জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক

জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক
འཇིགས་མེད་གེ་སར་རྣམ་རྒྱལ་དབང་ཕྱུག
ভুটানের রাজা
রাজত্ব১৪ ডিসেম্বর ২০০৬ – বর্তমান
রাজ্যাভিষেক৬ নভেম্বর ২০০৮
পূর্বসূরিJigme Singye Wangchuck
Heir presumptiveJigyel Ugyen Wangchuck
Prime Ministers
See list
  • Khandu Wangchuk
    Kinzang Dorji
    Jigme Thinley
জন্ম (1980-02-21) ২১ ফেব্রুয়ারি ১৯৮০ (বয়স ৪৪)
Dechencholing Palace, Bhutan
দাম্পত্য সঙ্গীJetsun Pema (2011–present)
রাজবংশHouse of Wangchuck
পিতাJigme Singye Wangchuck
মাতাTshering Yangdon
ধর্মBuddhism

জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক (জন্ম: ২১ ফেব্রুয়ারি, ১৯৮০)[] হলেন ভুটানের রাজা। ১০০ বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করা বর্তমান রাজবংশের পঞ্চম রাজা তিনি। ২০০৬ সালে বাবা জিগমে সিংহে ওয়াংচুক সরে দাঁড়ালে ভুটানের রাজার দায়িত্ব পান জিগমে খেসার ওয়াংচুক।[][]

লেখাপড়া

রাজা অক্সফোর্ড থেকে স্নাতক স্তরের শিক্ষা সম্পূর্ণ করেছেন।[]

অভিষেক

রাজা জিগমে ২০০৮ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হন। তিনি রাজা হওয়ার পর ভুটানের রাজনীতিতে ব্যাপক বিবর্তন ঘটে। আধুনিক গণতন্ত্রের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয়। নির্বাচন হয় এবং নতুন সরকার ক্ষমতায় আসে।[]

বিবাহ

এক সাধারণ ঘরের মেয়ে জেটসান পেমার সঙ্গে জিগমে খেসার ওয়াংচুকের বিয়ে হয়। বিয়ের মূল অনুষ্ঠান হয় দেশটির প্রাচীন রাজধানী পুনাখায় সপ্তদশ শতাব্দীতে নির্মিত একটি সুরক্ষিত দুর্গে। রাজার চেয়ে ১০ বছরের ছোট জেটসান পেমা। অনুষ্ঠানে রাষ্ট্রের উচ্চপর্যায়ের নেতা, বিদেশি কোনো রাজা-বাদশা বা বিখ্যাত কেউ উপস্থিত ছিলেন না।[][]

তথ্যসূত্র

  1. "A Legacy of Two Kings"। Bhutan Department of Information Technology। ২৭ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০০৮ 
  2. বিয়ে করলেন ভুটানের রাজা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৪-২২ তারিখে,অনলাইন ডেস্ক, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১৩-১০-২০১১ খ্রিস্টাব্দ।
  3. ভুটানের পঞ্চম রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক আজ বিয়ের পিঁড়িতে বসছেন[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ],সংবাদ প্রতিদিন। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১৩-১০-২০১১ খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ

জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক
House of Wangchuck
জন্ম: 21 February 1980
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
জিগমে সিংয়ে ওয়াংচুক
King of Bhutan
2006–present
নির্ধারিত হয়নি
Heir apparent:
Jigme Namgyel Wangchuck