জেমস ফ্রাংক

জেমস ফ্রাংক
জেমস ফ্রাংক
জন্মআগস্ট ২৬, ১৮৮২
মৃত্যু২১ মে ১৯৬৪(1964-05-21) (বয়স ৮১)
জাতীয়তা জার্মান
মাতৃশিক্ষায়তনহাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়
বার্লিন বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণফ্রাঙ্ক-কনডন নীতি
ফ্রাঙ্ক-হের্ৎস পরীক্ষা
পুরস্কার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯২৫)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহবার্লিন বিশ্ববিদ্যালয়

ইউনিভার্সিটি অফ গ্যটিঙেন
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়

শিকাগো বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাএমিল গাবরিল ওয়ারবুর্গ
ডক্টরেট শিক্ষার্থীভাইলহেল্‌ম হানলে

জেমস ফ্রাঙ্ক জার্মানির হামবুর্গে জন্মগ্রহণকারী বিখ্যাত পদার্থবিজ্ঞানী। তিনি ১৯২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। পরমাণুর উপর ইলেকট্রনের প্রভাব বিষয়ে গবেষণার জন্য তিনি পদার্থবিজ্ঞানী গুস্টাফ লুটভিগ হের্ৎস-এর সাথে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।[][][][]

তথ্যসূত্র

  1. Nobel Prize website
  2. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({cite doi}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1063/1.3051727, এর পরিবর্তে দয়া করে |doi=10.1063/1.3051727 সহ {সাময়িকী উদ্ধৃতি} ব্যবহার করুন।
  3. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({cite doi}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1001/jama.252.11.1426, এর পরিবর্তে দয়া করে |doi=10.1001/jama.252.11.1426 সহ {সাময়িকী উদ্ধৃতি} ব্যবহার করুন।
  4. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({cite doi}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1023/B:PRES.0000030453.66865.f6, এর পরিবর্তে দয়া করে |doi=10.1023/B:PRES.0000030453.66865.f6 সহ {সাময়িকী উদ্ধৃতি} ব্যবহার করুন।

বহিঃসংযোগ

জেমস ফ্রাংক ১৯৫২ সালে শিকাগোতে