গৌরীনাথধাম রেলওয়ে স্টেশন

গৌরীনাথধাম
ভারতীয় রেলওয়ে স্টেশন
অবস্থানজাতীয় সড়ক ৩২,গৌরীনাথধাম, পুরুলিয়া জেলা, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২৩°২৩′৪৫″ উত্তর ৮৬°১৬′২৯″ পূর্ব / ২৩.৩৯৫৮° উত্তর ৮৬.২৭৪৬° পূর্ব / 23.3958; 86.2746
উচ্চতা২৭৭ মিটার (৯০৯ ফু)
মালিকানাধীনভারতীয় রেলওয়ে
পরিচালিতদক্ষিণ পূর্ব রেলওয়ে
লাইনপুরুলিয়া-কোটশিলা লাইন
নির্মাণ
গঠনের ধরনআদর্শ (ভূপৃষ্ঠ স্টেশন)
পার্কিংনা
সাইকেলের সুবিধানা
অন্য তথ্য
স্টেশন কোডGTD
বিভাগ আদ্রা
ইতিহাস
চালু১৯০৭
বৈদ্যুতীকরণ১৯৯৮-৯৯
আগের নামবেঙ্গল নাগপুর রেলওয়ে
অবস্থান
গৌরীনাথধাম পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
গৌরীনাথধাম
গৌরীনাথধাম
গৌরীনাথধামের অবস্থান
গৌরীনাথধাম ভারত-এ অবস্থিত
গৌরীনাথধাম
গৌরীনাথধাম
গৌরীনাথধামের অবস্থান

গৌরীনাথধাম রেলওয়ে স্টেশন, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার গৌরীনাথধাম ও পাশ্ববর্তী এলাকাগুলিতে মধ্যে রেলযোগাযোগ সরবরাহ করে।

রেলওয়ে স্টেশন

রেলওয়ে স্টেশনটি ১৮ নং জাতীয় সড়কের পাশে অবস্থিত। স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৭৭ মিটার (৯০৯ ফু) উঁচুতে অবস্থিত। স্টেশনটির একটিই প্ল্যাটফর্ম রয়েছে, ২০১৮ সালের মধ্য থেকে দুটি প্ল্যাটফর্ম করার কাজ অব্যাহত আছে। স্টেশনটির কোড হল GTD এবং এটি দক্ষিণ পূর্ব রেলের আদ্রা রেলওয়ে স্টেশনের আওতার অধীনে রয়েছে। []

ইতিহাস

২ ফুট ৬ ইঞ্চি (৭৬২ মিলিমিটার) বিস্তৃত ন্যারোগেজ পুরুলিয়া-রাঁচি রেলওয়ে লাইনটি ১৯০৭ সালে খোলা হয়। রেলওয়েটির নাম দেওয়া হয়েছিল রাঁচি-পুরুলিয়া রেলওয়ে ও এটি বেঙ্গল নাগপুর রেলওয়ে দ্বারা পরিচালিত হত। [] ১৯৬২ সালে কলকাতা রাঁচি রেলওয়ে বিভাগ ও ১৯৯২ সালে পুরুলিয়া-কোটশিলা রেলওয়ে বিভাগ ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বিস্তৃত ব্রডগেজ রেলওয়েতে রূপান্তরিত করা হয়।

বৈদ্যুতীকরণ

পুরুলিয়া-কোটশিলা রেলওয়ে বিভাগটির ১৯৯৮-৯৯ সালের মধ্যে বৈদ্যুতীকরণ করা হয়েছিল।[]

তথ্যসূত্র

  1. "GTD / Gourinathdham"। india rail info। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৩ 
  2. "IR History: Part – III (1900–1947)"। IRFCA। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৩ 
  3. "History of Electrification"। IRFCA। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৩ 

বহিঃসংযোগ

পূর্ববর্তী স্টেশন   ভারতীয় রেলওয়ে   পরবর্তী স্টেশন
পুরুলিয়া
দক্ষিণ পূর্ব রেলওয়ে বিভাগ
পুরুলিয়া-কোটশিলা লাইন
চাস রোড