২০১৪ বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
২০১৪ বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর | |||
---|---|---|---|
![]() |
![]() | ||
ওয়েস্ট ইন্ডিজ | বাংলাদেশ | ||
তারিখ | ২০ আগস্ট ২০১৪ – ১৭ সেপ্টেম্বর ২০১৪ | ||
অধিনায়ক | ডোয়াইন ব্রাভো | মুশফিকুর রহিম | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | ক্রেগ ব্রেদওয়েট (৩২৪) | মুশফিকুর রহিম (১৭৯) | |
সর্বাধিক উইকেট | সুলেইমান বেন (১৪) | তাইজুল ইসলাম (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ক্রেগ ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | দীনেশ রামদিন (২৭৭) | তামিম ইকবাল (১১৮) | |
সর্বাধিক উইকেট | রবি রামপাল (৭) | আল-আমিন হোসেন (১০) | |
সিরিজ সেরা খেলোয়াড় | দীনেশ রামদিন (ওয়েস্ট ইন্ডিজ) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজ ০–০ ব্যবধানে ড্র |
বাংলাদেশ ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ২০ আগস্ট, ২০১৪ তারিখ থেকে ১৭ সেপ্টেম্বর, ২০১৪ তারিখ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফর করে। সফরে তারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) একটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) এবং দুইটি টেস্ট খেলায় অংশগ্রহণ করে। ২০০৯ সালের পূর্বতন ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দূর্বলতর ওয়েস্ট ইন্ডিজ দলকে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে হোয়াইটওয়াশ করেছিল।
দলের সদস্য
ওডিআই | টি২০আই | টেস্ট | |||
---|---|---|---|---|---|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
প্রতিমূলক খেলা
বাংলাদেশ একাদশ বনাম গ্রেনাডা
১৭ আগস্ট ২০১৪
স্কোরকার্ড |
ব
|
![]() ২২৭/৯ (৫০ ওভার) | |
তামিম ইকবাল ৯১ (৮৬)
জোশ থমাস ২/৫৪ (৮ ওভার) |
কেওন জর্জ ৬২ (৮৯)
মাশরাফি বিন মর্তুজা ৩/৪৪ (৮ ওভার) |
- বাংলাদেশ টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
- প্রতি দলের খেলোয়াড়: ১৫ (১১ ব্যাটিং, ১১ ফিল্ডিং)
সেন্ট কিট্স ও নেভিস বনাম বাংলাদেশ একাদশ
৩০ আগস্ট ২০১৪
স্কোরকার্ড |
ব
|
||
- বাংলাদেশ টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
- প্রতি দলের খেলোয়াড়: ১১ (১১ ব্যাটিং, ১১ ফিল্ডিং)
ওডিআই সিরিজ
১ম ওডিআই
২য় ওডিআই
৩য় ওডিআই
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
টি২০আই সিরিজ
একমাত্র টি২০আই
২৭ আগস্ট ২০১৪
স্কোরকার্ড |
ব
|
||
এনামুল হক বিজয় ১৯*
|
- বাংলাদেশীরা টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
- বাংলাদেশের ইনিংসের সময় ভারি বৃষ্টি কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে খেলা কোন ফলাফল ছাড়াই শেষ করার সিন্ধান্ত নেয় হয়।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
৫-৯ সেপ্টেম্বর ২০১৪
স্কোরকার্ড |
ব
|
||
১৩/০ (২.৪ ওভার)
ক্রিস গেইল ৯* (১০) |
- বাংলাদেশ টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- বাংলাদেশের পক্ষে শুভাগত হোম ও তাইজুল ইসলামের টেস্ট অভিষেক হয়।
২য় টেস্ট
১৩-১৭ সেপ্টেম্বর ২০১৪
স্কোরকার্ড |
ব
|
||
- বাংলাদেশ টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- ওয়েস্ট ইন্ডিজের পক্ষে লিওন জনসনের টেস্ট ক্রিকেট অভিষেক হয়।
- এই ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ৫০০তম টেস্ট ম্যাচ ছিল।
পরিসংখ্যান
টেস্ট | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ব্যাটিং[৬] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ইনিংস | রান | গড় | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
ক্রেগ ব্রেদওয়েট | ![]() |
২ | ৪ | ৩২৪ | ১০৮.০০ | ২১২ | ১ | ১ |
শিবনারায়ণ চন্দরপল | ![]() |
২ | ৩ | ২৭০ | ১০১* | ১ | ২ | |
মুশফিকুর রহিম | ![]() |
২ | ৪ | ১৭৯ | ৫৯.৬৬ | ১১৬ | ১ | ০ |
তামিম ইকবাল | ![]() |
২ | ৪ | ১৬৬ | ৪১.৫০ | ৬৪ | ০ | ২ |
মাহমুদুল্লাহ রিয়াদ | ![]() |
২ | ৪ | ১২৬ | ৩১.৫০ | ৬৬ | ০ | ২ |
বোলিং[৭] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ওভার | উইকেট | গড় | সেরা | ৫ উই | ১০ উই |
সুলেইমান বেন | ![]() |
২ | ৯৩.১ | ১৪ | ১২.৪২ | ৫/৩৯ | ২ | ০ |
কেমার রোচ | ![]() |
২ | ৭০.৪ | ১১ | ১৬.৩৬ | ৫/৪২ | ১ | ০ |
তাইজুল ইসলাম | ![]() |
২ | ৯৮ | ৮ | ৩৮.৬২ | ৫/১৩৫ | ১ | ০ |
জেরোমি টেলর | ![]() |
২ | ৬৪.৩ | ৭ | ২৭.১৪ | ৩/৩৯ | ০ | ০ |
শ্যানন গ্যাব্রিয়েল | ![]() |
২ | ৫৬ | ৫ | ২৯.৬০ | ২/২৫ | ০ | ০ |
ওডিআই | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ব্যাটিং[৮] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ইনিংস | রান | গড় | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
দিনেশ রামদিন | ![]() |
৩ | ৩ | ২৭৭ | ৯২.৩৩ | ১৬৯ | ১ | ১ |
ড্যারেন ব্র্যাভো | ![]() |
৩ | ৩ | ১৮৪ | ৬১.৩৩ | ১২৪ | ১ | ১ |
কিরণ পোলার্ড | ![]() |
৩ | ৩ | ১২৫ | ৪১.৬৬ | ৮৯ | ০ | ১ |
তামিম ইকবাল | ![]() |
৩ | ৩ | ১১৮ | ৩৯.৩৩ | ৫৫ | ০ | ১ |
এনামুল হক বিজয় | ![]() |
৩ | ৩ | ১১৬ | ৩৮.৬৬ | ১০৯ | ১ | ০ |
বোলিং[৯] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ওভার | উইকেট | গড় | সেরা | ৫ উই | ১০ উই |
আল-আমিন হোসেন | ![]() |
৩ | ২৮.৪ | ১০ | ১৭.০০ | ৪/৫১ | ০ | ০ |
রবি রামপাল | ![]() |
৩ | ২৫.৪ | ৭ | ১৪.০০ | ৪/২৯ | ০ | ০ |
ডোয়েন ব্র্যাভো | ![]() |
৩ | ১২ | ৫ | ১২.৮০ | ৪/৩২ | ০ | ০ |
মাশরাফি বিন মর্তুজা | ![]() |
৩ | ২৮ | ৫ | ২৬.০০ | ৩/৩৯ | ০ | ০ |
সুনীল নারাইন | ![]() |
৩ | ২৭ | ৫ | ১৮.২৫ | ৩/১৩ | ০ | ০ |
সম্প্রচারক
এলাকা | টিভি সম্প্রচারক |
---|---|
পাকিস্তান | টেন স্পোর্টস নিও ক্রিকেট স্টার ক্রিকেট এবং টেন এইচডি |
বাংলাদেশ | বিটিভি এবং গাজী টেলিভিশন |
ভারত | টেন ক্রিকেট |
শ্রীলঙ্কা | এমটিভি |
অস্ট্রেলিয়া | ফক্সস্পোর্টস |
দক্ষিণ আফ্রিকা | সুপারস্পোর্ট |
সংযুক্ত আরব আমিরাত | টেন স্পোর্টস |
যুক্তরাষ্ট্র | উইলো |
তথ্যসূত্র
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৪।
- ↑ http://www.protimuhurto.com/index.php/sports2/47-sports-7/25342-2014-08-25-03-09-32[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://www.prothomalo.com/sports/article/306172
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Records / Bangladesh in West Indies Test Series, 2014 / Most runs" (ইংরেজি ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১২।
- ↑ "Records / Bangladesh in West Indies Test Series, 2014 / Most wickets" (ইংরেজি ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১২।
- ↑ "Records / Bangladesh in West Indies ODI Series, 2014 / Most runs" (ইংরেজি ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১২।
- ↑ "Records / Bangladesh in West Indies ODI Series, 2014 / Most wickets" (ইংরেজি ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১২।