২০২১–২২ বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর

২০২১–২২ বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
 
  নিউজিল্যান্ড বাংলাদেশ
তারিখ ১ জানুয়ারি ২০২২ – ১৩ জানুয়ারি ২০২২
অধিনায়ক টম ল্যাথাম মমিনুল হক
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র
সর্বাধিক রান টম ল্যাথাম (২৬৭) লিটন কুমার দাস (১৯৬)
সর্বাধিক উইকেট ট্রেন্ট বোল্ট (৯) এবাদত হোসেন (৯)
সিরিজ সেরা খেলোয়াড় ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল ২০২১ সালের জানুয়ারি মাসে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে।[][][] টেস্ট সিরিজটি ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[][] নিউজিল্যান্ডে যাতায়াতের সময় কোভিড-১৯ সংক্রান্ত জটিলতার কারণে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সফরের সূচি সামান্য পিছিয়ে আনা হয়।[][] প্রাথমিকভাবে সফরের সূচিতে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীতে নিউজিল্যান্ড ক্রিকেট দ্বারা সফরের সূচি ঘোষিত হওয়ার সময় সে ম্যাচগুলো বাদ দেয়া হয়।[]

সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ৮ উইকেটে জয়লাভ করে,[] যেটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয় এবং নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ জয়।[১০][১১] দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড জয়ী হয়ে সিরিজে ১–১ সমতা আনতে সক্ষম হয়।[১২]

দলীয় সদস্য

 নিউজিল্যান্ড[১৩]  বাংলাদেশ[১৪]

সাকিব আল হাসানকে প্রাথমিকভাবে বাংলাদেশের দলে রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর অনুমতি নিয়ে দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।[১৫] তাঁর বদলি হিসেবে ফজলে মাহমুদকে দলে নেয়া হয়।[১৬]

প্রস্তুতিমূলক ম্যাচ

টেস্ট সিরিজের আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলা হওয়ার কথা ছিল।[১৭] কিন্তু নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের কোয়ারেন্টিন সংক্রান্ত জটিলতার কারণে প্রথম ম্যাচটি বাতিল করা হয়।[১৮]

২৮–২৯ ডিসেম্বর ২০২১
স্কোরকার্ড
১৪৬/৭ঘো (৪৮ ওভার)
জেকব ভুলা ৫৭ (৭৫)
আবু জায়েদ চৌধুরী ৩/৩৬ (১১ ওভার)
২৬৯/৮ (৭৬.৪ ওভার)
মুশফিকুর রহিম ৬৬ (৯১)
ব্রেট র‍্যান্ডেল ২/২৭ (১৩ ওভার)
খেলা ড্র
বে ওভাল ২, মাউন্ট মংগানুই
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড)

  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম দিনে বৃষ্টির কারণে ৬২.৩ ওভার খেলা সম্ভব হয়নি।

টেস্ট সিরিজ

১ম টেস্ট

১–৫ জানুয়ারি ২০২২
স্কোরকার্ড
৩২৮ (১০৮.১ ওভার)
ডেভন কনওয়ে ১২২ (২২৭)
শরিফুল ইসলাম ৩/৬৯ (২৬ ওভার)
৪৫৮ (১৭৬.২ ওভার)
মমিনুল হক ৮৮ (২৪৪)
ট্রেন্ট বোল্ট ৪/৮৫ (৩৫.২ ওভার)
১৬৯ (৭৩.৪ ওভার)
উইল ইয়াং ৬৯ (১৭২)
এবাদত হোসেন ৬/৪৬ (২১ ওভার)
৪২/২ (১৬.৫ ওভার)
নাজমুল হোসেন শান্ত ১৭ (৪১)
কাইল জেমিসন ১/১০ (৩.৫ ওভার)
বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
বে ওভাল, মাউন্ট মংগানুই
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: এবাদত হোসেন (বাংলাদেশ)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এবাদত হোসেন (বাংলাদেশ) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১৯]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: বাংলাদেশ ১২, নিউজিল্যান্ড ০।

২য় টেস্ট

৯–১৩ জানুয়ারি ২০২২
স্কোরকার্ড
৫২১/৬ঘো (১২৮.৫ ওভার)
টম ল্যাথাম ২৫২ (৩৭৩)
শরিফুল ইসলাম ২/৭৯ (২৮ ওভার)
১২৬ (৪১.২ ওভার)
ইয়াসির আলী ৫৫ (৯৫)
ট্রেন্ট বোল্ট ৫/৪৩ (১৩.২ ওভার)
২৭৮ (৭৯.৩ ওভার) (ফলো-অন)
লিটন কুমার দাস ১০২ (১১৪)
কাইল জেমিসন ৪/৮২ (১৮ ওভার)
নিউজিল্যান্ড ইনিংস ও ১১৭ রানে জয়ী
হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: টম ল্যাথাম (নিউজিল্যান্ড)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মদ নাইম (বাংলাদেশ)-এর টেস্ট অভিষেক হয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: নিউজিল্যান্ড ১২, বাংলাদেশ ০।

তথ্যসূত্র

  1. "BCB prepares a compact two-year schedule 2021-2022"ক্রিকফ্রেনজি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২১ 
  2. "Bangladesh to adopt rotation policy after T20 World Cup"দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২১ 
  3. "WTC points system set to be altered in 2021-23 cycle"বিডিক্রিকটাইম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১ 
  4. "Men's Future Tours Programme" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯ 
  5. "What 2021 holds for Bangladesh"বিডিক্রিকটাইম (ইংরেজি ভাষায়)। ১ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২১ 
  6. "India tour of New Zealand postponed as cricket's hefty MIQ allocation revealed"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২১ 
  7. "NZ quarantine facilities in place for Bangladesh, Netherlands, South Africa to tour in 2021-22"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২১ 
  8. "Summer of opportunity looms for Blackcaps and White Ferms"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ১১ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১ 
  9. "Bangladesh stun world champions New Zealand in historic Test shock"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২২ 
  10. "Ebadot rips through New Zealand as Bangladesh complete historic win"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২১ 
  11. "Black Caps humbled in heavy first test defeat by Bangladesh at Bay Oval"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২২ 
  12. "Taylor ends Test career with final wicket as New Zealand square series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২২ 
  13. "Latham to lead in Tests against Bangladesh"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১ 
  14. "Shakib Al Hasan picked for New Zealand Tests despite not wanting to travel"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২১ 
  15. "BCB approves Shakib's request skip NZ tour"বিডিক্রিকটাইম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২১ 
  16. "Herath to join Bangladesh as spin consultant for New Zealand tour"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১ 
  17. "Bangladesh to play extra practice game in NZ after quarantine relaxation"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২১ 
  18. "Quarantine issues cast doubt over New Zealand-Bangladesh series"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০২১ 
  19. "Bangladesh complete famous Test win over New Zealand"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ