লুধিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর
লুধিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||
বিমানবন্দরের ধরন | বেসামরিক | ||||||||||
পরিষেবাপ্রাপ্ত এলাকা | লুধিয়ানা | ||||||||||
অবস্থান | লুধিয়ানা, পাঞ্জাব, ভারত | ||||||||||
স্থানাঙ্ক | ৩০°৪৪′৫৩″ উত্তর ৭৫°৩৬′৫৯″ পূর্ব / ৩০.৭৪৮১৮৩° উত্তর ৭৫.৬১৬৪৫৯৩° পূর্ব | ||||||||||
মানচিত্র | |||||||||||
রানওয়ে | |||||||||||
|
লুধিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর হল একটি নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দর, যা ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানার শহরের নিকট হালওয়ারায় নির্মিত হচ্ছে।[১][২]
এটি অমৃতসর ও শহীদ ভগৎ সিং বিমানবন্দরের পর হবে পাঞ্জাবের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হবে।[৩] স্থানটি লুধিয়ানা শহর থেকে ৩২ কিলোমিটার দূরে অবস্থিত, এবং বৃহত্তর লুধিয়ানা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ (জিএলএডিএ) একটি আন্তর্জাতিক বেসামরিক টার্মিনাল নির্মাণের জন্য হালওয়ারায় ১৬১.২৭ একর জমি[৪] অধিগ্রহণ করেছে। বোয়িং ৭৩৭-৭০০ এবং এয়ারবাস এ-৩২০ বিমানের সুবিধার জন্য বিমানবন্দরটি তৈরি করা হচ্ছে। বিমানবন্দরটি ২০২২ সালের ৩২শে মার্চের মধ্যে চালু করার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু জিএলএডিএ-এর নির্মাণের জন্য তহবিল প্রদানে করতে ব্যর্থ হওয়ার কারণে মে মাস থেকে প্রকল্পটি স্থবির হয়ে পড়েছিল। পাঞ্জাব সরকার জিএলএডিএ ও অর্থ বিভাগের মাধ্যমে তহবিল প্রদান করার পরে ২০২২ সালের ২১শে নভেম্বর বিমানবন্দরের নির্মাণ আবার শুরু হয়।[৫]
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ "Ludhiana international airport: GLADA takes possession of land at Halwara for construction of international civil terminal"। ইন্ডিয়ান এক্সপ্রেস লিমিটেড। লুধিয়ানা। ২৪ মে ২০২০। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২২।
- ↑ Majeed, Shariq (৫ অক্টোবর ২০২১)। "Tender for Halwara int'l airport terminal this week"। দ্য টাইমস অব ইন্ডিয়া। লুধিয়ানা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২২।
- ↑ Bhasin, Sukhmeet। "Halwara airport coming up, Sahnewal to shut operations"। দ্য ট্রিবিউন (চণ্ডীগড়)। লুধিয়ানা। ৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২২।
- ↑ Jain, Nitin (৬ নভেম্বর ২০২১)। "Finally, AAI nod to Rs 4,691.12L international airport terminal building at Halwara"। দ্য ট্রিবিউন (চণ্ডীগড়)। লুধিয়ানা। ৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২২।
- ↑ "Ludhiana international airport's inauguration pushed to March 2022"। হিন্দুস্তান টাইমস। লুধিয়ানা। ৮ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২২।