সোনাগাজী পৌরসভা
সোনাগাজী | |
---|---|
পৌরসভা | |
সোনাগাজী পৌরসভা | |
বাংলাদেশে সোনাগাজী পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫০′৫৮″ উত্তর ৯১°২৩′১৮″ পূর্ব / ২২.৮৪৯৪৪° উত্তর ৯১.৩৮৮৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ফেনী জেলা |
উপজেলা | সোনাগাজী উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ২০০২ |
সরকার | |
• পৌর মেয়র | রফিকুল ইসলাম খোকন (আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ৫.৩৩ বর্গকিমি (২.০৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২০,৮১০ |
• জনঘনত্ব | ৩,৯০০/বর্গকিমি (১০,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৯৩০ |
সোনাগাজী পৌরসভা বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত একটি পৌরসভা।
আয়তন
সোনাগাজী পৌরসভার আয়তন ৫.৩৩ বর্গ কিলোমিটার।
অবস্থান ও সীমানা
সোনাগাজী উপজেলার মধ্যাংশে সোনাগাজী পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে মতিগঞ্জ ইউনিয়ন, পশ্চিমে চর দরবেশ ইউনিয়ন, দক্ষিণে চর দরবেশ ইউনিয়ন ও চর চান্দিয়া ইউনিয়ন এবং পূর্বে সোনাগাজী ইউনিয়ন অবস্থিত।
প্রতিষ্ঠাকাল
প্রশাসনিক এলাকা
সোনাগাজী পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম সোনাগাজী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৭নং নির্বাচনী এলাকা ফেনী-৩ এর অংশ।
জনসংখ্যা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সোনাগাজী পৌরসভার জনসংখ্যা ২০,৮১০ জন।[১]
জনপ্রতিনিধি
- বর্তমান পৌর মেয়র: রফিকুল ইসলাম খোকন[২]
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ "সোনাগাজী শহরের জনসংখ্যা"। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৩।
- ↑ "সোনাগাজী শহরের পৌরসভার মেয়র"। News24.com। ২০১৯-১০-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৩।