নারায়ণগঞ্জ সদর উপজেলা

নারায়ণগঞ্জ সদর
উপজেলা
মানচিত্রে নারায়ণগঞ্জ সদর উপজেলা
মানচিত্রে নারায়ণগঞ্জ সদর উপজেলা
স্থানাঙ্ক: ২৩°৩৭′৪৮″ উত্তর ৯০°২৮′৪৮″ পূর্ব / ২৩.৬৩০০০° উত্তর ৯০.৪৮০০০° পূর্ব / 23.63000; 90.48000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলানারায়ণগঞ্জ জেলা
আয়তন
 • মোট১০০.৭৪ বর্গকিমি (৩৮.৯০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
 • মোট১৩,২৩,৬০০
 • জনঘনত্ব১৩,০০০/বর্গকিমি (৩৪,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬২.৭০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৬৭ ৫৮
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলানারায়ণগঞ্জ দেশের বৃহত্তম নদীবন্দর ও গুরুত্বপূর্ণ ব্যবসা-বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত।

অবস্থান ও আয়তন

নারায়ণগঞ্জ সদর উপজেলা রাজধানী ঢাকা থেকে মাত্র ১৬ কি.মি. দূরে দক্ষিণ-পূর্বে ঢাকা শহরের উপকন্ঠে ২৩°৩৬′০০″ উত্তর ৯০°৩০′০০″ পূর্ব / ২৩.৬০০০° উত্তর ৯০.৫০০০° পূর্ব / 23.6000; 90.5000 অবস্থিত। উত্তরে ঢাকার ডেমরা থানা, দক্ষিণে মুন্সীগঞ্জ সদর উপজেলামুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলা, পূর্বে বন্দর উপজেলাসোনারগাঁও উপজেলা, পশ্চিমে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলামুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা। পশ্চিম সীমানার কিছু অঞ্চল দিয়ে বুড়িগঙ্গা নদী এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে ধলেশ্বরী নদী প্রবাহিত হচ্ছে।

প্রশাসনিক এলাকা

নারায়ণগঞ্জ সদর উপজেলার আয়তন ১০০.৭৪ বর্গ কি.মি.। নারায়ণগঞ্জ, ০১ টি ‍সিটি কর্পোরেশন (আংশিক), ০৭ টি ইউনিয়ন, ০৩ টি থানা, ১৭৮ টি মৌজা, ৩০৫ টি গ্রাম নিয়ে গঠিত। নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এই তিনটি পুলিশ স্টেশন নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা গঠিত।

৫টি ইউনিয়ন নিয়ে উপজেলা এলাকা গঠিত। আয়তন ৮,৫৪০ একর।

ইতিহাস

১৮৮২ সালে নারায়ণগঞ্জকে মহকুমা ঘোষিত হয়, যা ১৯৮৪ সালে নারায়ণগঞ্জ সদর উপজেলাকে নিয়ে জেলায় উন্নীত হয়। ২০১১ সালের ৫ই মে নারায়ণগঞ্জ সদরকে সিটি কর্পোরেশন করা হয়।

ইউনিয়ন সমূহ

  1. আলীরটেক ইউনিয়ন
  2. কুতুবপুর ইউনিয়ন
  3. বক্তাবলী ইউনিয়ন
  4. ফতুল্লা ইউনিয়ন
  5. কাশীপুর ইউনিয়ন
  6. গোগনগর ইউনিয়ন
  7. এনায়েতনগর ইউনিয়ন

জনসংখ্যার উপাত্ত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর ২০১১ সালের অদমশুমারি অনুযায়ী নারায়ণগঞ্জ সদর উপজেলার জনসংখ্যা ১৩,২৩,৬০০ জন। এদের মাঝে পুরুষ ৬,৯০,৬৪১ জন এবং মহিলা ৬,৩২,৯৫৯ জন।

শিক্ষা

নারায়ণগঞ্জ সদরে শিক্ষার হার ৬২.৭%। সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০৪ টি, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ১৩ টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ১ টি, মাধ্যমিক বিদ্যালয় এমপিও ভূক্ত ৪১ টি, মাধ্যমিক/ কিন্ডার গার্ডেন এমপিও বিহীন ৫১ টি, দাখিল মাদ্রাসা ৮ টি, আলিম মাদ্রাসা ০৯ টি, ফাজিল মাদ্রাসা ০৩ টি, কামিল মাদ্রাসা ০১ টি, এমপিও ভূক্ত কলেজ ১১ টি এবং এমপিও বিহীন কলেজ ০২ টি এখানে অবস্থিত।

নারায়ণগঞ্জ সদরে ১৮৮৫ সালে নারায়ণগঞ্জ হাই স্কুল, ১৯০৬ সালে নারায়ণগঞ্জ বার একাডেমী এবং ১৯৩৭ সালে সরকারী তোলারাম (বিশ্ব:) কলেজ প্রতিষ্ঠিত হয়।

অর্থনীতি

নিট গার্মেন্টস ও হোসিয়ারী শিল্পের জন্য সুপরিচিত। নিটওয়্যার রপ্তানীকারকদের সংগঠন "বিকেএমইএ" ও বাংলাদেশের প্রাচীন সুতার বাজার এবং সুতা ব্যবসায়ীদের সংগঠন "বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশন" ও হোসিয়ারী শিল্প উদ্যোক্তাদের প্রধান কার্যালয় "হোসিয়ারী সমিতি", পাট ব্যবসায়ী ও রপ্তানীকারকদের সংগঠন বাংলাদেশ জুট এসোসিয়েশন বা "বিজেএ" এর প্রধান কার্যালয় নারায়ণগঞ্জ সদরে অবস্থিত। তাছাড়া রঙ ও কেমিক্যাল ব্যবসা এখানে অনেক পুরনো। এছাড়া নারায়ণগঞ্জ সদরের নিতাইগঞ্জের গম, আটা ও ময়দা পাইকারী বাজার অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। নারায়ণগঞ্জ কে প্রাচ্যের ডান্ডি খ্যাত সুনামের পিছনে এই জায়গার অবদান রয়েছে।

স্থাপনাসমূহ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "নারায়ণগঞ্জ সদর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ