আমিরপুর ইউনিয়ন

আমিরপুর
ইউনিয়ন
৭নং আমিরপুর ইউনিয়ন পরিষদ
আমিরপুর ইউনিয়ন পরিষদ ভবন
আমিরপুর ইউনিয়ন পরিষদ ভবন
আমিরপুর খুলনা বিভাগ-এ অবস্থিত
আমিরপুর
আমিরপুর
আমিরপুর বাংলাদেশ-এ অবস্থিত
আমিরপুর
আমিরপুর
বাংলাদেশে আমিরপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৪′৩৮″ উত্তর ৮৯°৩০′৫১″ পূর্ব / ২২.৭৪৩৮৯° উত্তর ৮৯.৫১৪১৭° পূর্ব / 22.74389; 89.51417 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাখুলনা জেলা
উপজেলাবটিয়াঘাটা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১৮.৪২ বর্গকিমি (৭.১১ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৭,৯৮৭
 • জনঘনত্ব৯৮০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৫.৭৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৯২৪১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র

আমিরপুর বাংলাদেশের খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[][]

ইতিহাস

কালের স্বাক্ষী বহনকারী পশুর নদীর তীরে গড়ে উঠা, বটিয়াঘাটা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হয়েছে।কাল পরিক্রমায় আজ আমিরপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান এবং খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব।[তথ্যসূত্র প্রয়োজন]

আয়তন

এ ইউনিয়নের আয়তন ১৮.৪২ বর্গকিলোমিটার।[তথ্যসূত্র প্রয়োজন]

উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এ ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ১৭৯৮৭ জন এবং গ্রামের সংখ্যা প্রায় ১৯টি। শিশু মৃত্যুর হার ৪৪%।[তথ্যসূত্র প্রয়োজন]

শিক্ষা

২০০১ সালের শিক্ষা জরিপ অনুযায়ী এ ইউনিয়নের শিক্ষার হার ৬৫.৭৮% এবং প্রাথমিক বিদ্যালয়ের উপস্থিতির হার ৯৮%।[তথ্যসূত্র প্রয়োজন]

শিক্ষা প্রতিষ্ঠান

প্রশাসনিক কাঠামো

এ ইউনিয়নের গ্রামগুলো হলো
  • খারাবাদ
  • তলাপড়া
  • নারায়নখালী
  • মজিদঘাটা
  • দত্তপাড়া
  • হাদিরাবাদ
  • নারায়নপুর
  • হাসিমপুর
  • জয়পুর
  • শ্যামগঞ্জ
  • নিজগ্রাম
  • কিসমত কুরিঘাটা
  • রামভদ্রপুর
  • কড়িয়া
  • করেরঢোন
  • কড়িয়াভিটা
  • চর হাদিরাবাদ
  • আমিরপুর

কৃষি

এ ইউনিয়নের প্রধান কৃষি উৎপাদিত ফসল হলো ধান, ডাল ও তিল।[তথ্যসূত্র প্রয়োজন]

হাট-বাজার

আমিরপুর ইউনিয়নের প্রধান ৫টি হাট-বাজার হলো:[তথ্যসূত্র প্রয়োজন]

  • বাইনতলা বাজার
  • জয়পুর বাজার
  • কড়িয়া বাজার
  • ফুলতলা বাজার (বর্তমানে বিলুপ্তি)
  • ধাদুয়া বাজার

যোগাযোগ ব্যবস্থা

আমিরপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক রুপসা-গোরম্ভা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম বাস, অটোরিক্সা, টেম্পু, ভ্যান ও মোটরবাইক ইত্যাদি।[তথ্যসূত্র প্রয়োজন]

জনপ্রতিনিধি

চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ আজীত শেখ
০২ মহিউদ্দিন শেখ ১৯৮৮ - ১৯৯৩
০৩ ইনছান শেখ ১৯৯৩ - ১৯৯৮
০৪ আবুল হোসেন
০৫ আজম খাঁন ১৯৮৩ - ১৯৮৮
০৬ আজম খাঁন
০৭ আজম খাঁন ২০০৩ - ২০০৫
০৮ ফুজ্জাত হোসেন ১০ আগস্ট ১৯৯৮ - ০৯ ফেব্রুয়ারি ২০১০
০৯ খায়রুল ইসলাম খাঁন (জনি) ২০১১ - ২০১৬
১০ জি, এম মিলন গোলদার ২০১৬ - ২০২৪

তথ্যসূত্র

  1. ইউনিয়নসমূহ [Unions]। Batiaghata Upazila। ২০২১-০৪-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৮ 
  2. শাহ সিদ্দিক (২০১২)। "বটিয়াঘাটা উপজেলা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743