কাউয়ারখোপ ইউনিয়ন
কাউয়ারখোপ | |
---|---|
ইউনিয়ন | |
৪নং কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে কাউয়ারখোপ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°২৭′২৫″ উত্তর ৯২°৮′২৪″ পূর্ব / ২১.৪৫৬৯৪° উত্তর ৯২.১৪০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | রামু উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | শামসুল আলম |
আয়তন | |
• মোট | ২৪.৮৬ বর্গকিমি (৯.৬০ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২০,৩৫৩ |
• জনঘনত্ব | ৮২০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২১.৮৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৩০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কাউয়ারখোপ বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার একটি [[ইউনিয়ন
আয়তন
কাউয়ারখোপ ইউনিয়নের আয়তন ৬১৪৪ একর (২৪.৮৬ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কাউয়ারখোপ ইউনিয়নের লোকসংখ্যা ২০,৩৫৩ জন। এর মধ্যে পুরুষ ১০,২১৮ জন এবং মহিলা ১০,১৩৫ জন।[১]
অবস্থান ও সীমানা
রামু উপজেলার মধ্যাংশে কাউয়ারখোপ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে রাজারকূল ইউনিয়ন, ফতেখাঁরকূল ইউনিয়ন ও জোয়ারিয়ানালা ইউনিয়ন; উত্তরে রাজারকূল ইউনিয়ন ও গর্জনিয়া ইউনিয়ন; পূর্বে গর্জনিয়া ইউনিয়ন, কচ্ছপিয়া ইউনিয়ন ও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন এবং দক্ষিণে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন ও ঘুমধুম ইউনিয়ন ও রামু উপজেলাধীন খুনিয়াপালং ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
কাউয়ারখোপ ইউনিয়ন রামু উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রামু থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- উখিয়ারঘোনা
- কাউয়ারখোপ
- মনিরঝিল
- লট উখিয়ারঘোনা
শিক্ষা ব্যবস্থা
কাউয়ারখোপ ইউনিয়নের সাক্ষরতার হার ২১.৮৭%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ৫টি মাদ্রাসা, এতিমখানা রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
মাদ্রাসা সমূহ।
- তা'লীমুল কুরআন মাদ্রাসা,উখিয়ারঘোনা।
- ইসলামিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসা। বড় মাদ্রাসা
- রিয়াজুচ্ছালিহাত বালিকা মাদ্রাসা।
- মনিরঝিল এমদাদিয়া মাদ্রাসা।
- উখিয়ারঘোনা মুঈনুল ইসলাম মাদ্রাসা।
- মাধ্যমিক বিদ্যালয়
- কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়
[২]আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাউয়ারখোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মনিরঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লট উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়[৩]
- ওসমান সরওয়ার আলম চৌধুরী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম গণিয়াকাটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
সমাজিক সংগঠন
- কাউয়ারখোপ ইসলামী তরুণ প্রজন্ম পরিষদ
https://www.facebook.com/Kawarkhopislamiyounggeneration
যোগাযোগ ব্যবস্থা
কাউয়ারখোপ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল রামু-কচ্ছপিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা,বাস। সকাল প্রকার যানবাহন নিয়ে কাউয়ারখোপ আসা যায়।
খাল ও নদী
কাউয়ারখোপ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে বাঁকখালী নদী।
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: শামসুল আলম
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ ক খ গ "রামু উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "Schools/Colleges in RAMU - Bangladesh School, College Directory"। edu.review.net.bd। ১৭ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41204&union=09[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]