২০১৯ ভারত ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফর
২০১৯ ভারত ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর | |||
---|---|---|---|
ওয়েস্ট ইন্ডিজ | ভারত | ||
তারিখ | ৩ আগস্ট – ৪ সেপ্টেম্বর ২০১৯ | ||
অধিনায়ক |
জেসন হোল্ডার (টেস্ট ও ওডিআই) কার্লোস ব্রাদওয়েট (টি২০আই) | বিরাট কোহলি | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে ভারত ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | জেসন হোল্ডার (১০৪) | হনুমা বিহারী (২৮৯) | |
সর্বাধিক উইকেট | কেমার রোচ (৯) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ভারত ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | এভিন লুইস (১৪৮) | বিরাট কোহলি (২৩৪) | |
সর্বাধিক উইকেট | কার্লোস ব্রাদওয়েট (৩) |
ভুবনেশ্বর কুমার (৪) মোহাম্মদ শমী (৪) খলিল আহমেদ (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | বিরাট কোহলি (ভারত) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | কিরণ পোলার্ড (১১৫) | বিরাট কোহলি (১০৬) | |
সর্বাধিক উইকেট |
শেলডন কট্রিল (৪) ওশেন টমাস (৪) | নবদীপ সাইনি (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ক্রুনাল পাণ্ড্য (ভারত) |
ভারত ক্রিকেট দল তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক, তিনটি একদিনের আন্তর্জাতিক এবং দুইটি টেস্ট ক্রিকেট খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফর করে, যা আগস্ট থেকে সেপ্টেম্বর ২০১৯-এ অনুষ্ঠিত হয়। [১][২]
দলীয় সদস্য
টেস্ট | ওডিআই | টি২০আই | |||
---|---|---|---|---|---|
ওয়েস্ট ইন্ডিজ | ভারত | ওয়েস্ট ইন্ডিজ | ভারত | ওয়েস্ট ইন্ডিজ | ভারত |
|
প্রস্তুতিমূলক খেলা
তিনদিনের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ এ বনাম ভারত
১৭–১৯ আগস্ট ২০১৯
|
ব
|
||
- ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
টি২০আই সিরিজ
১ম টি২০আই
২য় টি২০আই
ব
|
||
- ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আলো স্বল্পতার কারণে ওয়েস্ট ইন্ডিজকে ১৫.৩ ওভারে ১২১ রানের নতুন টার্গেট দেয়া হয়।
৩য় টি২০আই
৬ আগস্ট ২০১৯
১০:৩০ |
ব
|
||
- ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- রাহুল চাহার (ভারত) তার টি২০আই অভিষেক হয়।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
৮ আগস্ট ২০১৯
০৯:৩০ |
ব
|
||
- ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সময় বৃষ্টি আর কোনও খেলা বাধা দেয়নি।
২য় ওডিআই
১১ আগস্ট ২০১৯
০৯:৩০ |
ব
|
||
- ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের ৪৬ ওভারের ২৭০ রানের সংশোধিত লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
- ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) তার ৩০০তম ওয়ানডে খেলেছে, যার জন্য তিনটি ম্যাচ রয়েছে আইসিসি বিশ্ব একাদশ দল।
- ক্রিস গেইল এছাড়াও হয়ে ওঠে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শীর্ষস্থানীয় রান সংগ্রহকারী ওয়ানডেতে।
৩য় ওডিআই
১৪ আগস্ট ২০১৯
০৯:৩০ |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ভারত ৩৫ ওভার থেকে ২৫৫ রানের সংশোধিত লক্ষ্য নির্ধারণ করেছিল।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
২২–২৬ আগস্ট ২০১৯
|
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ২১.১ ওভারের খেলা বৃষ্টির কারণে প্রথম দিনেই হেরে গেছে।
- শামারহ ব্রুকস (ওয়েস্ট ইন্ডিজ) তার টেস্ট অভিষেক হয়।
- জসপ্রীত বুমরাহ টেস্টে ভারতের হয়ে একজন বোলার সস্তার পাঁচ-উইকেট প্রাপ্তি নিয়েছিলেন সাত রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়ে।
- এটি বিরাট কোহলি বাড়ি থেকে দূরে দ্বাদশ জয়, টেস্টে ভারতের কোনও অধিনায়কের পক্ষে সর্বাধিক।
- টেস্টে হোম থেকে দূরে রানের দিক থেকে এটি ভারতের সবচেয়ে বড় জয়।
- টেস্টে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসটি সর্বমোট ১০০।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ভারত ৬০, ওয়েস্ট ইন্ডিজ ০।
২য় টেস্ট
৩০ আগস্ট–৩ সেপ্টেম্বর ২০১৯
|
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- রহকিম কর্নওয়াল ও জাহমার হ্যামিল্টন (ওয়েস্ট ইন্ডিজ) উভয়ই তার টেস্ট অভিষেক হয়।
- হনুমা বিহারী (ভারত) টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন।
- জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) টেস্টে তার ১০০তম উইকেট নিয়েছেন।
- জসপ্রীত বুমরাহ (ভারত) ভারতের পক্ষে তৃতীয় বোলার হয়েছিলেন একটি হ্যাটট্রিক টেস্টে।
- ম্যাচের দ্বিতীয় ইনিংসে, জার্মেইন ব্ল্যাকউড ড্যারেন ব্র্যাভো কে ওয়েস্ট ইন্ডিজের দলে জায়গা করে নেওয়ার পরিবর্তে জায়গা করে নিয়েছেন।
- টেস্ট ইনিংসে ১২ জন খেলোয়াড়ের ব্যাটিংয়ের প্রথম নজির ছিল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস।
- এই জয়ের সাথে সাথে, বিরাট কোহলি হয়ে ওঠেন ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক (২৮ টি জয়)।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ভারত ৬০, ওয়েস্ট ইন্ডিজ ০।
তথ্যসূত্র
- ↑ "2018 Men's Future Tour Programme" (পিডিএফ)। International Cricket Council। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮।
- ↑ "India tour of West Indies to start early August"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৯।
বহিঃসংযোগ