নাচো মোনরেয়াল
![]() ২০১৫ সালে মোনরেয়াল | |||||||||||
ব্যক্তিগত তথ্য | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ইগনাসিও মোনরেয়াল এরাসো | ||||||||||
জন্ম | ২৬ ফেব্রুয়ারি ১৯৮৬ | ||||||||||
জন্ম স্থান | পামপ্লোনা, স্পেন | ||||||||||
উচ্চতা | ১.৭৯ মি (৫ ফু ১০ ইঞ্চি)[১] | ||||||||||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||
বর্তমান দল | আর্সেনাল | ||||||||||
জার্সি নম্বর | ১৮ | ||||||||||
যুব পর্যায় | |||||||||||
পামপ্লোনা | |||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||
২০০৫–২০০৬ | ওসাসুনা বি | ৩৬ | (৩) | ||||||||
২০০৬–২০১১ | ওসাসুনা | ১২৭ | (৩) | ||||||||
২০১১–২০১৩ | মালাগা | ৪৫ | (১) | ||||||||
২০১৩– | আর্সেনাল | ১৬২ | (৬) | ||||||||
জাতীয় দল‡ | |||||||||||
২০০৪–২০০৫ | স্পেন অনূর্ধ্ব-১৯ | ৪ | (০) | ||||||||
২০০৭–২০০৯ | স্পেন অনূর্ধ্ব-২১ | ৯ | (০) | ||||||||
২০০৯– | স্পেন | ২১ | (১) | ||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৯ অক্টোবর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক। |
ইগনাসিও "নাচো" মোনরেয়াল এরাসো (স্পেনীয় উচ্চারণ: [iɣˈnaθjo ˈnatʃo monreˈal eˈɾaso]; জন্ম: ২৬ ফেব্রুয়ারি ১৯৮৬) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনাল এবং স্পেন জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি লেফট ব্যাক এবং সেন্টার ব্যাক উভয় স্থানেই খেলে থাকেন।
তিনি ২০০৫ সালে, ওসাসুনার হয়ে খেলার মাধ্যমে তিনি তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। তিনি ওসাসুনার হয়ে পাঁচ মৌসুমে সর্বমোট ১৪৪টি ম্যাচ খেলেছেন। অতঃপর ২০১১ সালে, তিনি লা লিগার অন্য আরেক ক্লাব মালাগায় যোগদান করেন। এর ২ বছর পর, তিনি প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনালে যোগদান করেন। আর্সেনালের সাথে তিনি ৩টি এফএ কাপ জয়লাভ করেন।
২০০৯ সালে, স্পেন জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি ২০১৩ ফিফা কনফেডারেশন্স কাপ রানার-আপ স্পেন দলের একজন সদস্য ছিলেন।
ক্যারিয়ার পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ৯ অক্টোবর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[২]
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
স্পেন | ২০০৯ | ২ | ০ |
২০১০ | ২ | ০ | |
২০১১ | ১ | ০ | |
২০১২ | ৪ | ০ | |
২০১৩ | ৭ | ০ | |
২০১৬ | ২ | ১ | |
২০১৭ | ৩ | ০ | |
মোট | ২১ | ১ |
আন্তর্জাতিক গোল
- ১২ নভেম্বর ২০১৬ পর্যন্ত হালনাগাদকৃত।[২]
গোল | তারিখ | ভেন্যু | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|
১. | ১২ নভেম্বর ২০১৬ | নুয়েভো লস কারমেনেস, গ্রানাদা, স্পেন | ![]() |
৩–০ | ৪–০ | ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব |
তথ্যসূত্র
- ↑ "Player profile: Nacho Monreal"। Premier League। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ ক খ "Nacho Monreal"। European Football। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৬।
বহিঃসংযোগ
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4a/Commons-logo.svg/30px-Commons-logo.svg.png)
- Official Arsenal profile
- বিডিফুটবলে নাচো মোনরেয়াল (ইংরেজি)
- সকারবেসে নাচো মোনরেয়াল (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে নাচো মোনরেয়াল (ইংরেজি)
- নাচো মোনরেয়াল – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- Premier League profile ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ এপ্রিল ২০১৬ তারিখে