হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার
হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার হল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত বার্ষিক পুরস্কার। প্রাইমটাইম এমি পুরস্কার অনুষ্ঠানের শুরুর দিকে পার্শ্ব অভিনয়ের বিভাগগুলো নির্দিষ্ট ধারা বা লিঙ্গ অনুযায়ী ভিন্ন ছিল না। ২২তম প্রাইমটাইম এমি পুরস্কার থেকে হাস্যরসাত্মক ধারাবাহিকের পার্শ্ব অভিনেত্রীরা এককভাবে প্রতিযোগিতা করেছেন। যাই হোক, হাস্যরসাত্মক অভিনয়ে প্রায়ই মিনি ধারাবাহিক, টেলিভিশন চলচ্চিত্র, এবং অতিথি অভিনয়শিল্পীরাও প্রধান অভিনয়শিল্পী প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে।
রিয়া পার্লম্যান ও ডরিস রবার্টস এই বিভাগে সর্বাধিক তিনটি পুরস্কার অর্জন করেছেন। অন্যদিকে, রিয়া পার্লম্যান ও লরেটা সুইট এই বিভাগে সর্বাধিক ১০টি মনোনয়ন লাভ করেছেন। সাম্প্রতিক বিজয়ী শেরিল লি রাল্ফ অ্যাবট এলিমেন্টারি (২০২২) টিভি ধারাবাহিকে অভিনয় করে এই পুরস্কার অর্জন করেছেন।
বিজয়ী ও মনোনয়ন
নিচের তালিকায় প্রথমোক্ত নামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী অভিনেত্রীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ অনুষ্ঠান প্রচারের বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।
২০২০-এর দশক
বছর
অভিনেত্রী
ভূমিকা
অনুষ্ঠান
জমাকৃত পর্ব
অন্তর্জাল
২০২০ (৭২তম) [ ১]
অ্যানি মার্ফি
অ্যালেক্সিস রোজ
শিট্স ক্রিক
"দ্য প্রেসিডেন্সিয়াল স্যুট"
পপ টিভি
অ্যালেক্স বোরস্টাইন
সুজি মেয়ারসন
দ্য মার্ভেলাস মিসেস মেইজেল
"মার্ভেলাস রেডিও"
আমাজন
ডার্সি কার্ডেন
জ্যানেট
দ্য গুড প্লেস
"ইউ'ভ চেঞ্জড, ম্যান"
এনবিসি
বেটি গিলপিন
ডেবি "লিবার্টি বেলে" ইগান
গ্লো
"আ ভেরি গ্লো ক্রিসমাস"
নেটফ্লিক্স
মেরিন হিংকেল
রোজ ওয়েইসম্যান
দ্য মার্ভেলাস মিসেস মেইজেল
"আ জিউইশ গার্ল ওয়াক ইনটু দ্য অ্যাপোলো..."
আমাজন
কেট ম্যাককিনন
বিভিন্ন চরিত্র
স্যাটারডে নাইট লাইভ
"হোস্ট: ড্যানিয়েল ক্রেগ"
এনবিসি
ইভোন ওরজি
মলি কার্টার
ইনসিকিউর
"লোকি লস্ট"
এইচবিও
সিসিলি স্ট্রং
বিভিন্ন চরিত্র
স্যাটারডে নাইট লাইভ
"হোস্ট: এডি মার্ফি"
এনবিসি
২০২১ (৭৩তম)
[ ২]
হান্না ওয়াডিংহাম
রেবেকা ওয়েলটন
টেড ল্যাসো
"অল অ্যাপোলোজিস"
অ্যাপল টিভি+
এইডি ব্রায়ান্ট
বিভিন্ন চরিত্র
স্যাটারডে নাইট লাইভ
"হোস্ট: রেজি-জিন পেজ"
এনবিসি
হ্যানা আইনবাইন্ডার
আভা ড্যানিয়েলস
হ্যাকস
"আই থিঙ্ক শি উইল"
এইচবিও ম্যাক্স
কেট ম্যাকিনন
বিভিন্ন চরিত্র
স্যাটারডে নাইট লাইভ
"হোস্ট: বিল বার"
এনবিসি
রোজি পেরেজ
মেগান ব্রিসকো
দ্য ফ্লাইট অ্যাটেনড্যান্ট
"অ্যারাইভাল অ্যান্ড ডিপারচার"
এইচবিও ম্যাক্স
সিসিলি স্ট্রং
বিভিন্ন চরিত্র
স্যাটারডে নাইট লাইভ
হোস্ট: আনিয়া টেলর-জয়
এনবিসি
জুনো টেম্পল
কিলি জোন্স
টেড ল্যাসো
"ফর দ্য চিলড্রেন"
অ্যাপল টিভি+
একাধিকবার জয়ী অনুষ্ঠান
একাধিক পুরস্কার জয়ী অভিনেত্রী
একাধিক মনোনয়ন প্রাপ্ত অভিনেত্রী
আরও দেখুন
টীকা
তথ্যসূত্র
১৯৫৩-১৯৭৫
ভিভিয়ান ভ্যান্স (১৯৫৩)
অড্রি মিডোস (১৯৫৪)
নানেট ফাব্রে (১৯৫৫)
প্যাট ক্যারল (১৯৫৬)
অ্যান বি. ডেভিস (১৯৫৭)
অ্যান বি. ডেভিস (১৯৫৯)
অ্যালিস পিয়ার্স (১৯৬৬)
ফ্রান্সেস ব্যাভিয়ার (১৯৬৭)
ম্যারিয়ন লোর্ন (১৯৬৮)
ক্যারেন ভ্যালেন্টাইন (১৯৭০)
ভ্যালেরি হারপার (১৯৭১)
ভ্যালেরি হারপার ও স্যালি স্ট্রুদার্স (১৯৭২)
ভ্যালেরি হারপার (১৯৭৩)
ক্লোরিস লিচম্যান (১৯৭৪)
বেটি হোয়াইট (১৯৭৫)
১৯৭৬-২০০০
বেটি হোয়াইট (১৯৭৬)
ম্যারি কে প্লেস (১৯৭৭)
জুলি ক্যাভনার (১৯৭৮)
স্যালি স্ট্রুদার্স (১৯৭৯)
লরেটা সুইট (১৯৮০)
এইলিন ব্রেনান (১৯৮১)
লরেটা সুইট (১৯৮২)
ক্যারল কেইন (১৯৮৩)
রিয়া পার্লম্যান (১৯৮৪)
রিয়া পার্লম্যান (১৯৮৫)
রিয়া পার্লম্যান (১৯৮৬)
জ্যাকি হ্যারি (১৯৮৭)
এস্টেল গেটি (১৯৮৮)
রিয়া পার্লম্যান (১৯৮৯)
বেব নিউওইয়ার্থ (১৯৯০)
বেব নিউওইয়ার্থ (১৯৯১)
লরি মেটকাফ (১৯৯২)
লরি মেটকাফ (১৯৯৩)
লরি মেটকাফ (১৯৯৪)
ক্রিস্টিন বারান্স্কি (১৯৯৫)
জুলিয়া লুই-ড্রাইফাস (১৯৯৬)
ক্রিস্টেন জনস্টন (১৯৯৭)
লিসা কুড্রো (১৯৯৮)
ক্রিস্টেন জনস্টন (১৯৯৯)
মেগান মুলালি (২০০০)
২০০১-বর্তমান
ডরিস রবার্টস (২০০১)
ডরিস রবার্টস (২০০২)
ডরিস রবার্টস (২০০৩)
সিনথিয়া নিক্সন (২০০৪)
ডরিস রবার্টস (২০০৫)
মেগান মুলালি (২০০৬)
জেমি প্রেসলি (২০০৭)
জিন স্মার্ট (২০০৮)
ক্রিস্টিন চেনোওয়েথ (২০০৯)
জেন লিঞ্চ (২০১০)
জুলি বাউয়েন (২০১১)
জুলি বাউয়েন (২০১২)
মেরিট ওয়েভার (২০১৩)
অ্যালিসন জ্যানি (২০১৪)
অ্যালিসন জ্যানি (২০১৫)
কেট ম্যাকিনন (২০১৬)
কেট ম্যাকিনন (২০১৭)
অ্যালেক্স বোরস্টাইন (২০১৮)
অ্যালেক্স বোরস্টাইন (২০১৯)
অ্যানি মার্ফি (২০২০)
হ্যানা ওয়াডিংহাম (২০২১)
অনুষ্ঠান
হাস্যরসাত্মক ধারাবাহিক
নাট্যধর্মী ধারাবাহিক
সীমিত বা অমনিবাস ধারাবাহিক
টিভি চলচ্চিত্র
প্রতিযোগিতামূলক অনুষ্ঠান
বিচিত্র আলাপচারিতা ধারাবাহিক
বিচিত্র স্কেচ ধারাবাহিক
অ্যানিমেটেড অনুষ্ঠান
স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড অনুষ্ঠান
প্রামাণ্যচিত্র বা বাস্তব তথ্যভিত্তিক ধারাবাহিক
প্রামাণ্যচিত্র বা বাস্তব তথ্যভিত্তিক বিশেষ
প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণে প্রতিভা
সঞ্চালিত বাস্তব তথ্যভিত্তিক ধারাবাহিক বা বিশেষ
স্বল্পদৈর্ঘ্য হাস্যরসাত্মক, নাট্যধর্মী বা বিচিত্র ধারাবাহিক
স্বল্পদৈর্ঘ্য বাস্তব তথ্যভিত্তিক বা আপাতবাস্তব ধারাবাহিক
সংগঠিত আপাতবাস্তব অনুষ্ঠান
অসংগঠিত আপাতবাস্তব অনুষ্ঠান
বিশেষ বিচিত্রানুষ্ঠান (সরাসরি)
বিশেষ বিচিত্রানুষ্ঠান (পূর্বে রেকর্ডকৃত)
অভিনয় পরিচালনা
হাস্যরসাত্মক ধারাবাহিক পরিচালনা
নাট্যধর্মী ধারাবাহিক পরিচালনা
সীমিত বা অমনিবাস ধারাবাহিক বা চলচ্চিত্র পরিচালনা
বিচিত্র ধারাবাহিক পরিচালনা
বিশেষ বিচিত্রানুষ্ঠান পরিচালনা
প্রামাণ্যচিত্র/বাস্তব তথ্যভিত্তিক অনুষ্ঠান পরিচালনা
আপাতবাস্তব অনুষ্ঠান পরিচালনা
লেখনী
হাস্যরসাত্মক ধারাবাহিকে লেখনী
নাট্যধর্মী ধারাবাহিকে লেখনী
সীমিত বা অমনিবাস ধারাবাহিক বা চলচ্চিত্রে লেখনী
বিচিত্র ধারবাহিকে লেখনী
বিশেষ বিচিত্রানুষ্ঠানে লেখনী
আপাতবাস্তব অনুষ্ঠানে লেখনী
অ্যানিমেশন
অ্যানিমেশনে ব্যক্তিগত অর্জন
অভিনয়শিল্পীদল
হাস্যরসাত্মক ধারাবাহিকের অভিনয়শিল্পীদল
নাট্যধর্মী ধারাবাহিকের অভিনয়শিল্পীদল
সীমিত বা অমনিবাস ধারাবাহিক বা চলচ্চিত্রের অভিনয়শিল্পীদল
আপাতবাস্তব অনুষ্ঠানের অভিনয়শিল্পীদল
নৃত্য পরিচালনা
স্ক্রিপ্টেড অনুষ্ঠানে নৃত্য পরিচালনা
বিচিত্র বা আপাতবাস্তব অনুষ্ঠানে নৃত্য পরিচালনা
চিত্রগ্রহণ
সীমিত বা অমনিবাস ধারাবাহিক বা চলচ্চিত্রের চিত্রগ্রহণ
অধিক-ক্যামেরা ধারাবাহিকের চিত্রগ্রহণ
বাস্তব তথ্যভিত্তিক অনুষ্ঠানের চিত্রগ্রহণ
আপাতবাস্তব অনুষ্ঠানের চিত্রগ্রহণ
একক-ক্যামেরা ধারাবাহিকের (আধা ঘণ্টা) চিত্রগ্রহণ
একক-ক্যামেরা ধারাবাহিকের (এক ঘণ্টা) চিত্রগ্রহণ
বিজ্ঞাপন পোশাক পরিকল্পনা
সমকালীন পোশাক
কল্পনাধর্মী/বিজ্ঞান কল্পকাহিনী পোশাক
পিরিয়ড পোশাক
বিচিত্র, বাস্তব তথ্যভিত্তিক বা আপাতবাস্তব অনুষ্ঠানের পোশাক
চুলবিন্যাস
সমকালীন চুলবিন্যাস
বিচিত্র, বাস্তব তথ্যভিত্তিক বা আপাতবাস্তব অনুষ্ঠানে সমকালীন চুলবিন্যাস
Period and/or Character Hairstyling
মিথস্ক্রিয় মাধ্যম
মিথস্ক্রিয় অনুষ্ঠান
মৌলিক মিথস্ক্রিয় অনুষ্ঠান
Creative Achievement in Interactive Media within a Scripted Program
Creative Achievement in Interactive Media within an Unscripted Program
আলোক সম্পাত
Lighting Design / Lighting Direction for a Variety Series
Lighting Design / Lighting Direction for a Variety Special
রূপসজ্জা
সমকালীন রূপসজ্জা (Non-Prosthetic)
বিচিত্র, বাস্তব তথ্যভিত্তিক বা আপাতবাস্তব অনুষ্ঠানে সমকালীন রূপসজ্জা (Non-Prosthetic)
Period and/or Character Makeup (Non-Prosthetic)
Prosthetic রূপসজ্জা
সঙ্গীত
প্রামাণ্য ধারাবাহিক বা বিশেষ অনুষ্ঠানে সুরারোপ
সীমিত বা অমনিবাস ধারাবাহিক বা চলচ্চিত্র বা বিশেষ অনুষ্ঠানে সুরারোপ
ধারাবাহিকে সুরারোপ
সঙ্গীত পরিচালনা
সঙ্গীত তত্ত্বাবধান
মৌলিক মূল শিরোনাম সঙ্গীত
মৌলিক সঙ্গীত ও গীত
চিত্র সম্পাদনা
হাস্যরসাত্মক ধারাবাহিকে অধিক-ক্যামেরার চিত্র সম্পাদনা
বাস্তব তথ্যভিত্তিক অনুষ্ঠানে চিত্র সম্পাদনা
সংগঠিত বা প্রতিযোগিতামূলক আপাতবাস্তব অনুষ্ঠানে চিত্র সম্পাদনা
অসংগঠিত আপাতবাস্তব অনুষ্ঠানে চিত্র সম্পাদনা
বিচিত্রানুষ্ঠানে চিত্র সম্পাদনা
হাস্যরসাত্মক ধারাবাহিকে একক-ক্যামেরার চিত্র সম্পাদনা
নাট্যধর্মী ধারাবাহিকে একক-ক্যামেরার চিত্র সম্পাদনা
সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে একক-ক্যামেরার চিত্র সম্পাদনা
নির্মাণ পরিকল্পনা
বর্ণনাধর্মী সমকালীন অনুষ্ঠানে (এক ঘণ্টা বা অধিক) নির্মাণ পরিকল্পনা
বর্ণনাধর্মী সময়কাল বা কল্পনাধর্মী অনুষ্ঠানে (এক ঘণ্টা বা অধিক) নির্মাণ পরিকল্পনা
বর্ণনাধর্মী অনুষ্ঠানে (আধা ঘণ্টা বা কম) নির্মাণ পরিকল্পনা
বিচিত্র, আপাতবাস্তব বা প্রতিযোগিতামূলক ধারাবাহিকে নির্মাণ পরিকল্পনা
বিশেষ বিচিত্রানুষ্ঠানে নির্মাণ পরিকল্পনা
শব্দ সম্পাদনা
হাস্যরসাত্মক বা নাট্যধর্মী ধারাবাহিক (আধা ঘণ্টা) বা অ্যানিমেশনে শব্দ সম্পাদনা
হাস্যরসাত্মক বা নাট্যধর্মী ধারাবাহিকে (এক ঘণ্টা) শব্দ সম্পাদনা
সীমিত বা অমনিবাস ধারাবাহিক বা চলচ্চিত্র বা বিশেষ অনুষ্ঠানে শব্দ সম্পাদনা
বাস্তব তথ্যভিত্তিক বা আপাতবাস্তব অনুষ্ঠানে (একক বা বহু-ক্যামেরা) শব্দ সম্পাদনা
শব্দ মিশ্রণ
হাস্যরসাত্মক বা নাট্যধর্মী ধারাবাহিক (আধা ঘণ্টা) বা অ্যানিমেশনে শব্দ মিশ্রণ
হাস্যরসাত্মক বা নাট্যধর্মী ধারাবাহিকে (এক ঘণ্টা) শব্দ মিশ্রণ
সীমিত বা অমনিবাস ধারাবাহিক বা চলচ্চিত্রে শব্দ গ্রহণ
বাস্তব তথ্যভিত্তিক বা আপাতবাস্তব অনুষ্ঠানে (একক বা বহু-ক্যামেরা) শব্দ মিশ্রণ
বিচিত্র ধারাবাহিক বা বিশেষ অনুষ্ঠানে শব্দ মিশ্রণ
বিশেষ আবহ স্টান্ট প্রযুক্তিগত পরিচালনা
Technical Direction, Camerawork, Video Control for a Series
Technical Direction, Camerawork, Video Control for a Special
শিরোনাম নকশা প্রকৌশল
প্রকৌশল
ফিলো টি. ফার্নসওয়ার্থ পুরস্কার
বাতিলকৃত
Art Direction for a Miniseries or Movie
Art Direction for a Single-Camera Series
Children's Program
Costumes for a Series
Costumes for a Miniseries, Movie, or Special
Hairstyling for a Limited Series or Movie
Hairstyling for a Single-Camera Series
Individual Performance in a Variety or Music Program
Makeup for a Single-Camera Series (Non-Prosthetic)
New Series
Program of the Year
Short Form Comedy or Drama Series
Short Form Variety Series
Super Emmy
Variety Series
Voice-Over Performance
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd