শ্যামবাজার মেট্রো স্টেশন

শ্যামবাজার
কলকাতা মেট্রো স্টেশন
অবস্থানশ্যামবাজার, কলকাতা
প্ল্যাটফর্মআইল্যান্ড প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনভূগর্ভস্থ
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন কলকাতা মেট্রোর লোগো কলকাতা মেট্রো পরবর্তী স্টেশন
বেলগাছিয়া
অভিমুখে দক্ষিণেশ্বর
নীল লাইন শোভাবাজার সুতানুটি
অভিমুখে কবি সুভাষ
অবস্থান

শ্যামবাজার হল কলকাতা মেট্রোর একটি স্টেশন। এটি উত্তর কলকাতার শ্যামবাজার অঞ্চলে অবস্থিত।[] শ্যামবাজার ও বাগবাজার অঞ্চলদুটিকে এই স্টেশন মেট্রো পরিষেবা দিয়ে থাকে। রাধাগোবিন্দ কর হাসপাতাল, জয়কালী মন্দির, শ্যামবাজার পাঁচমাথার মোড়ের নেতাজি মূর্তি, গিরিশ মঞ্চ, গিরিশ ঘোষের বাসভবন, বাগবাজার মঠ ও উদ্বোধন পত্রিকার কার্যালয়, বলরাম মন্দির, রামকৃষ্ণ সারদা মিশন ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয় ও ভগিনী নিবেদিতার বাড়ি এই স্টেশনের কাছে অবস্থিত।

পাদটীকা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৩