মার্সেডিস ম্যাক্যামব্রিজ

মার্সেডিজ ম্যাক্যামব্রিজ
ইংরেজি: Mercedes McCambridge
অল দ্য কিংস মেন (১৯৪৯)-এ ম্যাক্যামব্রিজ
জন্ম
কারলটা মার্সেডিজ অ্যাগনেস ম্যাক্যামব্রিজ

(১৯১৬-০৩-১৬)১৬ মার্চ ১৯১৬
মৃত্যুমার্চ ২, ২০০৪(2004-03-02) (বয়স ৮৭)
লা জোলা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনমুন্ডেলাইন কলেজ
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৩০-এর দশক-২০০৪
দাম্পত্য সঙ্গী
  • উইলিয়াম ফিফিল্ড (বি. ১৯৩৯; বিচ্ছেদ. ১৯৪৬)
  • ফ্লেচার মার্কল (বি. ১৯৫০; বিচ্ছেদ. ১৯৬২)
সন্তান

কারলটা মার্সেডিজ অ্যাগনেস ম্যাক্যামব্রিজ[] (ইংরেজি: Carlotta Mercedes Agnes McCambridge; ১৬ মার্চ ১৯১৬ - ২ মার্চ ২০০৪) একজন মার্কিন বেতার, মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী ছিলেন। ওরসন ওয়েলস তাকে "বিশ্বের সেরা বেতার অভিনেত্রী" হিসেবে অভিহিত করেন।[] তিনি তার অভিষেক চলচ্চিত্র অল দ্য কিংস মেন (১৯৪৯)-এ অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন এবং জায়ান্ট (১৯৫৬)-এ অভিনয়ের জন্য একই বিভাগে আরেকটি অস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি দি এক্‌জরসিস্ট (১৯৭৩) চলচ্চিত্রে পাজুজু চরিত্রের জন্য কণ্ঠ দেন। তিনি ২০০৪ সালের ২রা মার্চ মৃত্যুবরণ করেন।[]

প্রারম্ভিক জীবন

ম্যাক্যামব্রিজ ১৯১৬ সালের ১৬ই মার্চ ইলিনয় অঙ্গরাজ্যের জোলিয়েত শহরে জন্মগ্রহণ করেন।[] তার পিতা জন প্যাট্রিক ম্যাক্যামব্রিজ একজন কৃষক ছিলেন এবং মাতা ম্যারি (জন্ম: মাহাফ্রি)।[] তার দুজনেই আইরিশ-মার্কিন ও ক্যাথলিক ধর্মাবলম্বী ছিলেন। ম্যাক্যামব্রিজ শিকাগোর মুন্ডেলাইন কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।[]

তথ্যসূত্র

  1. ল্যাকমান, রোনাল্ড ডাব্লিউ. (২০০৫)। Mercedes Mccambridge: A Biography And Career Record। ম্যাকফারল্যান্ড। পৃষ্ঠা ৭–১০। আইএসবিএন 0-7864-1979-2 
  2. "Mercedes McCambridge, 87, Actress Known for Strong Roles"দ্য নিউ ইয়র্ক টাইমস। ১৮ মার্চ ২০০৪। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৪ 
  3. "The Exorcist actress Mercedes McCambridge dies at 85"ইউএসএ টুডে। ১৭ মার্চ ২০০৪। ডিসেম্বর ১, ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৪ 
  4. "Current Biography Yearbook"Current Biography Yearbook: Annual Cumulation। এইচ. ডাব্লিউ. উইলসন কোম্পানি। ১৯৬৫। আইএসএসএন 0084-9499। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ