লেবাননের মোহাফজাত
লেবাননের মোহাফজাত محافظات (আরবি) | |
---|---|
![]() | |
অবস্থান | ![]() |
সংখ্যা | ৯ (২০২২ অনুযায়ী) |
জনসংখ্যা | ৩,০০,০০০ (খসরুয়ান-জুবাইল মোহাফজা) - ১৫,৩১,০০০ (পাহাড় লেবানন মোহাফজা) |
উপবিভাগ |
লেবানন নয়টি বিভাগে (মোহাফজাত) বিভক্ত। প্রতিটি মোহাফজাতের নেতৃত্বে একজন মোহাফেজ:
মোহাফজাত | আরবি নাম | সদর | আইএসও কোড | এলাকা (কিমি 2 )[১] | জনসংখ্যা (2022)[২] | বর্তমান মোহাফেজ |
---|---|---|---|---|---|---|
আক্কার | عكار | হলবা | LB-AK | 776 | 432,000 | ইমাদ লবকী |
বালবেক-হেরমেল | بعلبك - الهرمل | বালবেক | LB-BH | 3,009 | 472,000 | বশির খিজির |
বৈরুত | بيروت | বৈরুত | এলবি-বিএ | 18 | 419,000 | মরওয়ান আবুদ |
আলবেকা | البقاع | জহলা | LB-BI | 1,271 | 540,000 | কামাল আবু জাউদেহ |
খসরুয়ান-জুবাইল | كسروان - جبيل | জুনিয়া | 722 | 300,000 | পলিন দিব | |
পাহাড় লেবানন | جبل لبنان | বায়াব্দা | এলবি-জেএল | 1,238 | 1,531,000 | মোহম্মদ মক্কাবী |
নবতিয়া | النبطية | নবতিয়া | এলবি-এনএ | 1,058 | 391,000 | মাহমুদ মওলা |
উত্তর | الشمال | তারাবুলুস | এলবি-এএস | 1,205 | 803,000 | রমজী নোহরা |
দক্ষিণ | الجنوب | সৈদা | এলবি-জেএ | 943 | 602,000 | মনসুর দাউ |
বৈরুত এবং আক্কার ব্যতীত সমস্ত মোহাফজাত জেলাসমূহে বিভক্ত, যেগুলি আরও পৌরসভাগুলিতে বিভক্ত।
সবচেয়ে নয়া মোহাফজা হল খসরুয়ান-জুবাইল, যা 7 সেপ্টেম্বর 2017 এ গেজেট করা হয়েছিল[৩][৪] কিন্তু এটির প্রথম মোহাফেজ 2020 সাল পর্যন্ত নিযুক্ত হননি[৫] 2014 সালে তাদের প্রথম মোহাফেজ নিয়োগের পর থেকে পরবর্তী অতি সম্প্রতি তৈরি করা আক্কার এবং বালবেক-হেরমেল মোহাফজাতের দরখাস্তও অব্যাহত রয়েছে[৬]
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ Law, Gwillim। "Lebanon Provinces"। Statoids। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২১।
- ↑ Brinkhoff, Thomas (২ মার্চ ২০১৯)। "Lebanon: Administrative Division"। City Population। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২১।
- ↑ "إنشاء محافظة جديدة في جبل لبنان باسم «كسروان الفتوح وجبيل»" (আরবি ভাষায়)। Legal Informatics Center, Lebanese University। ৭ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২১।
- ↑ "Le découpage administratif du Liban en 2017" (ফরাসি ভাষায়)। Localiban। ৯ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২১।
- ↑ "Basket of appointments fills key economic posts"। BusinessNews.com.lb। ১১ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২১।
- ↑ "Cabinet Appoints 5 New Governors, Accepts Qaloush's Resignation"। Naharnet। ২ মে ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ
টেমপ্লেট:Governorates of Lebanon