ফরিদপুর ইউনিয়ন, ফরিদপুর
ফরিদপুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৩নং ফরিদপুর ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে ফরিদপুর ইউনিয়ন, ফরিদপুরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১০′৯.৫০৯″ উত্তর ৮৯°২৫′১৫.৯২৮″ পূর্ব / ২৪.১৬৯৩০৮০৬° উত্তর ৮৯.৪২১০৯১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
উপজেলা | ফরিদপুর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ সরোয়ার হোসেন |
আয়তন | |
• মোট | ১০.১৮ বর্গকিমি (৩.৯৩ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২০,৯৯৫ |
• জনঘনত্ব | ২,১০০/বর্গকিমি (৫,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ফরিদপুর ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার ফরিদপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]
আয়তন ও জনসংখ্যা
গ্রামের সংখ্যা: ১২টি
মৌজার সংখ্যা: ০৭টি
মোট জনসংখ্যা: প্রায় ২০,৯৯৫ জন।
শিক্ষা
সাক্ষরতার হার: ৬৫%।
শিক্ষা প্রতিষ্ঠান:
- সরকারী প্রাথমিক বিদ্যালয়: ১৩টি
- উচ্চ বিদ্যালয়: ০২টি
- মাদ্রাসা: ০২টি
- কলেজ: ০১টি (বিএম)।
দর্শনীয় স্থান
- দিঘির বটমূল
- চিথুলিয়া ঠাকুর বাড়ী
- শেখ শাহ ফরিদ (রা:)-এর মাজার শরীফ
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান: মোঃ সরোয়ার হোসেন।
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:
চেয়ারম্যানের নাম | দায়িত্বকাল |
---|---|
মোঃ ইয়াকুব হোসেন সরকার | ১৯৭৩-১৯৭৬ |
মাহবুব হোসেন খান | ১৯৭৬-১৯৮৪ |
মোঃ মোজাম্মেল হক | ১৯৮৪-১৯৮৮ |
আঃ কুদ্দুস | ১৯৮৮-১৯৯২ |
আক্তারুজ্জামান | ১৯৯২-১৯৯৮ |
আঃ কুদ্দুস | ১৯৯৮-২০০৩ |
মোঃ আঃ মতিন মকুল | ২০০৩-২০১১ |
এম.রবিউল করিম সরকার | ২০১১-২০১৬ |
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ "ফরিদপুর ইউনিয়ন"। faridpurup.pabna.gov.bd। ২০২১-০৮-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০১।