ক্যাথরিন জিটা-জোন্স
ক্যাথরিন জিটা-জোন্স | |
---|---|
Catherine Zeta-Jones | |
জন্ম | ক্যাথরিন জিটা জোন্স[ক] ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সোয়ানজি, ওয়েল্স্ |
জাতীয়তা | ওয়েলসীয় |
নাগরিকত্ব | ব্রিটিশ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮১–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | মাইকেল ডগলাস (বি. ২০০০) |
সন্তান | ডিলান মাইকেল ডগলাস (ছেলে) ক্যারিস জিটা ডগলাস (মেয়ে) |
ওয়েবসাইট | www |
স্বাক্ষর | |
ক্যাথরিন জিটা-জোন্স সিবিই (ইংরেজি: Catherine Zeta-Jones, /ˈziːtə/; জন্ম: ২৫শে সেপ্টেম্বর ১৯৬৯) একজন ওয়েলসীয় অভিনেত্রী। মঞ্চ অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করে ব্রিটিশ ও মার্কিন টেলিভিশন এ অভিনয়ের পর হলিউড এ পা রাখেন। ১৯৯৮ সালের দ্য মাস্ক অব জরো চলচ্চিত্রতে অভিনয়ের মাধ্যমে বিখ্যাত হয়ে উঠেন এই অভিনেত্রী।[১] পরবর্তীতে ২০০০ সালে ট্রাফিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সহযোগী অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড জিতে নেন। ২০০২ সালে শিকাগো চলচ্চিত্রের জন্য তিনি অস্কার লাভ করেন।[২]
উল্লেখযোগ্য চলচ্চিত্র
বছর | নাম | ভূমিকা |
---|---|---|
১৯৯০ | Les 1001 nuits | Scheherazade |
১৯৯১ | দ্য ডার্লিং বাডস অব মে | Mariette |
১৯৯২ | ক্রিস্টোফার কলম্বাস: দ্য ডিসকভারি | Beatriz |
১৯৯৩ | স্পিলিটিং হিয়ারস্ | Kitty |
১৯৯৪ | দ্য সিন্ডার পাথ | Victoria Chapmann |
১৯৯৪ | দ্য রিটার্ন অব দ্য নেটিভ | Eustacia Vye |
১৯৯৫ | ক্যাথরিন দ্য গ্রেট | Catherine II |
১৯৯৫ | ব্লু জুস | Chloe |
১৯৯৬ | দ্য ফ্যান্টম | Sala |
১৯৯৮ | দ্য মাস্ক অব জরো | Eléna (De La Vega) Montero |
২০০০ | ট্রাফিক | Helena Ayala |
২০০২ | শিকাগো | Velma Kelly |
২০০৪ | দ্য টার্মিনাল | Amelia Warren |
২০০৪ | ওশেন্স টুয়েলভ | Isabel Lahiri |
২০০৫ | দ্য লিজেন্ড অব জরো | Elena de la Vega Murrieta |
২০০৯ | দ্যা রিবাউন্ড | Sandy |
২০১২ | প্লেইং দ্য ফিল্ড | Denise |
২০১২ | লে দ্য ফেবারিট | Tulip Heimowitz |
২০১২ | রক অব এজেস | মেয়রের পত্নী |
টীকা
- ↑ তাঁর জন্মসনদে নামের মাঝখানে কোনও হাইফেন নেই।
তথ্যসূত্র
- ↑ By (২৯ জুন ১৯৯৮)। "The Mask of Zorro Review - Read Variety's Analysis of the Movie The Mask of Zorro"। Variety। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০০৯।
- ↑ "Awards for Catherine Zeta-Jones"। imdb। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৩।
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে ক্যাথরিন জিটা-জোন্স সংক্রান্ত মিডিয়া রয়েছে।
উইকিউক্তিতে ক্যাথরিন জিটা-জোন্স সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ক্যাথরিন জিটা-জোন্স (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে ক্যাথরিন জিটা-জোন্স (ইংরেজি)
- পিপল ডটকমে ক্যাথরিন জিটা-জোন্স
- ক্যাথরিন জিটা-জোন্স -তে চার্লি রোজ
- গ্রন্থাগারে ক্যাথরিন জিটা-জোন্স সম্পর্কিত বা কর্তৃক কাজ (ওয়ার্ল্ডক্যাট ক্যাটালগ) (ইংরেজি)
- ক্যাথরিন জিটা-জোন্স দ্যা গার্ডিয়ান-এর সংবাদ ও ধারাভাষ্যের সংগ্রহশালা।
- "ক্যাথরিন জিটা-জোন্স সংগৃহীত খবর এবং ভাষ্য"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)।