শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)
শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার | |
---|---|
ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য জাতীয় পুরস্কার | |
বিবরণ | অভিনেতার শ্রেষ্ঠ কৃতিত্ব |
পৃষ্ঠপোষক | চলচ্চিত্র উৎসব অধিকরণ |
পুরস্কারদাতা | কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ |
পূর্বের নাম | ভারত পুরস্কার (১৯৬৮–১৯৭৪) |
পুরস্কার |
|
প্রথম পুরস্কৃত | ১৯৬৭ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৭ |
সাম্প্রতিকতম প্রাপক | ঋদ্ধি সেন |
সারাংশ | |
সর্বাধিক পুরস্কার | অমিতাভ বচ্চন (৪টি পুরস্কার) |
মোট বিজয়ী | ৫৮ |
প্রথম বিজয়ী | উত্তম কুমার |
শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হল ভারতের বার্ষিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে প্রদত্ত একটি সম্মাননা। পুরস্কারটির সরকারি নাম শ্রেষ্ঠ পুরস্কার বিভাগে রৌপ্যকমল পুরস্কার। ১৯৬৭ সাল থেকে ভারতীয় চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় শ্রেষ্ঠ অভিনয়ের জন্য অভিনেতাদের এই পুরস্কারটি দেওয়া হচ্ছে।[১] ১৯৫৪ সালে যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান শুরু হয়, তখন এটির নাম ছিল "রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কার" (ইংরেজি: "State Awards for Films")। এই অনুষ্ঠানটি চলচ্চিত্র উৎসব অধিকরণের থেকেও পুরনো। ১৯৬৮ সালে রাষ্ট্রীয় পুরস্কার "শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ভারত পুরস্কার" নামে স্বতন্ত্র পুরস্কার প্রবর্তন করে। ১৯৭৫ সালে পুরস্কারটির নাম পরিবর্তন করে রাখা হয় "শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে রৌপ্যকমল পুরস্কার"।[১][২][৩] বিগত ৪৫ বছরে যুগ্মভাবে ও একাধিকবার প্রাপ্ত বিজয়ীদের ধরে ভারত ৪০ জন অভিনেতাদের মোট ৫২টি "শ্রেষ্ঠ অভিনেতা" পুরস্কার প্রদান করেছে। ১৯৭৪ সাল পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রাপকেরা একটি ক্ষুদ্র মূর্তি ও একটি শংসাপত্র। ১৯৭৫ সাল থেকে প্রাপকদের পুরস্কার স্বরূপ একটি "রজত কমল" (রুপোর পদ্ম), শংসাপত্র ও একটি পুরস্কার মূল্য দেওয়া হয়।[ক]।[৪]}[২]
ভারতীয় চলচ্চিত্র শিল্প প্রায় ২০টি ভাষা ও উপভাষায় চলচ্চিত্র প্রযোজনা করলেও[১] জাতীয় পুরস্কার-প্রাপ্ত অভিনেতা সাতটি প্রধান ভাষায় কাজ করেছেন: হিন্দি (বাইশটি পুরস্কার), মালয়ালম (তেরোটি পুরস্কার), তামিল (সাতটি পুরস্কার), বাংলা (পাঁচটি পুরস্কার), মারাঠি (তিনটি পুরস্কার), কন্নড় (তিনটি পুরস্কার) ও ইংরেজি (দু-টি পুরস্কার)।
বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা উত্তমকুমার এই বিভাগে প্রথম জাতীয় পুরস্কার জয় করেন। অ্যান্টনি ফিরিঙ্গি ও চিড়িয়াখানা ছবি দু-টিতে অভিনয়ের জন্য ১৯৬৭ সালে ১৫শ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তিনি এই পুরস্কারে সম্মানিত হন।[৫] ২০১৭ সালের হিসাব অনুসারে, অমিতাভ বচ্চন সর্বাধিকবার এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। তিনি মোট চারটি "শ্রেষ্ঠ অভিনেতা" পুরস্কার জয় করেন। তার পরই আছেন কমল হাসান ও মাম্মুট্টি। তারা তিনটি করে পুরস্কার জয় করেন। তার পর ছয় জন অভিনেতা—সঞ্জীব কুমার, ওম পুরি, নাসিরুদ্দিন শাহ, মিঠুন চক্রবর্তী, মোহনলাল ও অজয় দেবগণ দু-টি করে পুরস্কার পান। দু-জন অভিনেতা দু-টি ভাষায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মিঠুন চক্রবর্তী (হিন্দি ও বাংলা) ও মাম্মুট্টি (মালয়ালম ও ইংরেজি)।[৬] ঋদ্ধি সেন বাংলা ছবি নগরকীর্তন-এ অভিনয়ের জন্য ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে "শ্রেষ্ঠ অভিনেতা" হিসেবে পুরস্কৃত হন। তিনি এই পুরস্কারের কনিষ্ঠতম প্রাপক। পুরস্কার গ্রহণের সময় তার বয়স ছিল ১৯ বছর। সাম্প্রতিক বিজয়ী আয়ুষ্মান খুরানা ও ভিকি কৌশল যথাক্রমে আন্ধাধুন ও উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক চলচ্চিত্রে অভিনয়ের জন্য ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আয়োজনে এই পুরস্কার লাভ করেন।
পুরস্কার বিজয়ী
১৯৬৭-১৯৭৯
বছর (আয়োজন) |
অভিনেতা | ভূমিকা | চলচ্চিত্র | ভাষা | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৬৭ (১৫তম) | উত্তম কুমার | অ্যান্টনি ফিরিঙ্গি ব্যোমকেশ বক্সী |
অ্যান্টনি ফিরিঙ্গি চিড়িয়াখানা |
বাংলা | [৭] |
১৯৬৮ (১৬তম) | অশোক কুমার | যোগী ঠাকুর | আশীর্বাদ | হিন্দি | [৮] |
১৯৬৯ (১৭তম) | উৎপল দত্ত | ভুবন সোম | ভুবন সোম | হিন্দি | [৯] |
১৯৭০ (১৮তম) | সঞ্জীব কুমার | হামিদ আহমেদ | দস্তক | হিন্দি | [১০] |
১৯৭১ (১৯তম) | এম. জি. রামচন্দ্র | সেলভাম | রিকশাকরণ | তামিল | [১১] |
১৯৭২ (২০তম) | সঞ্জীব কুমার | হরিচরণ মাথুর | কোশিশ | হিন্দি | [১২] |
১৯৭৩ (২১তম) | পি. জে. অ্যান্টনি | ভেলিচাপাদ | নির্মল | মালয়ালম | [১৩] |
১৯৭৪ (২২তম) | সাধু মেহের | কিস্তিয়া | অঙ্কুর | বাংলা | [১৪] |
১৯৭৫ (২৩তম) | এম. ভি. বাসুদেব রায় | চোমা | চোমানা দুদি | কন্নড় | [১৫] |
১৯৭৬ (২৪তম) | মিঠুন চক্রবর্তী | ঘিনুয়া | মৃগয়া | হিন্দি | [১৬] |
১৯৭৭ (২৫তম) | ভরত গোপী | শঙ্কর কুট্টি | কোদিয়েত্তাম | মালয়ালম | [১৭] |
১৯৭৮ (২৬তম) | অরুণ মুখোপাধ্যায় | পরশুরাম | পরশুরাম | মালয়ালম | [১৮] |
১৯৭৯ (২৭তম) | নাসিরুদ্দিন শাহ্ | অনিরুদ্ধ পার্মার | স্পর্শ | হিন্দি | [১৯] |
১৯৮০-এর দশক
বছর (আয়োজন) |
অভিনেতা | ভূমিকা | চলচ্চিত্র | ভাষা | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৮০ (২৮তম) | বলন কে. নায়ার | গোবিন্দ | ওপল | মালয়ালম | [২০] |
১৯৮১ (২৯তম) | ওম পুরি | হরি মণ্ডল | আরোহণ | হিন্দি | [২১] |
১৯৮২ (৩০তম) | কমল হাসান | আর. শ্রীনিবাস | মুনড্রাম পিরাই | তামিল | [২২] |
১৯৮৩ (৩১তম) | ওম পুরি | অনন্ত ভালেঙ্কর | অর্ধ সত্য | হিন্দি | [২৩] |
১৯৮৪ (৩২তম) | নাসিরুদ্দিন শাহ্ | নওরঙ্গিয়া | পার | হিন্দি | [২৪] |
১৯৮৫ (৩৩তম) | শশী কাপুর | বিকাশ পাণ্ডে | নিউ দিল্লী টাইমস | হিন্দি | [২৫] |
১৯৮৬ (৩৪তম) | চারুহাসান | তাবরা শেঠি | তাবারনা কাথে | কন্নড় | [২৬] |
১৯৮৭ (৩৫তম) | কমল হাসান | শক্তিভেলু নয়কর | নায়কান | তামিল | [২৭] |
১৯৮৮ (৩৬তম) | প্রেমজি | রাঘব চাকইয়ার | পিরাভি | মালয়ালম | [২৮] |
১৯৮৯ (৩৭তম) | মামুট্টি | মোহাম্মদ বশির চান্দু চেকবর |
মাথিলুকাল অরু ভাদাক্কান ভিরাগাথা |
মালয়ালম | [২৯] |
১৯৯০-এর দশক
বছর (আয়োজন) |
অভিনেতা | ভূমিকা | চলচ্চিত্র | ভাষা | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৯০ (৩৮তম) | অমিতাভ বচ্চন | বিজয় দিনানাথ চৌহান | অগ্নিপথ | হিন্দি | [৩০] |
১৯৯১ (৩৯তম) | মোহনলাল | গোপীনাথ | ভারতম | মালয়ালম | [৩১] |
১৯৯২ (৪০তম) | মিঠুন চক্রবর্তী | শিবনাথ | তাহাদের কথা | বাংলা | [৩২] |
১৯৯৩ (৪১তম) | মামুট্টি | পন্তান মাদা ভাস্কর পালেকার |
পন্তান মাদা ভিদেয়ান |
মালয়ালম | [৩৩] |
১৯৯৪ (৪২তম) | নানা পাটেকর | প্রতাপ নারায়ণ তিলক | ক্রান্তিবীর | হিন্দি | [৩৪] |
১৯৯৫ (৪৩তম) | রাজিত কাপুর | মহত্মা গান্ধী | দ্য মেকিং অফ দ্য মহাত্মা | ইংরেজি | [৩৫] |
১৯৯৬ (৪৪তম) | কমল হাসান | সেনাপতি | ইন্ডিয়ান | তামিল | [৩৬] |
১৯৯৭ (৪৫তম) | বলচন্দ্র মেনন সুরেশ গোপী |
ইসমাইল কানন পেরুমালায়ান |
সমন্তরঙ্গল কালিইয়াত্তাম |
মালয়ালম | [৩৭] |
১৯৯৮ (৪৬তম) | অজয় দেবগন মামুট্টি |
অজয় আর. দেসাই বি. আর. আম্বেদকর |
জখম ডঃ বাবাসাহেব আম্বেদকর |
হিন্দি ইংরেজি |
[৩৮] |
১৯৯৯ (৪৭তম) | মোহনলাল | কুনিকোত্তম | ভানাপ্রস্থ | মালয়ালম | [৬] |
২০০০-এর দশক
বছর (আয়োজন) |
অভিনেতা | ভূমিকা | চলচ্চিত্র | ভাষা | সূত্র |
---|---|---|---|---|---|
২০০০ (৪৮তম) | অনিল কাপুর | মেজর জয়দেব | পুকার | হিন্দি | [৩৯] |
২০০১ (৪৯তম) | মুরালি | আপ্পা মিস্ত্রি | ন্যায়তুকরণ | মালয়ালম | [৪০] |
২০০২ (৫০তম) | অজয় দেবগন | ভগৎ সিং | দ্য লিজেন্ড অফ ভগৎ সিং | হিন্দি | [৪১] |
২০০৩ (৫১তম) | বিক্রম | চিতন | পিতামগন | তামিল | [৪২] |
২০০৪ (৫২তম) | সাইফ আলি খান | করণ কাপুর | হাম তুম | হিন্দি | [৪৩] |
২০০৫ (৫৩তম) | অমিতাভ বচ্চন | দেবরাজ সাহাই | ব্ল্যাক | হিন্দি | [৪৪] |
২০০৬ (৫৪তম) | সৌমিত্র চট্টোপাধ্যায় | শশাঙ্ক পালিত | পদক্ষেপ | বাংলা | [৪৫] |
২০০৭ (৫৫তম) | প্রকাশ রাজ | ভেঙ্গাদাম | কাঞ্চিভরম | তামিল | [৪৬] |
২০০৮ (৫৬তম) | উপেন্দ্র লামায়ে | তাপায়া | যোগওয়া | মারাঠি | [৪৭] |
২০০৯ (৫৭তম) | অমিতাভ বচ্চন | অরু | পা | হিন্দি | [৪৮] |
২০১০-এর দশক
বছর (আয়োজন) |
অভিনেতা | ভূমিকা | চলচ্চিত্র | ভাষা | সূত্র |
---|---|---|---|---|---|
২০১০ (৫৮তম) | ধনুষ সলিম কুমার |
কে. পি. কারুপ্পু আবু |
আদুকালাম আদামিন্তে মাকান আবু |
তামিল মালয়ালম |
[৪৯] |
২০১০ (৫৮তম) | সেলিম কুমার | আবু | আদামিন্তে মাকান আবু | মালয়ালম | [৪৯] |
২০১১ (৫৯তম) | গিরিশ কুলকার্নি | কেশ্য | দেউল | মারাঠি | [৫০] |
২০১২ (৬০তম) | ইরফান খান | পান সিং তোমার | পান সিং তোমার | হিন্দি | [৪] |
২০১২ (৬০তম) | বিক্রম গোখালে | রত্নকর | অনুমতি | মারাঠি | [৪] |
২০১৩ (৬১তম) | রাজকুমার রাও | শহীদ আজমি | শহীদ | হিন্দি | [৫১] |
২০১৩ (৬১তম) | সুরজ ভেঞ্জারামুদু | ফাদার | পেরারিইয়াতাবার | মালয়ালম | [৫১] |
২০১৪ (৬২তম) | সঞ্চারি বিজয় | মাদেশা | নানু আভালানা... আভালু | কন্নড় | [৫২] |
২০১৫ (৬৩তম) | অমিতাভ বচ্চন | ভাস্কর ব্যানার্জি | পিকু | হিন্দি | [৫৩] |
২০১৬ (৬৪তম) | অক্ষয় কুমার | রুস্তম পাভরি রঞ্জিত কাটিয়াল |
রুস্তম এয়ারলিফট |
হিন্দি | [৫৪] |
২০১৭ (৬৫তম) | ঋদ্ধি সেন | পুটি | নগরকীর্তন | বাংলা | [৫৫] |
২০১৮ (৬৬তম) | আয়ুষ্মান খুরানা | আকাশ | আন্ধাধুন | হিন্দি | [৫৬] |
২০১৮ (৬৬তম) | ভিকি কৌশল | মেজর বিহান সিং সেরগিল | উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক | হিন্দি | [৫৬] |
একাধিকবার বিজয়ী
- ৪ বার
- ৩ বার
- ২ বার
আরও দেখুন
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে আইফা পুরস্কার
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জি সিনে পুরস্কার
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে স্ক্রিন পুরস্কার
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে স্টারডাস্ট পুরস্কার
তথ্যসূত্র
- ↑ ক খ গ "About National Film Awards"। Directorate of Film Festivals। ২৫ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১১।
- ↑ ক খ "21st National Awards For Films (1974)" (পিডিএফ)। Directorate of Film Festivals। পৃষ্ঠা 16। ২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১১।
- ↑ উদ্ধৃতি সতর্কবার্তা:
1975award
নামসহ<ref>
ট্যাগের প্রাকদর্শন দেখা যাবে না কারণ এটি বর্তমান অনুচ্ছেদের বাইরে সংজ্ঞায়িত করা হয়েছে বা একেবারেই সংজ্ঞায়িত করা হয়নি। - ↑ ক খ গ "60th National Film Awards Announced" (PDF) (সংবাদ বিজ্ঞপ্তি)। Press Information Bureau (PIB), India। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৩।
- ↑ "National Awards for Films: Uttam Kumar (1967)" (পিডিএফ)। Directorate of Film Festivals। ২৫ নভেম্বর ১৯৬৮। পৃষ্ঠা 29। ২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১১।
- ↑ ক খ "47th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "15th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2,9। ২৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "16th National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "17th National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2,6। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "18th National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "19th National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "20th National Film Awards"। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2। ৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "21st National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "22nd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "23rd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "24th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "25th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ১৯ জানুয়ারি ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "26th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২৪ এপ্রিল ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "8th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "28th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২১ অক্টোবর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "29th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "30th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "31st National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "32nd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "33rd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "34th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "35th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২২ মার্চ ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "36th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "8th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২ অক্টোবর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "38th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ১৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "39th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ১৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "40th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "41st National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "42nd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "43rd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "44th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "45th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "46th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "48th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "49th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "50th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "51st National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "52nd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "53rd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "54th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "55th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "56th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "57th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ ক খ "58th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "59th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ ক খ "61st National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ১৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "62nd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "63rd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "64th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ৬ জুন ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "65th National Film Awards" (পিডিএফ) (সংবাদ বিজ্ঞপ্তি)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 21। ৬ জুন ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "66th National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০।