নানা পাটেকর

নানা পাটেকর
নানা পাটেকর
জন্ম
বিশ্বনাথ পাটেকর

(1951-01-01) ১ জানুয়ারি ১৯৫১ (বয়স ৭৪)
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামনানা
মাতৃশিক্ষায়তনস্যার জে জে ইনস্টিটিউট অফ এপ্লায়েড আর্টস
পেশাঅভিনেতা, চলচ্চিত্র নির্মাতা
কর্মজীবন১৯৭৮–বর্তমান
প্রতিষ্ঠাননাম ফাউন্ডেশন
দাম্পত্য সঙ্গীনীলাকন্ঠি পাটেকর
সন্তানমল্লার পাটেকর
পিতা-মাতাদিনকর পাটেকর
সঞ্জনাবাই পাটেকর
পুরস্কারপদ্মশ্রী (২০১৩)

নানা পাটেকর একজন বলিউডের খ্যাতনামা চলচ্চিত্রাভিনেতা। তিনি হিন্দি এবং মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেছেন ও একাধিকবার জাতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন। পারিন্দা (১৯৮৯) সিনেমায় শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনয়ে জাতীয় পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার পান। ২০১৩ সালে চলচ্চিত্র ও শিল্পে অবদানের কারণে তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন। অপহরণ ছবিতে খলনায়কের চরিত্রে শ্রেষ্ঠ পুরস্কার পান তিনি। তার পরিচালিত চলচ্চিত্র প্রহার, দ্যা ফাইনাল এটাক।

প্রারম্ভিক জীবন

নানা পাটেকর মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। তার আদি নাম ছিল বিশ্বনাথ। মুম্বাইয়ের জে জে আর্ট ইনস্টিটিউট থেকে শিক্ষা সম্পূর্ণ করেন তিনি।

চলচ্চিত্র জীবন

নানা পাটেকর বিভিন্ন ধরনের চরিত্র করার জন্যে প্রসিদ্ধ। তার প্রথম ছবি গমন (১৯৭৮)। এর পরে মারাঠি চলচ্চিত্রে ছোট ছোট ভূমিকায় অভিনয় জীবন শুরু করেন তিনি।

অভিনয় তালিকা

বছর চলচ্চিত্র ভূমিকা টীকা
১৯৭৮ গমন বাসু
১৯৭৯ সিংহাসন Marathi film
১৯৮০ ভালু Marathi film
১৯৮২ রঘু ময়না Marathi film
১৯৮৩ সাবিত্রী Marathi film
১৯৮৪ আজ কি আওয়াজ জগমোহনদাস
১৯৮৫ গড় জেজুরি জেজুরি Marathi film
১৯৮৬ অঙ্কুশ রবি
লর্ড মাউন্টব্যাটেন: দ্য লাস্ট ভাইসরয় নাথুরাম গডসে
মাফিচা সাক্ষীদার রাজেন্দ্র জাক্কাল Marathi film
based on Joshi-Abhyankar serial murders
ফাঁসিকা ফান্দা রাঘবেন্দ্র
১৯৮৭ সূত্রধর কুমার
মোহরে আবদুল
অন্ধা যুধ এস. পি. সুহাস ডান্ডেকার
প্রতিঘাত এক্স-কনস্টাবল করমবীর
১৯৮৮ তৃষাগ্নি
সালাম বোম্বে! বাবা
১৯৯০ Jungle Book Shōnen Mowgli (Hindi) শের খান (কণ্ঠ)
১৯৯০ পারিন্দা আন্না শেঠ
থোড়াসা রুমানি হো যায়ে Natwarlal aka Dhrushtadyumna Padmanabh
Prajapati Neelkant Dhumketu Barish Kar
১৯৯১ প্রহার: দ্য ফাইনাল এটাক মেজর চৌহান
দিশা বসন্ত ডি. মন্দ্রে
দিক্ষা কোগা পণ্ডিত
১৯৯২ রাজু বন গয়ে জেন্টলম্যান জয়
অংগার মাজিদ খান
১৯৯৩ তিরঙ্গা শিবাজিরাও ওয়াগল
1994 ক্রান্তিবীর প্রতাপ নারায়ণ তিলক
অভয় গোস্ট
1995 হাম দুনো বিশাল সিংগাল
১৯৯৬ অগ্নি সাক্ষি বিশ্বনাথ
'খামোশি: দ্যা মিউজিক্যাল জোসেফ ব্রাগানজা
১৯৯৭ Ghulam-E-Mustafa গুলাম-ই-মুস্তাফা
যশোয়ন্ত যশোবন্ত লোহার
১৯৯৮ যুগপুরুষ অনিরুদ্ধ
ওয়াজুদ মালহার গোপালদাস অগ্নিহোত্রী/কর্নেল লাট্টি
১৯৯৯ হু তু তু ভাউ
কোহরাম মেজর অজিত
২০০০ গেং আবদুল
তরকিব যশরাজ প্যাটেল
২০০২ বধ ডা. অর্জুন সিং
শক্তি: দ্য পাওয়ার নরসিমহা
২০০৩ ভূত ইন্সপেকটর লিয়াকত কুরায়েশী
ডরনা মানা হ্যায় জন রড্রিগেজ
আঁচ মহাদেব
২০০৪ অব তক ছাপ্পান ইন্সপেকটর সাধু আগাশে
২০০৫ অপহরণ তাব্রেজ আলম
পক পক পকাক ভুতিয়া Marathi film
ব্লাফমাস্টার! চান্দ্রু পারেখ
২০০৬ Taxi No. 9211 রাঘব শাস্ত্রী
২০০৭ হ্যাট্রিক ডক্টর
দশ কহানিয়া Man Carrying balloons for dead wife in the story "Gubbare"
ওয়েলকাম ডন উদয় শেট্টি / শংকর শেট্টি
ইয়াত্রা দশরথ জোগ্লেকর
দ্যা পুল বাংলো ঔনার
২০০৮ এক:দ্যা পাওয়ার অফ ওয়ান সিবিআই অফিসার রেন
বোম্মালাত্তম ফিল্ম ডিরেক্টর তামিল সিনেমা
২০০৯ হরন ওকে প্লিস গোবিন্দা
২০১০ পাঠশালা প্রিন্সিপাল আদিত্য সহায়
রাজনীতি ব্রিজ গোপাল
তুম মিলো তো সহি সুব্রামনিয়ম
ইয়ক্ষ পুলিস অফিসার কন্নড় সিনেমা
২০১১ শাগরিদ হনুমন্ত সিং
দেউল ভাও গালন্দ্ Marathi film
২০১২ কামাল

ধামাল মালামাল|| কাল্লু ||

২০১৩ [[দ্য এটাক অন ২৬/১১(সিনেমা) রাকেশ মারিয়া, Joint Commissioner of Police (Crime).[][]
It's My Life বিজনেসম্যান
হাংগামে পে হালগামা জিগর ভাইয়া
২০১৪ Dr. Prakash Baba Amte: The Real Hero Dr. Prakash Amte Marathi film
Yashwantrao Chavan– Bakhar Eka Vaadalaachi Pratap Deshmukh Marathi film
২০১৫ Ab Tak Chhappan 2 ইন্সপেকটর সাধু আগাশে
ওয়েলকাম ব্যাক উদয় শেট্টী
২০১৬ নটসম্রাট গণপতরাও রামচন্দ্র বেলওয়াকার Marathi film
The Jungle Book (Hindi) Shere Khan (Voice)
তড়োকা Tukaram Hindi film
২০১৮ ওয়েডিং এনিভারসারি Nagarjun Hindi film

ব্যক্তিগত জীবন

তার স্ত্রীর নাম নীলকণ্ঠী পাটেকর। একটি পুত্রসন্তান আছে তাদের। নাম মল্লার পাটেকর। বর্তমানে নানা পাটেকরের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। নানা রাইফেল শুটিং অনুশীলন করেন। তিনি জিভি মভলঙ্কর রাইফেল শুট প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী ব্যক্তি।

সম্মান

২০১৩ সালে কলা বিভাগে বিশেষ অবদানের জন্য মহারাষ্ট্র রাজ্যের সুপারিশে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়।

তথ্যসূত্র

  1. "Nana Patekar essays Rakesh Maria in RGV's 26/11 film"। Mid-day.com। ২০১২-০৯-১৪। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-০৩ 
  2. "Ramu and Nana reunite after 10 years"। Koimoi.com। ২০১২-০৯-১৩। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-০৩ 

বহিঃসংযোগ