বাঁশখালী পৌরসভা

বাঁশখালী
পৌরসভা
বাঁশখালী পৌরসভা
বাঁশখালী বাংলাদেশ-এ অবস্থিত
বাঁশখালী
বাঁশখালী
বাংলাদেশে বাঁশখালী পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২২°০′১০″ উত্তর ৯১°৫৭′১৮″ পূর্ব / ২২.০০২৭৮° উত্তর ৯১.৯৫৫০০° পূর্ব / 22.00278; 91.95500 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাবাঁশখালী উপজেলা
প্রতিষ্ঠাকালডিসেম্বর ২২, ২০০২
সরকার
 • পৌর মেয়রএস, এম, তোফাইল বিন হোসাইন (আওয়ামী লীগ)
আয়তন
 • মোট৪০.৩৬ বর্গকিমি (১৫.৫৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩৬,৯১০
 • জনঘনত্ব৯১০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪২.৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৯০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

বাঁশখালী পৌরসভা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি পৌরসভা

আয়তন

বাঁশখালী পৌরসভার আয়তন ৪০.৩৬ বর্গ কিলোমিটার (৯,৯৭৩ একর)।[]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাঁশখালী পৌরসভার মোট জনসংখ্যা ৩৬,৯১০ জন। এর মধ্যে পুরুষ ১৮,০৪৯ জন এবং মহিলা ১৮,৮৬১ জন। মোট পরিবার ৭,৩৭৮টি।[]

অবস্থান ও সীমানা

চট্টগ্রাম মহানগরী থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণে বাঁশখালী পৌরসভার অবস্থান। পৌরসভার উত্তরে ও পশ্চিমে সরল ইউনিয়ন, দক্ষিণে শীলকূপ ইউনিয়ন এবং পূর্বে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নসাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন অবস্থিত।

প্রতিষ্ঠাকাল

২০০২ সালের ২২ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাঁশখালী উপজেলা সদরের ৮নং জলদী ইউনিয়নকে পৌরসভা হিসেবে ঘোষণা দেন। এটি একটি শ্রেণীর পৌরসভা।[]

প্রশাসনিক এলাকা

৯টি ওয়ার্ড নিয়ে এই পৌর এলাকাটি গঠিত হয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এলাকাগুলো হল:

ওয়ার্ড নং ওয়ার্ডের আওতাধীন এলাকা
১নং ওয়ার্ড জলদী ভাদালিয়া
২নং ওয়ার্ড উত্তর জলদী
৩নং ওয়ার্ড বাঁশখালী সদর পশ্চিম
৪নং ওয়ার্ড উত্তর জলদী নেয়াজর পাড়া
৫নং ওয়ার্ড বাঁশখালী সদর পূর্ব
৬নং ওয়ার্ড জলদী রুহুল্লা পাড়া
৭নং ওয়ার্ড দক্ষিণ জলদী আস্করিয়া
৮নং ওয়ার্ড দক্ষিণ জলদী
৯নং ওয়ার্ড রাঙ্গিয়াঘোনা

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাঁশখালী পৌরসভার সাক্ষরতার হার ৪২.৩%।[] এ পৌরসভায় ১টি ডিগ্রী কলেজ, ১টি কামিল মাদ্রাসা, ১টি ফাজিল মাদ্রাসা, ৪টি কওমী মাদ্রাসা (১টি দাওরায়ে হাদীস সহ), ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ
  • সরকারি আলাওল ডিগ্রী কলেজ
মাদ্রাসা
  • জলদী হোছাইনিয়া কামিল মাদ্রাসা
  • রাঙ্গিয়াঘোনা মনসুরিয়া ফাজিল মাদ্রাসা
  • মোহাম্মদিয়া ফাতেমাতুজ জাহরা মহিলা দাখিল মাদ্রাসা
  • আল জামিয়া আল ইসলামিয়া মখজনুল উলুম জলদী
  • ভাদালিয়া দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা
  • বায়তুল ইরফান আদর্শ মাদ্রাসা
  • রঙ্গিয়াঘোনা তা'লিমুল কুরআন মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর জলদী আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর জলদী হলিস্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জলদী কেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জলদী ভাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জলদী রুহুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ জলদী আস্করিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব জলদী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাঁশখালী বালিকা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

বাঁশখালী পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-বাঁশখালী সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

জনপ্রতিনিধি

  • বর্তমান বাঁশখালী পৌর মেয়র:এডভোকেট এস, এম, তোফাইল বিন হোসাইন (আওয়ামী লীগ)।[]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০ 
  2. "এক নজরে পৌরসভা - বাঁশখালী উপজেলা - বাঁশখালী উপজেলা"banshkhali.chittagong.gov.bd। ২৪ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৭ 
  3. হোছাইন, এডভোকেট এস.এম তোফাইল বিন। "পৌর নির্বাচনের ফলাফল: চট্টগ্রামে আওয়ামী লীগের দশ-এ-দশ - RTM News 24"RTM News 24 

বহিঃসংযোগ