Medieval Tradition and Innovation (ইংরেজি ভাষায়)। Edwin Mellen Press। আইএসবিএন 978-0-7734-7209-9।
- ↑ Hasan, Perween; Grabar, Oleg (২০০৭-০৬-২৯)। Sultans and Mosques: The Early Muslim Architecture of Bangladesh (ইংরেজি ভাষায়)। Bloomsbury Academic। আইএসবিএন 978-1-84511-381-0।