গুস্তাফ দালেন
গুস্তাফ দালেন | |
---|---|
জন্ম | নভেম্বর ৩০, ১৮৬৯ Stenstorp, Västergötland, সুইডেন |
মৃত্যু | ডিসেম্বর ৯ ১৯৩৭ |
জাতীয়তা | সুয়েডীয় |
মাতৃশিক্ষায়তন | Chalmers University of Technology |
পরিচিতির কারণ | সৌর ভাল্ভ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞানী |
প্রতিষ্ঠানসমূহ | এজিএ |
নিল্স গুস্তাফ দালেন সুয়েডীয় উদ্ভাবক ও শিল্পপতি। তিনি এজিএ এবি নামক বৃহঃ শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ১৯১২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি উপকূলীয় আলোক সংকেত এবং আলোক বয়ার জন্য গ্যাস রেগুলেটর দ্বারা নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় নিয়ন্ত্রক উদ্ভাবন।
গ্যালারি
-
The AGA production and development center around 1920.
-
Some of the remaining AGA-buildings, today working as a center for small companies. The AGA head office with about 150 employees is still in some of the buildings. Photo: October 2009.
-
গুস্তাফ দালেন, ১৯২৬ সালে তার ক্যারিয়ারের তুঙ্গে, যখন তিনি এজিএ শিল্পের ব্যবস্থাপনা পরিচালক।
-
ভিলা একবাকেন, দালেন পরিবারের বসতভিটা, ১৯১২ সালে এজিএ প্রোডাকশন প্লান্টের নিকটে নির্মিত। এখন এটি সুইডেনে কানাডার এমব্যাসেডরের বাসস্থান।
-
সস্ত্রীক গুস্তাফ দালেন। ভিলা একবাকেনের বাইরে ১৯৩৭ খৃ: