গজারিয়া উপজেলা
গজারিয়া | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে গজারিয়া উপজেলা | |
স্থানাঙ্ক: ২৩°৩২′৪৭″ উত্তর ৯০°৩৬′৩১″ পূর্ব / ২৩.৫৪৬৩৯° উত্তর ৯০.৬০৮৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মুন্সীগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ১৩১ বর্গকিমি (৫১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১)[১] | |
• মোট | ১,৩৮,১০৮ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৩.৭৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৫৯ ২৪ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
গজারিয়া উপজেলা বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা। এটি একটি সুপ্রাচীন জনপদ।[২]
অবস্থান ও আয়তন
গজারিয়া উপজেলার উত্তরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা ও কুমিল্লা জেলার হোমনা উপজেলা, দক্ষিণে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা, পূর্বে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা ও মেঘনা উপজেলা, পশ্চিমে মুন্সীগঞ্জ সদর উপজেলা ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা।
প্রশাসনিক এলাকা
১৯৫৪ সালে গজারিয়া থানা প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৩ সালে এটি উপজেলায় রুপান্তরিত হয়। এই উপজেলায় মোট ৮টি ইউনিয়ন, ১১৪টি মৌজা এবং ১২০টি গ্রাম রয়েছে।
ইউনিয়নগুলো হলো: টেংগারচর, বালুয়াকান্দি, ভবেরচর, বাউশিয়া, গজারিয়া, হোসেন্দী, ইমামপুর, গুয়াগাছিয়া
উপজেলা পরিষদ
ক্রম নং. | পদবী | নাম |
---|---|---|
০১ | উপজেলা চেয়ারম্যান | মনসুর আহম্মেদ খান জিন্নাহ[৩] |
০২ | ভাইস চেয়ারম্যান | মো. সাইফুল ইসলাম মন্টু[৩] |
০৩ | মহিলা ভাইস চেয়ারম্যান | মোসা. মীনা আক্তার[৩] |
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারী অনুসারে এখানকার লোকসংখ্যা ১,৩৮,১০৮ জন; যার মধ্যে পুরুষ ৬৯,৬৯৮ জন এবং মহিলা ৬৮,৪১০ জন। এখানে মোট মুসলমান ১,৩৩,৪৫৩ জন, হিন্দু ৪,৬৩১ জন এবং অন্যান্য ৩০ জন।
শিক্ষা
শিক্ষা প্রতিষ্ঠান:
- বিশ্ববিদ্যালয় - ১টি,
- কলেজ - ২টি,
- ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ - ১টি,
- মাধ্যমিক বিদ্যালয় - ১২টি,
- প্রাথমিক বিদ্যালয় - ৬৭টি,
- ভকেশনাল ইন্সটিটিউট - ১টি,
- মাদ্রাসা - ৫টি,
- কিন্ডারগার্ডেন স্কুল - ৬৩টি
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে গজারিয়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "গজারিয়ার পটভূমি"। munshiganj.gov.bd। ১৭ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৩।
- ↑ ক খ গ "গজারিয়ার নতুন চেয়ারম্যান জিন্নাহ"। www.somoynews.tv। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৪।