রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশন
রামপুরহাট জংশন | |
---|---|
ভারতীয় রেল স্টেশন | |
অবস্থান | রামপুরহাট, বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ ভারত |
স্থানাঙ্ক | ২৪°১০′৪৫″ উত্তর ৮৭°৪৬′৫৫″ পূর্ব / ২৪.১৭৯১৭° উত্তর ৮৭.৭৮১৯৪° পূর্ব |
উচ্চতা | ৩৭ মিটার (১২১ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | পূর্ব রেল |
লাইন | সাহেবগঞ্জ লুপ রামপুরহাট-জাসিডিহ রেলপথ |
প্ল্যাটফর্ম | ৬ |
রেলপথ | ১৩ |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ |
পার্কিং | হ্যাঁ |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
স্টেশন কোড | আরপিএইচ ( RPH) |
অঞ্চল | পূর্ব রেল |
বিভাগ | হাওড়া রেল বিভাগ |
বৈদ্যুতীকরণ | হ্যাঁ |
অবস্থান | |
রামপুরহাট রেলওয়ে স্টেশন, ( স্টেশন কোড আরপিএইচ ) হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার রামপুরহাট শহরের একটি রেলওয়ে স্টেশন। [১] এটি বীরভূম জেলার বৃহত্তম এবং ব্যস্ততম রেল স্টেশন | এই স্টেশনটি পূর্ব রেলের (Eastern Railway) হাওড়া বিভাগের (Howrah railway division) অন্তর্গত তৃতীয় ব্যস্ততম স্টেশন | এই স্টেশন থেকে প্রধানত কলকাতা , উত্তর-পূর্ব ভারত ও দক্ষিণ ভারত যাওয়ার জন্য অনেক ট্রেন আছে। রামপুরহাট স্টেশনের মধ্য দিয়ে কিছু ট্রেন উত্তর ভারত ও পশ্চিম ভারত ও যাতায়ত করে। এটি ২৪.১০ ডিগ্রি উত্তর ৮৭.৪৭ ডিগ্রি পূর্বে অবস্থিত। [২] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৩৭ মিটার (১২১ ফুট)। নিকটতম গুরুত্বপূর্ণ রেলপথের স্টেশন হল সাঁইথিয়া জংশন, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান জংশন, আসানসোল রেলওয়ে স্টেশন, দুমকা, নলহাটি জংশন, আজিমগঞ্জ জংশন, সাহেবগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন ৷