উত্তর বেদকাশী ইউনিয়ন
উত্তর বেদকাশী | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে উত্তর বেদকাশী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৮′১২.২″ উত্তর ৮৯°১৮′২৫.৯″ পূর্ব / ২২.৩০৩৩৮৯° উত্তর ৮৯.৩০৭১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | খুলনা জেলা |
উপজেলা | কয়রা উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | সরদার নুরুল ইসলাম (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২২.৪৪ বর্গকিমি (৮.৬৬ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১৫,২২৫ |
• জনঘনত্ব | ৬৮০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৬.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৯২৯০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
উত্তর বেদকাশী ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার কয়রা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। আয়তনের দিক থেকে এই ইউনিয়ন কয়রা উপজেলার সবচেয়ে ছোট। সুন্দরবনের কোলঘেঁষা, রাজা প্রতাপাদিত্য ও খালাস খাঁর স্মৃতিবিজড়িত এই ইউনিয়নটি বিভিন্ন কারণে কয়রার মধ্যে খুবই সুপরিচিত। [১]
অবস্থান ও আয়তন
উত্তর বেদকাশী ইউনিয়ন এর আয়তন ৫৫৪৪ একর।[১] এটি কয়রা উপজেলার ক্ষুদ্রতম ইউনিয়ন।
প্রশাসনিক অঞ্চল
এই ইউনিয়ন নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:
- গাব্বুনিয়া
- পদ্মপুকুর
- বড়বাড়ী
- পাথরখালী
- বতুলবাজার
- গাজীপাড়া
- শেখ সরদার পাড়া
- বেদকাশী
- কাঠমারচর
নদনদী
কপোতাক্ষ নদী ও শাকবাড়ীয়া নদী ৷
শিক্ষাপ্রতিষ্ঠান
- বেদকাশী কলেজিয়েট স্কুল।
- বেদকাশী হাবিবীয়া দাখিল মাদরাসা।
- বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়।
- কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়।
- বড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৷
- বেদকাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৷
- বতুলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- কাঠমারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
দর্শনীয় স্থানসমূহ
- রাজা প্রতাপাদিত্যর রাজধানী
- খালাস খাঁ দিঘী
- কাটকাটা
- কবি এবাদুল্লাহ এর মাজার।
- কাছারীবাড়ী শতবর্ষী বটবৃক্ষ
- মাওলানা হাবিবুল্লাহ শামীম এর মাজার।
বিখ্যাত ব্যাক্তিসমূহ
- কবি এবাদুল্লাহ
- ডঃ অনিমেষ কুমার গাইন
- মাওলানা হাবিবুল্লাহ
- মুক্তিযোদ্ধা জালাল ঢালী
- মাষ্টার মমিন
- আলহাজ্ব মোঃ সরদার নূরুল ইসলাম
- মুক্তিযোদ্ধা ডাঃ ফজলুল হক
বিবিধ
হাট-বাজার
- কাছারিবাড়ী
- কাশিরহাটখোলা
- বড়বাড়ী
বৃক্ষমেলা
- এই ইউনিয়নের কাছারিবাড়ী শতবর্ষী বটবৃক্ষের নিচে প্রতি বছর দশ দিনব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়।
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ ক খ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৮।