২০১৪-১৫ শ্রীলঙ্কা ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
২০১৪-১৫ শ্রীলঙ্কা ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর | |||
---|---|---|---|
নিউজিল্যান্ড | শ্রীলঙ্কা | ||
তারিখ | ২৬ ডিসেম্বর, ২০১৪ – ২৯ জানুয়ারি, ২০১৫ | ||
অধিনায়ক |
ব্রেন্ডন ম্যাককুলাম (টেস্ট ও ১ম-৬ষ্ঠ ওডিআই) কেন উইলিয়ামসন (৭ম ওডিআই) |
অ্যাঞ্জেলো ম্যাথিউস (টেস্ট ও ১ম-৪র্থ ওডিআই) লাহিরু থিরিমানে (৫ম-৭ম ওডিআই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | কেন উইলিয়ামসন (৩৯৬) | কুমার সাঙ্গাকারা (২১৫) | |
সর্বাধিক উইকেট | ট্রেন্ট বোল্ট (১১) | নুয়ান প্রদীপ (৭) | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৭ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ৪–২ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | কেন উইলিয়ামসন (২৯৫) | তিলকরত্নে দিলশান (৩৯৭) | |
সর্বাধিক উইকেট | মিচেল ম্যাকক্লেনাগান (১০) | নুয়ান কুলাসেকারা (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) |
শ্রীলঙ্কা ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ২৬ ডিসেম্বর, ২০১৪ তারিখ থেকে ২৯ জানুয়ারি, ২০১৫ তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করে। সফরে দলটি নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে ২টি টেস্ট ও ৭টি একদিনের আন্তর্জাতিকে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। নিউজিল্যান্ড টেস্টে ২-০ এবং ওডিআইয়ে ৪-২ ব্যবধানে সিরিজ জয় করে।
সফরের পরপরই দলটি ঐ অঞ্চলে ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য অবস্থান করবে।
২০১১ সালে ক্রাইস্টচার্চে প্রচণ্ড ভূমিকম্পের পর হ্যাগলে ওভালে প্রথমবারের মতো বৃহৎ ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।[১]
দলীয় সদস্য
টেস্ট | ওডিআই | ||
---|---|---|---|
নিউজিল্যান্ড | শ্রীলঙ্কা | নিউজিল্যান্ড | শ্রীলঙ্কা |
প্রস্তুতিমূলক খেলা
নিউজিল্যান্ড একাদশ ব শ্রীলঙ্কা একাদশ
২১-২২ ডিসেম্বর, ২০১৪
|
ব
|
||
- শ্রীলঙ্কা একাদশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
২৬-৩০ ডিসেম্বর ২০১৪
স্কোরকার্ড |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- শ্রীলঙ্কার পক্ষে থারিন্ডু কৌশলের টেস্ট অভিষেক ঘটে।
- নিউজিল্যান্ডীয় ব্যাটসম্যান হিসেবে ব্রেন্ডন ম্যাককুলাম দ্রুততম সেঞ্চুরি করেন।[২]
২য় টেস্ট
৩-৭ জানুয়ারি ২০১৫
স্কোরকার্ড |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ৫ম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ১২,০০০ রান সংগ্রহ করেন কুমার সাঙ্গাকারা।[৩]
- টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৬ষ্ঠ উইকেটে বিজে ওয়াটলিং ও কেন উইলিয়ামসন রেকর্ডসংখ্যক অপরাজিত ৩৬৫ রান সংগ্রহ করেন।[৪]
ওডিআই সিরিজ
১ম ওডিআই
২য় ওডিআই
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩য় ওডিআই
১৭ জানুয়ারি, ২০১৫
স্কোরকার্ড |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- নিউজিল্যান্ডের ইনিংস চলাকালে তিনবার বৃষ্টি নামে। ২৮.৫ ওভার পর খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
৪র্থ ওডিআই
৫ম ওডিআই
২৩ জানুয়ারি, ২০১৫
স্কোরকার্ড |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- লুক রঙ্কি তার প্রথম ওডিআই শতরান করেন ও নিউজিল্যান্ডীয় উইকেট-কিপার হিসেবে সর্বোচ্চ রান সংগ্রাহক হন।
- লুক রঙ্কি ও গ্রান্ট এলিয়ট একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে ৬ষ্ঠ উইকেট জুটিতে (২৬৭*) সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন।[৫]
- বিচারকমণ্ডলী যৌথভাবে লুক রঙ্কি ও গ্রান্ট এলিয়টকে ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী ঘোষণা করেন।
৬ষ্ঠ ওডিআই
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার দুইজন ব্যাটসম্যান একই খেলায় ৯০-এর কোঠায় আউট হন।
- ড্যানিয়েল ভেট্টোরি নিউজিল্যান্ডের পক্ষে সর্বাধিক ওডিআইয়ে অংশগ্রহণের কৃতিত্ব দেখান।[৬]
- রিকি পন্টিংয়ের পর কুমার সাঙ্গাকারা দ্বিতীয় সর্বাধিক ৫০+ রান সংগ্রহকারী হন।
৭ম ওডিআই
২৯ জানুয়ারি, ২০১৫
স্কোরকার্ড |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- শ্রীলঙ্কার পক্ষে দুষ্মন্ত চামিরা'র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
- একদিনের আন্তর্জাতিকে উইকেট-কিপার হিসেবে কুমার সাঙ্গাকারা সর্বাধিক আউটে সহায়তাকারী হন (৪৭৩) ও নতুন বিশ্বরেকর্ড গড়েন।[৭]
তথ্যসূত্র
- ↑ "Hadlee's pride at Christchurch rebuild"। ইএসপিএন ক্রিকইনফো। ২৫ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৪।
- ↑ "33 sixes in a year, 26 runs in an over"। ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৪।
- ↑ "New Zealand take control on bowlers' day"। ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৫।
- ↑ "Williamson-Watling record stand pummels Sri Lanka"। ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৫।
- ↑ "Ronchi, Elliott shatter records and flatten Sri Lanka"। ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৫।
- ↑ "NZ take series with 120-run win"। ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৫।
- ↑ "Kumar Sangakkara: Sri Lanka veteran sets new dismissals record"। বিবিসি স্পোর্ট। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৫।