পোন্তুস

খ্রিষ্টীয় ২য় শতকে তৈরি করা পোন্তুসের মূর্তি। বাম দিকে রয়েছে ফরচুনা

গ্রিক পুরাণে, পোন্তুস[] হল ধরিত্রীমাতা গেইয়ার সন্তান এবং তার কোন পিতা ছিল না। হেসিয়ডের মতে, কোন প্রকার যৌনসম্পর্কে আবদ্ধ হওয়া ব্যতীতই তার জন্ম হয়।[] তবে গাইয়াস জুলিয়াস হাইজিনাসের মতে, পোন্তুস ইথার ও গেইয়ার সন্তান ছিলেন।[] তিনি গ্রিক আদ্যকালীন দেবতাদের একজন এবং প্রাচীন সমুদ্র দেবতা। গেইয়ার সাথে পোন্তুসের মিলনে নেরেউস, থাউমাস, ফোর্কিস, কেতোএউরিবিয়ার জন্ম হয়।

তথ্যসূত্র

  1. প্রত্ন-ইন্দো-ইউরোপীয় থেকে *pont-eh1-, *pn̩t-h1, "path" (দেখুন আর. এস. পি. বিকস, Etymological Dictionary of Greek, ব্রিল, ২০০৯, পৃষ্ঠা ১২২১)।
  2. ইভলিন-হোয়াইট, হিউ জি. সম্পা. (১৯১৪)। The Homeric Hymns and Homerica with an English Translation। লন্ডন: উইলিয়াম হাইনেমান লিমিটেড। 
  3. গাইয়াস জুলিয়াস হাইজিনাস. Fabulae, Preface

উৎস