কলকাতা মেট্রো লাইন ১
কলকাতা মেট্রো লাইন ১ নর্থ–সাউথ মেট্রো | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
মালিকানায় | ভারতীয় রেল |
অবস্থান | কলকাতা,উত্তর চব্বিশ পরগনা,দক্ষিণ চব্বিশ পরগনা, ভারত |
বিরতিস্থলের (স্টেশন) সংখ্যা | ২৬ |
বাৎসরিক যাত্রীসংখ্যা | ১৭.৯৪ কোটি (২০২৩-২৪ অর্থবর্ষ) |
চলাচল | |
চালুর তারিখ | ১৯৮৪ |
পরিচালক সংস্থা | কলকাতা মেট্রো রেল |
কলকাতা মেট্রো লাইন ১ হল কলকাতা মেট্রো রেলের একটি লাইন। এটি ১৯৮৪ সালে চালু হয়। এটি ভারত তথা ভারতীয় উপমহাদেশর প্রথম ও এশিয়ার পঞ্চম ভূগর্ভস্থ মেট্রো পথ। এই মেট্রো লাইনটির দৈর্ঘ্য ৩১.৩৬ কিলোমিটার। প্রতিদিন এই পথে গড়ে ৭,০০,০০০ জন (৭ লক্ষ) চলাচল করেন। ২০১৮ সালের দুর্গা পূজার অষ্টমিতে এই লাইনে ৯ লক্ষ যাত্রী বহন হয় যা এই মেট্রো পথের সর্বকালীন রেকর্ড। এই মেট্রো পথের উত্তরের অংশের এখনও সম্প্রসারণ চলছে। নোয়াপাড়ার পর বরানগর ও দক্ষিণেশ্বর এই মেট্রো পথে যুক্ত করার কাজ চলছে। এই নির্মীয়মাণ অংশের দৈর্ঘ্য ৪.৫ কিলোমিটার। এটি ভারতে নির্মিত প্রথম ভূগর্ভস্থ রেলপথ যা অক্টোবর ১৯৮৪ সাল থেকে পরিষেবা প্রদান শুরু করে এবং পরিকল্পিত প্রথম রেলপথটি ফেব্রুয়ারি ১৯৯৫ সালে সম্পূর্ণভাবে চালু করা হয়। ২৮ ডিসেম্বর ২০১০ সালে এটি ভারতীয় রেলওয়ের ১৭ তম অঞ্চল হয়। দেশের প্রথম এবং সম্পূর্ণ স্বদেশীয় প্রক্রিয়ায় কলকাতা মেট্রো নির্মিত হলেও এটি মূলত পরীক্ষা-ও-ত্রুটিমূলক নির্মাণ কাজ ছিল, বিপরীতে অন্য আরেকটি মেট্রো, দিল্লি মেট্রোর নির্মাণের সঙ্গে বহু আন্তর্জাতিক পরামর্শদাতা জড়িত ছিল। ফলস্বরূপ, সম্পূর্ণরূপে বীরপাড়া থেকে টালিগঞ্জ মেট্রো স্টেশন পর্যন্ত প্রায় ১৫ কিমি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণ করতে প্রায় ২৩ বছর সময় লাগে।
ইতিহাস
১৯৪৯ সালে পশ্চিমবঙ্গের তদনীন্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায় কলকাতার ক্রমবর্ধমান ট্রাফিক সমস্যার সমাধানে শহরে একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের কথা বিবেচনা করেন। এই মর্মে একটি ফরাসি বিশেষজ্ঞ দলকে দিয়ে সমীক্ষা চালানো হলেও, কোনো সুসংহত সমাধানসূত্র পাওয়া যায়নি।[১] এরপর ১৯৬৯ সালে কলকাতার ট্রাফিক সমস্যা সমাধানে মেট্রোপলিটান ট্রান্সপোর্ট প্রজেক্ট (রেলওয়ে) নামে একটি প্রকল্প গৃহীত হয়। এই প্রকল্পের প্রতিবেদনে কলকাতার ট্রাফিক সমস্যার সমাধানে দ্রুত পরিবহন ব্যবস্থা চালু করা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই বলে জানানো হয়। ১৯৭১ সালে প্রকাশিত প্রকল্পের মাস্টার প্ল্যানে কলকাতার জন্য মোট ৯৭.৫ কিলোমিটার দৈর্ঘ্য্যের পাঁচটি মেট্রো লাইনের প্রস্তাব দেওয়া হয়।[১] এই পাঁচটি পথের মধ্যে সর্বাধিক গুরুত্ব আরোপিত হয় ১৬.৪৫ কিলোমিটার দৈর্ঘ্য্যবিশিষ্ট দমদম-টালিগঞ্জ লাইনটির উপর, যেটি বর্তমানে লাইন ১ নামে পরিচিত।[১] ১৯৭২ সালের ১ জুন প্রস্তাব অনুমোদিত হয়। ওই বছর ২৯ ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই প্রকল্পের শিলান্যাস করেন। ১৯৭৩-৭৪ সালে নির্মাণকাজ শুরু হয়।[১][২]
লাইন ১-এর নির্মাণ কাজ শুরু হলেও ১৯৭৭-৭৮ সালে অর্থের জোগান বন্ধ থাকা, ভূগর্ভস্থ পরিষেবাগুলির স্থানান্তরণ, আদালতের নানা স্থগিতাদেশ, কাঁচামালের অনিয়মিত সরবরাহ ইত্যাদি কারণে প্রকল্প রূপায়ণে অযথা দেরি হতে থাকে। অবশেষে তদানীন্তন রেলমন্ত্রী আবু বারকাত আতাউর গণী খান চৌধুরীর বিশেষ উদ্যোগ, কর্মদক্ষতা, ও কূটনৈতিক দূরদৃষ্টির ফলে প্রকল্পের কাজে দ্রুততা আসে, এবং ১৯৮৪ সালের ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এসপ্ল্যানেড-ভবানীপুর (নেতাজি ভবন) ৩.৪০ কিলোমিটার দৈর্ঘ্য্যবিশিষ্ট রুটে ভারতের প্রথম তথা এশিয়ার পঞ্চম মেট্রো পরিষেবা কলকাতা মেট্রোর লাইন ১-এর উদ্বোধন করেন।[১] ওই বছরই ১২ নভেম্বর চালু হয় দমদম-বেলগাছিয়া ২.১৫ কিলোমিটার দৈর্ঘ্য্যবিশিষ্ট রুটটিও। উল্লেখ্য, এটিই কলকাতা মেট্রোর দীর্ঘতম স্টেশন দূরত্ব।[১] ১৯৮৬ সালের ২৯ এপ্রিল টালিগঞ্জ অবধি মেট্রো সম্পসারিত হলে এসপ্ল্যানেড থেকে টালিগঞ্জ অবধি ১১টি স্টেশন নিয়ে ৯.৭৯ কিলোমিটার পথের কাজ সম্পূর্ণ হয়।[১]
২২ নভেম্বর ১৯৯২ তারিখে দমদম-বেলগাছিয়া অংশটিকে বন্ধ করে দেওয়া হয়। কারণ এই বিচ্ছিন্ন ক্ষুদ্র অংশটি খুব একটা জনপ্রিয়তা পায়নি। টালিগঞ্জ অবধি সম্প্রসারণের দীর্ঘ আট বছর পরে ১৩ অগস্ট ১৯৯৪ তারিখে দমদম-বেলগাছিয়া শাখাটিকে ১.৬২ কিলোমিটার সম্প্রসারিত করে শ্যামবাজার অবধি নিয়ে আসা হয়। সেই বছরের ২ অক্টোবর তারিখে ০.৭১ কিলোমিটার এসপ্ল্যানেড-চাঁদনি চক শাখাটি চালু হয়। শ্যামবাজার-শোভাবাজার-গিরিশ পার্ক (১.৯৩ কিলোমিটার) ও চাঁদনি চক-সেন্ট্রাল (০.৬০ কিলোমিটার) শাখাদুটি চালু হয় ১৫ ফেব্রুয়ারি ১৯৯৫ তারিখে। গিরিশ পার্ক থেকে সেন্ট্রালের মধ্যবর্তী ১.৮০ কিলোমিটার পথ সম্পূর্ণ হয় ২৭ সেপ্টেম্বর ১৯৯৫ তারিখে। এর ফলে বর্তমান মেট্রোলাইনটির কাজ সম্পূর্ণ হয়।
২০০৯ সালে টালিগঞ্জ (বর্তমানে মহানায়ক উত্তমকুমার) স্টেশন থেকে গড়িয়া বাজার (বর্তমানে কবি নজরুল) স্টেশন পর্যন্ত সম্প্রসারিত নতুন মেট্রোপথের সূচনা করা হয়। ২০১৩ সালে লাইন ১ দমদম থেকে নোয়াপাড়া পর্যন্ত সম্প্রসারিত করা হয় ও সর্বশেষে ২০২১ সালে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর সম্প্রসারিত হয় লাইন ১।
স্টেশন
# | স্টেশনের নাম | অঞ্চল | সংযোগ | উদ্বোধন | অবস্থান | উল্লেখযোগ্য তথ্য | সূত্র |
---|---|---|---|---|---|---|---|
১ | দক্ষিণেশ্বর | দক্ষিণেশ্বর | দক্ষিণেশ্বর | ২২ ফেব্রুয়ারি ২০২১ | উত্তোলিত | ||
২ | বরাহ নগর | বরাহনগর | লাইন ৫ (পরিকল্পিত) | ২২ ফেব্রুয়ারি ২০২১ | উত্তোলিত | ডানলপ ক্রসিং নামেও পরিচিত | [৩] |
৩ | নোয়াপাড়া | নোয়াপাড়া, বরাহনগর, উত্তর চব্বিশ পরগনা | লাইন ৪ (নির্মাণাধীন) | ১০ জুলাই, ২০১৩ | উড়াল | কলকাতা মেট্রোর বৃহত্তম স্টেশন। | [৪][৫] |
৪ | দমদম | দমদম, উত্তর চব্বিশ পরগনা | দমদম জংশন | ১২ নভেম্বর, ১৯৮৪ | উড়াল | ১৯৮৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত দমদম ছিল কলকাতা মেট্রোর ১ নং লাইনের উত্তর দিকের টার্মিনাল। | [১] |
৫ | বেলগাছিয়া | বেলগাছিয়া, কলকাতা | ১২ নভেম্বর, ১৯৮৪ | ভূগর্ভস্থ | কলকাতা মেট্রোর লাইন ১-এর উত্তর দিকের সর্বশেষ ভূগর্ভস্থ স্টেশন। | [১] | |
৬ | শ্যামবাজার | শ্যামবাজার, কলকাতা | ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৫ | ভূগর্ভস্থ | [১] | ||
৭ | শোভাবাজার সুতানুটি | শোভাবাজার, কলকাতা | ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৫ | ভূগর্ভস্থ | স্টেশনটির পুরনো নাম "শোভাবাজার"। পরে কলকাতার তিনটি আদি বসতির অন্যতম সুতানুটি গ্রামের নাম স্টেশনের নামের সঙ্গে যুক্ত হয়। | [১] | |
৮ | গিরিশ পার্ক | জোড়াসাঁকো, কলকাতা | ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৫ | ভূগর্ভস্থ | এই স্টেশনটি অতীতে জোড়াসাঁকো নামে পরিচিত ছিল। পরে বিশিষ্ট নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের নামে উৎসর্গিত হয়। | [১] | |
৯ | মহাত্মা গান্ধী রোড | বড়বাজার, কলকাতা | ২৭ সেপ্টেম্বর, ১৯৯৫ | ভূগর্ভস্থ | এই স্টেশনটি মহাত্মা গান্ধী রোড ও চিত্তরঞ্জন অ্যাভেনিউ-এর সংযোগস্থলে অবস্থিত | [১] | |
১০ | সেন্ট্রাল | বউবাজার, কলকাতা | ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৫ | ভূগর্ভস্থ | [১] | ||
১১ | চাঁদনি চক | চাঁদনি চক, কলকাতা | ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৫ | ভূগর্ভস্থ | এই স্টেশনটির প্রস্তাবিত নাম টিপু সুলতান। | [১] | |
১২ | এসপ্ল্যানেড | এসপ্ল্যানেড, কলকাতা | লাইন ২ এবং লাইন ৩ (নির্মাণাধীন) | ২৪ অক্টোবর, ১৯৮৪ | ভূগর্ভস্থ | কলকাতা মেট্রোর প্রথম স্টেশন। | [১] |
১৩ | পার্ক স্ট্রিট | মাদার টেরিজা সরণি, কলকাতা | লাইন ৩ (নির্মাণাধীন) | ২৪ অক্টোবর, ১৯৮৪ | ভূগর্ভস্থ | এই স্টেশনটির প্রস্তাবিত নাম মাদার টেরিজা। | [১] |
১৪ | ময়দান | ময়দান, কলকাতা | ২৪ অক্টোবর, ১৯৮৪ | ভূগর্ভস্থ | এই স্টেশনটির প্রস্তাবিত নাম গোষ্ঠ পাল। | [১] | |
১৫ | রবীন্দ্র সদন | রবীন্দ্র সদন-নন্দন চত্বর, কলকাতা | ২৪ অক্টোবর, ১৯৮৪ | ভূগর্ভস্থ | [১] | ||
১৬ | নেতাজি ভবন | ভবানীপুর, কলকাতা | ২৪ অক্টোবর, ১৯৮৪ | ভূগর্ভস্থ | এই স্টেশনটির পূর্বনাম ভবানীপুর। পরবর্তীকালে এই অঞ্চলে অবস্থিত নেতাজি সুভাষচন্দ বসুর পৈতৃক বাসভবনের নামে চিহ্নিত। | [১] | |
১৭ | যতীন দাস পার্ক | হাজরা, কলকাতা | ২৯ এপ্রিল, ১৯৮৬ | ভূগর্ভস্থ | এই স্টেশনটি মেট্রো স্টেশনের পাশে অবস্থিত বিপ্লবী যতীন্দ্রনাথ দাসের স্মৃতিচিহ্নিত উদ্যানের নামে নামাঙ্কিত। | [১] | |
১৮ | কালীঘাট | কালীঘাট, কলকাতা | ২৯ এপ্রিল, ১৯৮৬ | ভূগর্ভস্থ | [১] | ||
১৯ | রবীন্দ্র সরোবর | রবীন্দ্র সরোবর অঞ্চল, কলকাতা | টালিগঞ্জ | ২৯ এপ্রিল, ১৯৮৬ | ভূগর্ভস্থ | [১] | |
২০ | মহানায়ক উত্তমকুমার | টালিগঞ্জ, কলকাতা | ২৯ এপ্রিল, ১৯৮৬ | ভূতলস্থ | এই স্টেশনটি অতীতে টালিগঞ্জ নামে পরিচিত ছিল। ২০০৯ সালে স্টেশনটিকে কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের নামে উৎসর্গ করা হয়। | [১][৬] | |
২১ | নেতাজি | কুঁদঘাট, কলকাতা | ২২ অগস্ট, ২০০৯ | উড়াল | এই স্টেশনটি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে উৎসর্গিত। | [৬] | |
২২ | মাস্টারদা সূর্য সেন | বাঁশদ্রোণী, কলকাতা | ২২ অগস্ট, ২০০৯ | উড়াল | এই স্টেশনটি মাস্টারদা সূর্য সেনের নামে উৎসর্গিত। | [৬] | |
২৩ | গীতাঞ্জলি | নাকতলা, কলকাতা | ২২ অগস্ট, ২০০৯ | উড়াল | রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যরচনার শতবর্ষ উপলক্ষে স্টেশনটি উক্ত কাব্যগ্রন্থের নামে উৎসর্গিত। | [৬] | |
২৪ | কবি নজরুল | গড়িয়া বাজার, কলকাতা | ২২ অগস্ট, ২০০৯ | উড়াল | এই স্টেশনটি কাজী নজরুল ইসলামের নামে উৎসর্গিত। | [৬] | |
২৫ | শহিদ ক্ষুদিরাম | বৃজি, কলকাতা | ৭ অক্টোবর, ২০১০ | উড়াল | এই স্টেশনটি বিপ্লবী ক্ষুদিরাম বসুর নামে উৎসর্গিত। | [৬][৭] | |
২৬ | কবি সুভাষ | বৈষ্ণবঘাটা পাটুলী, কলকাতা | কলকাতা মেট্রো লাইন ৬ (নিউ গরিয়া - জয় হিন্দ) এ হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) অব্দি | ৭ অক্টোবর, ২০১০ | উড়াল | এই স্টেশনটির পূর্বনাম নিউ গড়িয়া। বর্তমানে কবি সুভাষ মুখোপাধ্যায়ের নামে উৎসর্গিত। | [৭] |
ভাড়া গঠন
মেট্রো ভাড়া দূরত্ব ভিত্তিক হয়। মেট্রো রেলপথের বর্তমান ভাড়া কাঠামো ০৫.১২.২০১৯ থেকে কার্যকর করা হয়েছিল। বর্তমান ভাড়া গঠন নিচে দেওয়া হল:
অঞ্চল | দূরত্ব (কিলোমিটার) | ভাড়া (₹) |
---|---|---|
১ | ০ - ২ কিমি | ৫.০০ |
২ | ২ – ৫ কিমি | ১০.০০ |
৩ | ৫ – ১০ কিমি | ১৫.০০ |
৪ | ১০ – ২০ কিমি | ২০.০০ |
৫ | ২০ কিলোমিটারের বেশি | ২৫.০০ |
আধুনিক প্রযুক্তি
- কলকাতা মেট্রো লাইন ১ স্মার্ট টিকিট এর ব্যবস্থা রয়েছে।
- এই পথের কিছু স্টেশনে ওয়াই-ফাই পরিসেবা প্রদান করা হয় বিনামূল্যে।
- মহানায়ক উত্তম কুমার ও কবি সুভাষ মেট্রো স্টেশন দুটি বর্তমানে সৌর বিদ্যুৎ এ পরিচালিত হচ্ছে।[৮]
তথ্যসূত্র
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ "History of Kolkata Metro"। ২৬ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১০। উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "kolmetrohist" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - ↑ "মেট্রো রেল", বাংলার ঐতিহ্য:কলকাতার অহংকার, পল্লব মিত্র, পারুল প্রকাশনী, কলকাতা, ২০১০
- ↑ TNN। "Mamata paves way for Metro's northern journey"। Times of India। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।
- ↑ উদ্ধৃতি সতর্কবার্তা:
metrosamikkha9-9-2010
নামসহ<ref>
ট্যাগের প্রাকদর্শন দেখা যাবে না কারণ এটি বর্তমান অনুচ্ছেদের বাইরে সংজ্ঞায়িত করা হয়েছে বা একেবারেই সংজ্ঞায়িত করা হয়নি। - ↑ Gupta, Jayanta (২১ নভেম্বর ২০১২)। "March 2013 date for Noapara Metro"। Times of India। ৪ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৩।
- ↑ ক খ গ ঘ ঙ চ "Mamata Banerjee inaugurates new Kolkata Metro stretch"। ৫ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯।
- ↑ ক খ Metro Railway services to New Garia start today[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সৌর বিদ্যুৎ ব্যবহার শুরু কলকাতা মেট্রোতে"। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]