বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল
সংঘ | বাংলাদেশ ক্রিকেট বোর্ড |
---|---|
কর্মীবৃন্দ | |
অধিনায়ক | দিশা বিশ্বাস |
কোচ | দীপু রায় চৌধুরী |
মালিক | বাংলাদেশ ক্রিকেট বোর্ড |
দলের তথ্য | |
রং | সবুজ এবং লাল |
প্রতিষ্ঠা | ২০২৩ |
স্বাগতিক মাঠ | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা |
ধারণক্ষমতা | ২৫,৪০০ |
ইতিহাস | |
টোয়েন্টি২০ অভিষেক | v. অস্ট্রেলিয়া, উইলোমুর পার্ক, বেনোনি, দক্ষিণ আফ্রিকা; ১৪ জানুয়ারী ২০২৩ |
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় | ০ |
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | |
আইসিসি মর্যাদা | পূর্ণ সদস্য (২০০০) অধিভুক্ত সদস্য (১৯৯৭) |
আইসিসি অঞ্চল | এশিয়া |
বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল নারীদের আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। দলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বারা পরিচালিত হয়।[১][২][৩] দলটি প্রথম আন্তর্জাতিক মহিলা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের প্রথম অফিসিয়াল ম্যাচ খেলে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের অধিনায়ক দিশা বিশ্বাস।[৪][৫]
ইতিহাস
উদ্বোধনী মহিলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২১ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু COVID-19 মহামারীর কারণে একাধিকবার স্থগিত করা হয়েছিল।[৬] টুর্নামেন্টটি শেষ পর্যন্ত ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়। আইসিসির পূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ টুর্নামেন্টের জন্য স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করে।[৭]
বাংলাদেশ ২০২২ সালের ডিসেম্বরে টুর্নামেন্টের জন্য তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে।[৮]
সাম্প্রতিক কল আপ
নিচের সারণীতে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের সাম্প্রতিক স্কোয়াডে নির্বাচিত সকল খেলোয়াড়ের তালিকা রয়েছে। বর্তমানে, এটি শুধুমাত্র ২০২৩ আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড অন্তর্ভুক্ত করে।[৯]
নাম | সবচেয়ে সাম্প্রতিক কল-আপ |
---|---|
আফিয়া হুমাইরা আনাম প্রত্যাশা | ২০২৩ বিশ্বকাপ |
আসরাফি ইয়াসমিন আর্থি | ২০২৩ বিশ্বকাপ |
দিলারা আক্তার | ২০২৩ বিশ্বকাপ |
দিশা বিশ্বাস (অধিনায়ক) | ২০২৩ বিশ্বকাপ |
জান্নাতুল মাউয়া | ২০২৩ বিশ্বকাপ |
লেকি চাকমা | ২০২৩ বিশ্বকাপ |
মারুফা আক্তার | ২০২৩ বিশ্বকাপ |
মিস্টি রানী সাহা | ২০২৩ বিশ্বকাপ |
দীপা খাতুন | ২০২৩ বিশ্বকাপ |
মিস্ট ইভা | ২০২৩ বিশ্বকাপ |
উন্নতি আক্তার | ২০২৩ বিশ্বকাপ |
রাবেয়া খান | ২০২৩ বিশ্বকাপ |
রিয়া আক্তার শিকা | ২০২৩ বিশ্বকাপ |
স্বর্ণা আক্তার | ২০২৩ বিশ্বকাপ |
সুমাইয়া আক্তার | ২০২৩ বিশ্বকাপ |
রেকর্ড
আন্তর্জাতিক ম্যাচের সারাংশ
১৮ জানুয়ারী ২০২৩ অনুযায়ী
খেলার রেকর্ড | ||||||
বিন্যাস | M | W | L | T | D/NR | উদ্বোধনী ম্যাচ |
---|---|---|---|---|---|---|
যুব নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক | ৩ | ৩ | ০ | ০ | ০ | ১৪ জানুয়ারী ২০২৩ |
অন্যান্য দেশের বিরুদ্ধে যুব মহিলা টি-টোয়েন্টি রেকর্ড
১৮ জানুয়ারী ২০২৩ অনুযায়ী
আইসিসির পূর্ণ সদস্য | |||||||
প্রতিপক্ষ | M | W | L | T | NR | প্রথম ম্যাচ | প্রথম জয় |
---|---|---|---|---|---|---|---|
অস্ট্রেলিয়া | ১ | ১ | ০ | ০ | ০ | ১৪ জানুয়ারী ২০২৩ | ১৪ জানুয়ারী ২০২৩ |
শ্রীলংকা | ১ | ১ | ০ | ০ | ০ | ১৬ জানুয়ারী ২০২৩ | ১৬ জানুয়ারী ২০২৩ |
আইসিসির সহযোগী সদস্য | |||||||
যুক্তরাষ্ট্র | ১ | ১ | ০ | ০ | ০ | ১৮ জানুয়ারী ২০২৩ | ১৮ জানুয়ারী ২০২৩ |
তথ্যসূত্র
- ↑ "Bangladesh Women's Under-19 Cricket team"। www.espn.com। ১৬ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Bangladesh Women's Under-19 cricket team"। দ্য ডেইলি স্টার। ১৬ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "USA UNDER 19S PLACED IN GROUP WITH AUSTRALIA, BANGLADESH & SRI LANKA AT INAUGURAL ICC UNDER-19 WOMEN'S T20 WORLD CUP"। www.usacricket.org। ১৬ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।
- ↑ Correspondent, Staff (২০২২-১২-২৯)। "Bangladesh squad for ICC U19 Women's T20 World Cup announced"। Bangladesh Cricket Board (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০১।
- ↑ "Bangladesh name squad for U19 Women's T20 World Cup"। www.icc-cricket.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০১।
- ↑ "ICC postpones 2021 Women's World Cup Qualifier due to COVID-19"। Women's CricZone। ১২ মে ২০২০। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "Excitement builds ahead of inaugural ICC U19 Women's T20 World Cup as Qualifier begins"। International Cricket Council। ৩১ মে ২০২২। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "All squads for ICC U19 Women's T20 World Cup 2023"। www.icc-cricket.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১৮।
- ↑ প্রতিবেদক, ক্রীড়া। "জাতীয় দলের তিনজনকে নিয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।