উত্তর বেদকাশী ইউনিয়ন

উত্তর বেদকাশী
ইউনিয়ন
উত্তর বেদকাশী খুলনা বিভাগ-এ অবস্থিত
উত্তর বেদকাশী
উত্তর বেদকাশী
উত্তর বেদকাশী বাংলাদেশ-এ অবস্থিত
উত্তর বেদকাশী
উত্তর বেদকাশী
বাংলাদেশে উত্তর বেদকাশী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৮′১২.২″ উত্তর ৮৯°১৮′২৫.৯″ পূর্ব / ২২.৩০৩৩৮৯° উত্তর ৮৯.৩০৭১৯৪° পূর্ব / 22.303389; 89.307194 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাখুলনা জেলা
উপজেলাকয়রা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানসরদার নুরুল ইসলাম (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট২২.৪৪ বর্গকিমি (৮.৬৬ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৫,২২৫
 • জনঘনত্ব৬৮০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৬.৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৯২৯০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র

উত্তর বেদকাশী ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার কয়রা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। আয়তনের দিক থেকে এই ইউনিয়ন কয়রা উপজেলার সবচেয়ে ছোট। সুন্দরবনের কোলঘেঁষা, রাজা প্রতাপাদিত্য ও খালাস খাঁর স্মৃতিবিজড়িত এই ইউনিয়নটি বিভিন্ন কারণে কয়রার মধ্যে খুবই সুপরিচিত। []

অবস্থান ও আয়তন

উত্তর বেদকাশী ইউনিয়ন এর আয়তন ৫৫৪৪ একর।[] এটি কয়রা উপজেলার ক্ষুদ্রতম ইউনিয়ন।

প্রশাসনিক অঞ্চল

এই ইউনিয়ন নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:

  • গাব্বুনিয়া
  • পদ্মপুকুর
  • বড়বাড়ী
  • পাথরখালী
  • বতুলবাজার
  • গাজীপাড়া
  • শেখ সরদার পাড়া
  • বেদকাশী
  • কাঠমারচর

নদনদী

কপোতাক্ষ নদীশাকবাড়ীয়া নদী

শিক্ষাপ্রতিষ্ঠান

  • বেদকাশী কলেজিয়েট স্কুল।
  • বেদকাশী হাবিবীয়া দাখিল মাদরাসা।
  • বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়।
  • কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়।
  • বড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৷
  • বেদকাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৷
  • বতুলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • কাঠমারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

দর্শনীয় স্থানসমূহ

  • রাজা প্রতাপাদিত্যর রাজধানী
  • খালাস খাঁ দিঘী
  • কাটকাটা
  • কবি এবাদুল্লাহ এর মাজার।
  • কাছারীবাড়ী শতবর্ষী বটবৃক্ষ
  • মাওলানা হাবিবুল্লাহ শামীম এর মাজার।

বিখ্যাত ব্যাক্তিসমূহ

  • কবি এবাদুল্লাহ
  • ডঃ অনিমেষ কুমার গাইন
  • মাওলানা হাবিবুল্লাহ
  • মুক্তিযোদ্ধা জালাল ঢালী
  • মাষ্টার মমিন
  • আলহাজ্ব মোঃ সরদার নূরুল ইসলাম
  • মুক্তিযোদ্ধা ডাঃ ফজলুল হক

বিবিধ

হাট-বাজার

  • কাছারিবাড়ী
  • কাশিরহাটখোলা
  • বড়বাড়ী

বৃক্ষমেলা

  • এই ইউনিয়নের কাছারিবাড়ী শতবর্ষী বটবৃক্ষের নিচে প্রতি বছর দশ দিনব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৮