২০১৫ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ দ্বিতীয় বিভাগ
২০১৫ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ দ্বিতীয় বিভাগ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত ক্রিকেটের বিভাগীয় প্রতিযোগিতা । এ প্রতিযোগিতাটি আইসিসি বিশ্ব ক্রিকেট লিগের অংশবিশেষ। এছাড়াও এর মাধ্যমে ২০১৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার বাছাইপর্বে অংশগ্রহণের সুযোগ ঘটানো হয়। ১৭-২৪ জানুয়ারি, ২০১৫ তারিখে নামিবিয়ায় এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।[ ১] চূড়ান্ত খেলায় নামিবিয়াকে ৮ উইকেটে হারিয়ে নেদারল্যান্ডস দল প্রতিযোগিতার শিরোপা জয় করে।[ ২]
দলসমূহ
২০১৪ সালের ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব ও ২০১৪ সালের আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ তৃতীয় বিভাগের ফলাফলের উপর ভিত্তি করে এ প্রতিযোগিতায় দলগুলোর অংশগ্রহণ ঘটে।
নির্দেশিকা
অবনমনকৃত দলকে নির্দেশ করে
উত্তীর্ণ দলকে নির্দেশ করে
দলের সদস্য
পয়েন্ট তালিকা
দল
খেলা
জয়
পরাজয়
টাই
এনআর
পয়েন্ট
এনআরআর
মর্যাদা
নামিবিয়া
৫
৪
১
০
০
৮
+১.০২৫
২০১৫-১৭ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশীপে খেলার যোগ্যতা লাভ, ২০১৫-১৭ আইসিসি আন্তঃমহাদেশীয় কাপে খেলার যোগ্যতা লাভ
নেদারল্যান্ডস
৫
৩
২
০
০
৬
+০.৬৪২
নেপাল
৫
৩
২
০
০
৬
+০.৩৮৮
২০১৫-১৭ আইসিসি আন্তঃমহাদেশীয় কাপে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় যোগ্যতা লাভ
কেনিয়া
৫
২
৩
০
০
৪
-০.১৯৭
কানাডা
৫
২
৩
০
০
৪
-০.৩১৭
৫ম স্থান নির্ধারণী খেলায় অংশগ্রহণ ও ২০১৭ তৃতীয় বিভাগে অবনমন
উগান্ডা
৫
১
৪
০
০
২
-১.৫৯৯
চূড়ান্ত খেলা
নেদারল্যান্ডস টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
চূড়ান্ত অবস্থান
অবস্থান
দল
মর্যাদা
১ম
নেদারল্যান্ডস
২০১৫–১৭ আইসিসি আন্তঃমহাদেশীয় কাপ ও ২০১৫–১৭ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে খেলায় যোগ্যতা অর্জন
২য়
নামিবিয়া
৩য়
কেনিয়া
২০১৫–১৭ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ খেলায় যোগ্যতা অর্জন
৪র্থ
নেপাল
৫ম
উগান্ডা
২০১৭ সালের তৃতীয় বিভাগে অবনমন
৬ষ্ঠ
কানাডা
তথ্যসূত্র
বহিঃসংযোগ
২০১২-১৮ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ
পূর্বতন মৌসুম: ২০০৯-১৪ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ
২০১২ ২০১৩ ২০১৪ ২০১৫ ২০১৬ ২০১৭
তৃতীয় বিভাগ
আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশীপ
২০১৮ ২০২২ ২০২৩ দ্বিতীয় বিভাগ
অক্টোবর ২০১৪ নভেম্বর ২০১৪ ডিসেম্বর ২০১৪ জানুয়ারি ২০১৫ ফেব্রুয়ারি ২০১৫ মার্চ ২০১৫ এপ্রিল ২০১৫
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd