এস্টাটিন
এস্টাটিন একটি বিরল মৌল। সমগ্র পৃথিবীতে এস্টাটিনের পরিমাণ ২৮ গ্রাম।
| ||||||||||||||||
সাধারণ বৈশিষ্ট্য | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা | এস্টাটিন, At, 85 | |||||||||||||||
রাসায়নিক শ্রেণী | halogens | |||||||||||||||
গ্রুপ, পর্যায়, ব্লক | 17, 6, p | |||||||||||||||
Appearance | metallic (presumed) | |||||||||||||||
পারমাণবিক ভর | (210) g/mol | |||||||||||||||
ইলেক্ট্রন বিন্যাস | [Xe] 4f14 5d10 6s2 6p5 | |||||||||||||||
প্রতি শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা | 2, 8, 18, 32, 18, 7 | |||||||||||||||
ভৌত বৈশিষ্ট্য | ||||||||||||||||
দশা | কঠিন | |||||||||||||||
গলনাঙ্ক | 575 K (302 °C, 576 °F) | |||||||||||||||
স্ফুটনাঙ্ক | ? 610 K (? 337 °C, ? 639 °F) | |||||||||||||||
বাষ্পীভবনের লীন তাপ | ca. 40 kJ/mol | |||||||||||||||
| ||||||||||||||||
পারমাণবিক বৈশিষ্ট্য | ||||||||||||||||
কেলাসীয় গঠন | no data | |||||||||||||||
জারণ অবস্থা | ±1, 3, 5, 7 | |||||||||||||||
তড়িৎ ঋণাত্মকতা | 2.2 (পাউলিং স্কেল) | |||||||||||||||
Ionization energies | 1st: (est.) 920 kJ/mol | |||||||||||||||
অন্যান্য বৈশিষ্ট্য | ||||||||||||||||
Magnetic ordering | no data | |||||||||||||||
তাপ পরিবাহিতা | (300 K) 1.7 W/(m·K) | |||||||||||||||
সি এ এস নিবন্ধন সংখ্যা | 7440-68-8 | |||||||||||||||
কয়েকটি উল্লেখযোগ্য সমস্থানিক | ||||||||||||||||
| ||||||||||||||||
References |
পর্যায় সারণির দিকে তাকালে ৮৫ নম্বর যে মৌলটি পাবেন , সেটিই হলো এস্টাটিন বা এস্তেতিন। এটা একটা তেজস্ক্রিয় মৌল।এই মৌলটি খুবই বিরল অর্থাৎ এই মৌলের পরিমাণ সারা পৃথিবী মিলে ২.৩৬x১০^২৫ গ্রাম আছে।
এই মৌলের কাজ—
ক) অস্থিমজ্জার ক্যানসারে থেরাপী হিসেবে বা ( কম্পার্টমেন্টাল টিউমারের ক্ষেত্রে)
খ) বোন মেটাসটেসিস রোগের ক্ষেত্রে থেরাপী হিসেবে ব্যবহার হয়।
গ)মেলানোমাস ত্বকের ক্যানসারেও এই মৌলের ব্যবহার আছে।
ঘ) অ্যাডিনোকার্সিনোমাস টিউমার এর প্রতিরোধক হিসেবে এই মৌলের ব্যবহার হয়।