নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার হল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত বার্ষিক পুরস্কার। প্রাইমটাইম এমি পুরস্কারের অংশ হিসেবে রাত্রীকালীন নাট্যধর্মী ধারাবাহিকে অতিথি চরিত্রে অসামান্য অভিনয়ের জন্য অভিনেতাদের এই পুরস্কার প্রদান করা হয়।
১৯৭৫ সালের ১৯শে ২৭তম প্রাইমটাইম এমি পুরস্কার আয়োজনে প্রথমবার এই পুরস্কার প্রদান করা হয় এবং প্যাট্রিক ম্যাকগুহান কলাম্বো ধারাবাহিকে অভিনয়ের জন্য প্রথম এই পুরস্কার লাভ করেন। ৩৮তম প্রাইমটাইম এমি পুরস্কার আয়োজনে এই বিভাগের নামকরণ করা হয় নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি শিল্পী, এবং নাট্যধর্মী টেলিভিশন ধারাবাহিকের অতিথি অভিনেতা ও অভিনেত্রী উভয়কেই এই পুরস্কার প্রদান করা হয়। ১৯৮৯ সালে এটি লিঙ্গভিত্তিক বিভক্ত হয় এবং বর্তমান নামে নামকরণ করা হয়।
প্রতিষ্ঠার পর থেকে এই বিভাগে ৩৬ জন অভিনেতাকে পুরস্কৃত করা হয়েছে। চার্লস এস. ডাটন, জন লিথগো, রন সেফাস জোন্স ও প্যাট্রিক ম্যাকগুহান সর্বাধিক দুটি করে পুরস্কার অর্জন করেন। অন্যদিকে, মাইকেল জে. ফক্স এই বিভাগে সর্বাধিক সাতটি মনোনয়ন লাভ করেছেন।
বিজয়ী ও মনোনয়ন
১৯৮০-এর দশক
হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি শিল্পী
বছর
অভিনেতা/অভিনেত্রী
অনুষ্ঠান
ভূমিকা
জমাকৃত পর্ব
অন্তর্জাল
১৯৮৬ (৩৮তম)
জন লিথগো
অ্যামেজিং স্টোরিজ
জন ওয়াল্টার্স
"দ্য ডল"
এনবিসি
হুপি গোল্ডবার্গ
মুনলাইটিং
ক্যামিল
"ক্যামিল"
এবিসি
এডওয়ার্ড হারম্যান
সেন্ট এলসহোয়্যার
ফাদার জোসেফ ম্যাকেব
"টাইম হিলস"
এনবিসি
পেগি ম্যাকি
ক্যাগনি অ্যান্ড লেসি
মিসেস ক্যারাদার্স
"মাদার্স অ্যান্ড সন্স"
সিবিএস
জেমস স্টেসি
টেড পিটার্স
"দ্য গিম্প"
১৯৮৭ (৩৯তম)
অ্যালফি উডার্ড
এল.এ. ল
অ্যাড্রিঅ্যান মুর
"পাইলট"
এনবিসি
স্টিভ অ্যালেন
সেন্ট এলসহোয়্যার
লেচ অসরান্স্কি
"ভিজিটিং ডেজ"
সিবিএস
জিন কুপার
এল.এ. ল
গ্ল্যাডিস বেকার
"ফ্রাই মি টু দ্য মুন"
এডওয়ার্ড হারম্যান
সেন্ট এলসহোয়্যার
ফাদার জোসেফ ম্যাকেব
"হোয়্যার দেয়ার্স হোপ, দেয়ার্স ক্রজবি"
জেইন মিডোস
ওলগা অসরান্স্কি
"ভিজিটিং ডেজ"
১৯৮৮(৪০তম)
শার্লি নাইট
থার্টি সামথিং
রুথ মার্ডক
"দ্য প্যারেন্টস আর কামিং"
এবিসি
ইমোজিন নাইট
মুনলাইটিং
ক্ল্যারা ডিপেস্টো
"লোস ডোস ডিপিয়েটোস"
এনবিসি
লেইনি কাজান
সেন্ট এলসহোয়্যার
ফ্রিডা ফিসকাস
"দি অ্যাবি সিঙ্গার শো"
এনবিসি
গুয়েন ভার্ডন
ম্যাগনাম, পি.আই.
ক্যাথরিন পিটার্স
"ইনফিনিটি অ্যান্ড জেলি ডোনাটস"
সিবিএস
আলফ্রি উডার্ড
সেন্ট এলসহোয়্যার
ডক্টর রোক্সেন টার্নার
"দি অ্যাবি সিঙ্গার শো"
এনবিসি
নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি অভিনেতা
বছর
অভিনেতা
অনুষ্ঠান
ভূমিকা
জমাকৃত পর্ব
অন্তর্জাল
১৯৮৯(৪১তম)
জো স্প্যানো
মিডনাইট কলার
জন স্যারিঙ্গো
"দি এক্জিকিউশন অব জন স্যারিঙ্গো"
এনবিসি
পিটার বয়েল
মিডনাইট কলার
জে. জে. কিলিয়ান
"ফাদার্স অ্যান্ড সন্স"
এনবিসি
জ্যাক গিলফোর্ড
থার্টিসামথিং
বৃদ্ধ ভদ্রলোক
"দ্য মাইক ভ্যান ডাইক শো"
এবিসি
মাইকেল মোরিয়ার্টি
দি ইকুয়ালাইজার
ওয়েন ভার্জিল
"স্টারফায়ার"
সিবিএস
এডওয়ার্ড উডওয়ার্ড
দ্য নিউ আলফ্রেড হিচকক প্রেজেন্টস
ড্রামন্ড
"দ্য হন্টেড"
ইউএসএ
একাধিক পুরস্কার বিজয়ী অভিনেতা
২টি পুরস্কার
একাধিক পুরস্কার জয়ী অনুষ্ঠান
একাধিক মনোনয়ন প্রাপ্ত অভিনেতা
একাধিক মনোনয়ন প্রাপ্ত অনুষ্ঠান
তথ্যসূত্র
১৯৭৫-২০০০
প্যাট্রিক ম্যাকগুহান (১৯৭৫)
গর্ডন জ্যাকসন (১৯৭৬)
লুইস গসেট জুনিয়র (১৯৭৭)
বার্নার্ড হিউজ (১৯৭৮)
জন লিথগো (১৯৮৬)
জো স্প্যানো (১৯৮৯)
প্যাট্রিক ম্যাকগুহান (১৯৯০)
ডেভিড ওপাটোশু (১৯৯১)
লরেন্স ফিশবার্ন (১৯৯৩)
রিচার্ড কিলি (১৯৯৪)
পল উইনফিল্ড (১৯৯৫)
পিটার বয়েল (১৯৯৬)
প্রুইট টেইলর ভিন্স (১৯৯৭)
জন লারোকেট (১৯৯৮)
এডওয়ার্ড হারম্যান (১৯৯৯)
জেমস হুইটমোর (২০০০)
২০০১-বর্তমান
মাইকেল এমারসন (২০০১)
চার্লস এস. ডাটন (২০০২)
চার্লস এস. ডাটন (২০০৩)
উইলিয়াম শ্যাটনার (২০০৪)
রে লিওটা (২০০৫)
ক্রিস্টিয়ান ক্লেমেনসন (২০০৬)
জন গুডম্যান (২০০৭)
গ্লিন টারম্যান (২০০৮)
মাইকেল জে. ফক্স (২০০৯)
জন লিথগো (২০১০)
পল ম্যাক্রেন (২০১১)
জেরেমি ডেভিস (২০১২)
ড্যান বুক্যাটিন্স্কি (২০১৩)
জো মর্টন (২০১৪)
রেজ ই. ক্যাথি (২০১৫)
হ্যাঙ্ক আজারিয়া (২০১৬)
জেরাল্ড ম্যাকরেনি (২০১৭)
রন সেফাস জোন্স (২০১৮)
ব্র্যাডলি হুইটফোর্ড (২০১৯)
রন সেফাস জোন্স (২০২০)
কোর্টনি বি. ভ্যান্স (২০২১)
কলম্যান ডমিঙ্গো (২০২২)
নিক অফারম্যান (২০২৩)
অনুষ্ঠান
হাস্যরসাত্মক ধারাবাহিক
নাট্যধর্মী ধারাবাহিক
সীমিত বা অমনিবাস ধারাবাহিক
টিভি চলচ্চিত্র
প্রতিযোগিতামূলক অনুষ্ঠান
বিচিত্র আলাপচারিতা ধারাবাহিক
বিচিত্র স্কেচ ধারাবাহিক
অ্যানিমেটেড অনুষ্ঠান
স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড অনুষ্ঠান
প্রামাণ্যচিত্র বা বাস্তব তথ্যভিত্তিক ধারাবাহিক
প্রামাণ্যচিত্র বা বাস্তব তথ্যভিত্তিক বিশেষ
প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণে প্রতিভা
সঞ্চালিত বাস্তব তথ্যভিত্তিক ধারাবাহিক বা বিশেষ
স্বল্পদৈর্ঘ্য হাস্যরসাত্মক, নাট্যধর্মী বা বিচিত্র ধারাবাহিক
স্বল্পদৈর্ঘ্য বাস্তব তথ্যভিত্তিক বা আপাতবাস্তব ধারাবাহিক
সংগঠিত আপাতবাস্তব অনুষ্ঠান
অসংগঠিত আপাতবাস্তব অনুষ্ঠান
বিশেষ বিচিত্রানুষ্ঠান (সরাসরি)
বিশেষ বিচিত্রানুষ্ঠান (পূর্বে রেকর্ডকৃত)
অভিনয় পরিচালনা
হাস্যরসাত্মক ধারাবাহিক পরিচালনা
নাট্যধর্মী ধারাবাহিক পরিচালনা
সীমিত বা অমনিবাস ধারাবাহিক বা চলচ্চিত্র পরিচালনা
বিচিত্র ধারাবাহিক পরিচালনা
বিশেষ বিচিত্রানুষ্ঠান পরিচালনা
প্রামাণ্যচিত্র/বাস্তব তথ্যভিত্তিক অনুষ্ঠান পরিচালনা
আপাতবাস্তব অনুষ্ঠান পরিচালনা
লেখনী
হাস্যরসাত্মক ধারাবাহিকে লেখনী
নাট্যধর্মী ধারাবাহিকে লেখনী
সীমিত বা অমনিবাস ধারাবাহিক বা চলচ্চিত্রে লেখনী
বিচিত্র ধারবাহিকে লেখনী
বিশেষ বিচিত্রানুষ্ঠানে লেখনী
আপাতবাস্তব অনুষ্ঠানে লেখনী
অ্যানিমেশন
অ্যানিমেশনে ব্যক্তিগত অর্জন
অভিনয়শিল্পীদল
হাস্যরসাত্মক ধারাবাহিকের অভিনয়শিল্পীদল
নাট্যধর্মী ধারাবাহিকের অভিনয়শিল্পীদল
সীমিত বা অমনিবাস ধারাবাহিক বা চলচ্চিত্রের অভিনয়শিল্পীদল
আপাতবাস্তব অনুষ্ঠানের অভিনয়শিল্পীদল
নৃত্য পরিচালনা
স্ক্রিপ্টেড অনুষ্ঠানে নৃত্য পরিচালনা
বিচিত্র বা আপাতবাস্তব অনুষ্ঠানে নৃত্য পরিচালনা
চিত্রগ্রহণ
সীমিত বা অমনিবাস ধারাবাহিক বা চলচ্চিত্রের চিত্রগ্রহণ
অধিক-ক্যামেরা ধারাবাহিকের চিত্রগ্রহণ
বাস্তব তথ্যভিত্তিক অনুষ্ঠানের চিত্রগ্রহণ
আপাতবাস্তব অনুষ্ঠানের চিত্রগ্রহণ
একক-ক্যামেরা ধারাবাহিকের (আধা ঘণ্টা) চিত্রগ্রহণ
একক-ক্যামেরা ধারাবাহিকের (এক ঘণ্টা) চিত্রগ্রহণ
বিজ্ঞাপন পোশাক পরিকল্পনা
সমকালীন পোশাক
কল্পনাধর্মী/বিজ্ঞান কল্পকাহিনী পোশাক
পিরিয়ড পোশাক
বিচিত্র, বাস্তব তথ্যভিত্তিক বা আপাতবাস্তব অনুষ্ঠানের পোশাক
চুলবিন্যাস
সমকালীন চুলবিন্যাস
বিচিত্র, বাস্তব তথ্যভিত্তিক বা আপাতবাস্তব অনুষ্ঠানে সমকালীন চুলবিন্যাস
Period and/or Character Hairstyling
মিথস্ক্রিয় মাধ্যম
মিথস্ক্রিয় অনুষ্ঠান
মৌলিক মিথস্ক্রিয় অনুষ্ঠান
Creative Achievement in Interactive Media within a Scripted Program
Creative Achievement in Interactive Media within an Unscripted Program
আলোক সম্পাত
Lighting Design / Lighting Direction for a Variety Series
Lighting Design / Lighting Direction for a Variety Special
রূপসজ্জা
সমকালীন রূপসজ্জা (Non-Prosthetic)
বিচিত্র, বাস্তব তথ্যভিত্তিক বা আপাতবাস্তব অনুষ্ঠানে সমকালীন রূপসজ্জা (Non-Prosthetic)
Period and/or Character Makeup (Non-Prosthetic)
Prosthetic রূপসজ্জা
সঙ্গীত
প্রামাণ্য ধারাবাহিক বা বিশেষ অনুষ্ঠানে সুরারোপ
সীমিত বা অমনিবাস ধারাবাহিক বা চলচ্চিত্র বা বিশেষ অনুষ্ঠানে সুরারোপ
ধারাবাহিকে সুরারোপ
সঙ্গীত পরিচালনা
সঙ্গীত তত্ত্বাবধান
মৌলিক মূল শিরোনাম সঙ্গীত
মৌলিক সঙ্গীত ও গীত
চিত্র সম্পাদনা
হাস্যরসাত্মক ধারাবাহিকে অধিক-ক্যামেরার চিত্র সম্পাদনা
বাস্তব তথ্যভিত্তিক অনুষ্ঠানে চিত্র সম্পাদনা
সংগঠিত বা প্রতিযোগিতামূলক আপাতবাস্তব অনুষ্ঠানে চিত্র সম্পাদনা
অসংগঠিত আপাতবাস্তব অনুষ্ঠানে চিত্র সম্পাদনা
বিচিত্রানুষ্ঠানে চিত্র সম্পাদনা
হাস্যরসাত্মক ধারাবাহিকে একক-ক্যামেরার চিত্র সম্পাদনা
নাট্যধর্মী ধারাবাহিকে একক-ক্যামেরার চিত্র সম্পাদনা
সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে একক-ক্যামেরার চিত্র সম্পাদনা
নির্মাণ পরিকল্পনা
বর্ণনাধর্মী সমকালীন অনুষ্ঠানে (এক ঘণ্টা বা অধিক) নির্মাণ পরিকল্পনা
বর্ণনাধর্মী সময়কাল বা কল্পনাধর্মী অনুষ্ঠানে (এক ঘণ্টা বা অধিক) নির্মাণ পরিকল্পনা
বর্ণনাধর্মী অনুষ্ঠানে (আধা ঘণ্টা বা কম) নির্মাণ পরিকল্পনা
বিচিত্র, আপাতবাস্তব বা প্রতিযোগিতামূলক ধারাবাহিকে নির্মাণ পরিকল্পনা
বিশেষ বিচিত্রানুষ্ঠানে নির্মাণ পরিকল্পনা
শব্দ সম্পাদনা
হাস্যরসাত্মক বা নাট্যধর্মী ধারাবাহিক (আধা ঘণ্টা) বা অ্যানিমেশনে শব্দ সম্পাদনা
হাস্যরসাত্মক বা নাট্যধর্মী ধারাবাহিকে (এক ঘণ্টা) শব্দ সম্পাদনা
সীমিত বা অমনিবাস ধারাবাহিক বা চলচ্চিত্র বা বিশেষ অনুষ্ঠানে শব্দ সম্পাদনা
বাস্তব তথ্যভিত্তিক বা আপাতবাস্তব অনুষ্ঠানে (একক বা বহু-ক্যামেরা) শব্দ সম্পাদনা
শব্দ মিশ্রণ
হাস্যরসাত্মক বা নাট্যধর্মী ধারাবাহিক (আধা ঘণ্টা) বা অ্যানিমেশনে শব্দ মিশ্রণ
হাস্যরসাত্মক বা নাট্যধর্মী ধারাবাহিকে (এক ঘণ্টা) শব্দ মিশ্রণ
সীমিত বা অমনিবাস ধারাবাহিক বা চলচ্চিত্রে শব্দ গ্রহণ
বাস্তব তথ্যভিত্তিক বা আপাতবাস্তব অনুষ্ঠানে (একক বা বহু-ক্যামেরা) শব্দ মিশ্রণ
বিচিত্র ধারাবাহিক বা বিশেষ অনুষ্ঠানে শব্দ মিশ্রণ
বিশেষ আবহ স্টান্ট প্রযুক্তিগত পরিচালনা
Technical Direction, Camerawork, Video Control for a Series
Technical Direction, Camerawork, Video Control for a Special
শিরোনাম নকশা প্রকৌশল
প্রকৌশল
ফিলো টি. ফার্নসওয়ার্থ পুরস্কার
বাতিলকৃত
Art Direction for a Miniseries or Movie
Art Direction for a Single-Camera Series
Children's Program
Costumes for a Series
Costumes for a Miniseries, Movie, or Special
Hairstyling for a Limited Series or Movie
Hairstyling for a Single-Camera Series
Individual Performance in a Variety or Music Program
Makeup for a Single-Camera Series (Non-Prosthetic)
New Series
Program of the Year
Short Form Comedy or Drama Series
Short Form Variety Series
Super Emmy
Variety Series
Voice-Over Performance