নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন
নাইক্ষ্যংছড়ি সদর | |
---|---|
ইউনিয়ন | |
১নং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°২৪′৪৪″ উত্তর ৯২°১০′৫২″ পূর্ব / ২১.৪১২২২° উত্তর ৯২.১৮১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | বান্দরবান জেলা |
উপজেলা | নাইক্ষ্যংছড়ি উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | নুরুল আবছার ইমন |
আয়তন | |
• মোট | ৭৬ বর্গকিমি (২৯ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১৮,০১৪ |
• জনঘনত্ব | ২৪০/বর্গকিমি (৬১০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৩.৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৬৬০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নাইক্ষ্যংছড়ি সদর বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আয়তন ১৮,৭৮০ একর (৭৬ বর্গ কিলোমিটার)।[১][২]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,০১৪ জন। এর মধ্যে পুরুষ ৯,৬৭৮ জন এবং মহিলা ৮,৩৩৬ জন। মোট পরিবার ৩,৫৯৮টি।[২][৩]
২০২২ সালের আদমশুমারি অনুযায়ী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,৩৪৩ জন। এর মধ্যে ২১,০৭৩ জন মুসলিম, ২,০৩৯ জন বৌদ্ধ, ২১১ জন হিন্দু, ১১ জন খ্রিস্টান এবং ৯ জন অন্যান্য ধর্মের অনুসারী।
অবস্থান ও সীমানা
নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণাংশে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের অবস্থান। নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর এ ইউনিয়নে অবস্থিত। এ ইউনিয়নের উত্তরে দোছড়ি ইউনিয়ন ও কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন, পশ্চিমে কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন ও সোনাইছড়ি ইউনিয়ন, দক্ষিণে ঘুমধুম ইউনিয়ন ও মায়ানমারের রাখাইন প্রদেশ এবং পূর্বে মায়ানমারের রাখাইন প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন নাইক্ষ্যংছড়ি উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ। এটি নাইক্ষ্যংছড়ি সদর, জারুলিয়াছড়ি ও ভাল্লুকখাইয়া ৩টি মৌজায় বিভক্ত।[১]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | নাইক্ষ্যংছড়ি সদর, স্কুল পাড়া, ধুংরী হেডম্যান পাড়া, বাজার এলাকা, বিজিবি ব্যাটালিয়ন এলাকা, মসজিদ ঘোনা, গোঁধার পাড়, যৌথ খামার, মহাজন ঘোনা, রসুলপুর, আদর্শ গ্রাম |
২নং ওয়ার্ড | মণ্ডল্যা ঘোনা, বড়ুয়া পাড়া, ব্যবসায়ীপাড়া, ঠাণ্ডাঝিরি, ঘিলাতলী, বাজার ঘোনা, উত্তর বিছামারা, দক্ষিণ বিছামারা, ক্ষতিকাটা |
৩নং ওয়ার্ড | মধ্যম চাক পাড়া, ফুইট্যাঝিরি, রিফুজি পাড়া, চাক হেডম্যান পাড়া, দক্ষিণ ছালামী পাড়া, উত্তর ছালামী পাড়া, সাতঘরিয়া পাড়া, বড় তারাখোলা, নতুন চাক পাড়া |
৪নং ওয়ার্ড | ম্রাছাঅং পাড়া, আমির হামজা পাড়া, কালুকাটা, আশরাফ মিয়া পাড়া, ছাথোয়াইজাই চাকপাড়া, ছিদ্দিকাবাদ, বাজার পাড়া, চেয়ারম্যান পাড়া |
৫নং ওয়ার্ড | আলী বক্সু মাঠ, ঘোনা পাড়া, নতুন পাড়া, গয়ালকাটা, গয়ালমারা, বড় ছড়া পাড়া, আমতলী মাঠ |
৬নং ওয়ার্ড | হামিদিয়া পাড়া, চেরার মাঠ, ফজুর ছড়া, বড় ছনখোলা, লম্বা মাঠ, আমতলী মাঠ |
৭নং ওয়ার্ড | চেরারকূল, কম্বনিয়া, কেইচ্ছাবুনিয়া, জারুলিয়াছড়ি |
৮নং ওয়ার্ড | আশারতলী, প্রধান ঝিরি, জামছড়ি, মেহেরপুর |
৯নং ওয়ার্ড | ভাল্লুকখাইয়া, শিলের ঘোনা, ফুলতলী, বামহাতির ছড়া |
শিক্ষা ব্যবস্থা
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সাক্ষরতার হার ৩৩.৯%।[২] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ[৪]
- মাধ্যমিক বিদ্যালয়[৫]
- নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়
- নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা[৬]
- মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আশারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কম্বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাক হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জামছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জারুলিয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তাংরা বিছামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভাল্লুকখাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হামিদিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক হল রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক ও আলীকদম-নাইক্ষ্যংছড়ি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
হাট-বাজার
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রধান হাট-বাজার হল নাইক্ষ্যংছড়ি বাজার।[৭]
দর্শনীয় স্থান
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৮]
- নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন কেন্দ্র
- গয়াল প্রজনন ও গবেষণা কেন্দ্র
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: নুরুল আবছার ইমন[৯]
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ ক খ গ "এক নজরে - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন"। naikhyongcharisadarup.bandarban.gov.bd। ৩ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৯।
- ↑ ক খ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন"। naikhyongcharisadarup.bandarban.gov.bd। ২ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮।
- ↑ "কলেজ - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন"। naikhyongcharisadarup.bandarban.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন"। naikhyongcharisadarup.bandarban.gov.bd।
- ↑ "মাদ্রাসা - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন"। naikhyongcharisadarup.bandarban.gov.bd।
- ↑ "হাটবাজার - নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা"। naikhongchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮।
- ↑ "দর্শনীয়স্থান - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন - নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন"। naikhyongcharisadarup.bandarban.gov.bd। ২ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৮ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৮।