যোনিগাত্রদেশ

ভালভাল ভেস্টিবিউল
স্ত্রী যৌনাঙ্গের বর্হিঅঙ্গসমূহ। লেবিয়া মাইনরা অঙ্কিত হয়েছে।
বিস্তারিত
শনাক্তকারী
লাতিনvestibulum vaginæ
টিএ৯৮A09.2.01.011
টিএ২3558
এফএমএFMA:19970
শারীরস্থান পরিভাষা

যোনিগাত্রদেশ বা ভালভাল ভেস্টিবিউল (ইংরেজি: Vulval vestibule), যা ভালভার ভেস্টিবিউল (Vulvar vestibule) নামেও পরিচিত। এটি লেবিয়া মাইনরার মধ্যবর্তীস্থানে অবস্থিত ভালভার একটি অংশ, যেখানে ইউরেথ্রাল ও যোনির প্রবেশমুখ উন্মুক্ত। এর প্রান্ত হার্ট-এর লাইন দ্বারা চিহ্নিত।

যোনির সম্মুখে, গ্ল্যান্স ক্লিটোরিসের ২.৫ সেন্টিমিটার ভেতরে বহিঃস্থ ইউরেথ্রাল অরফিস অবস্থিত। সাধারণত এটিকে স্কিনির ডাক্টের প্রবেশমুখের নিকটে ছোট, হালকা স্পষ্ট দাগ হিসেবে চিহ্নিত করা হয়।

ভ্যাজাইনাল অরফিস হচ্ছে মূত্রনালির নিচে ও পেছনে অবস্থিত একপ্রকার মধ্যম আকৃতিবিশিষ্ট চিড়; এর আকার সতীচ্ছদের আকৃতির সাথে ব্যাস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়।

চিত্র

তথ্যসূত্র