২০১৯ আইসিসি মহিলা বাছাইপর্ব আফ্রিকা
তারিখ | ৫ – ১২ মে ২০১৯ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ পর্যায়, ফাইনাল |
আয়োজক | ![]() |
বিজয়ী | ![]() |
রানার-আপ | ![]() |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৯ |
খেলার সংখ্যা | ১৭ |
সর্বাধিক রান সংগ্রহকারী | ![]() |
সর্বাধিক উইকেটধারী | ![]() |
২০১৯ আইসিসি মহিলা বাছাইপর্ব আফ্রিকা একটি মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতা, যা মে ২০১৯ জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হয়।[১] প্রতিযোগিতার খেলাগুলো হয় মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক (উব্লিউটি২০আই) সূচী অনুযায়ী এবং প্রতিযোগিতার সেরা দলগুলো ২০১৯ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব এবং ২০২০ মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব উভয় প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করবে।[২] ২০১৭ সালে উইন্ডহোক এ অনুষ্ঠিত বিগত বাছাই প্রতিযোগিতায় উগান্ডা বিজয়ী হয়েছিল।[৩]
প্রতিযোগিতার সবগুলো খেলা অনুষ্ঠিত হয় হারারেতে অবস্থিতি হারারে স্পোর্টস ক্লাব, ওল্ড হারারিয়ানস এবং তাকাসিঙ্গা ক্রিকেট ক্লাব মাঠগুলোতে।[৪] প্রতিযোগিতায় দলগুলোকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়, এবং প্রতি গ্রুপের বিজয়ী দলগুলো আঞ্চলিক ফাইনালে অবতীর্ণ হয় ১২ মে ২০১৯।[৫] সবগুলো দলের খেলোয়াড়দের নিশ্চিত করা হয়েছিল ১ মে ২০১৯[৬][৭]
নামিবিয়া গ্রুপ বিতে অপরাজেয় থেকে আঞ্চলিক ফাইনালে অগ্রসর হয়।[৮] জিম্বাবুয়ে দলো তাদের গ্রুপ এ থেকে অপরাজেয় হিসাবে আঞ্চলিক ফাইনালে অবতীর্ণ হয়।[৯] ফাইনাল খেলায় জিম্বাবুয়ে নামিবিয়াকে ৫০ রানে পরাজিত করে প্রতিযোগিতাটির বিজয়ী হয়ে যায়।[১০][১১]
নিয়ম অনুযায়ী আঞ্চলিক বাছাইপর্ব বিজয়ী দল টি২০ বাছাইপর্ব ও বিশ্বকাপ বাছাইপর্বে খেলার কথা থাকলেও আইসিসি জুলাই ২০১৯ এ জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করে এবং আইসিসির সকল প্রকার প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ রদ করা হয়।[১২][১৩] পরের মাসে আইসিসি নিশ্চিত করে যে, জিম্বাবুয়ের পরিবর্তে নামিবিয়া উভয় প্রতিযোগিতার বাছাইপর্বে অংশ গ্রহণ করবে।[১৪][১৫]
দলগুলো
প্রতিযোগিতায় নিম্নোক্ত দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করে।:[১৬]
কেনিয়া
মোজাম্বিক
নামিবিয়া
নাইজেরিয়া
রুয়ান্ডা
সিয়েরা লিওন
তানজানিয়া
উগান্ডা
জিম্বাবুয়ে
খেলার সূচী
গ্রুপ এ
গ্রুপ এ দল[১৭]
|
খে | জ | হা | ড্র | ফহ | প | এনআরআর | অবস্থা |
---|---|---|---|---|---|---|---|---|
![]() |
৪ | ৪ | ০ | ০ | ০ | ৮ | +৫.৮৯৯ | ফাইনালে অগ্রসর। |
![]() |
৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | +১.৫৭৫ | বাতিল |
![]() |
৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | –০.৯৯৫ | |
![]() |
৪ | ১ | ৩ | ০ | ০ | ২ | –২.৭১৫ | |
![]() |
৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | –৩.৮১৭ |
(H) আয়োজক
ব
|
![]() ৩৫ (১৯.২ ওভার) | |
শার্নে মেয়ার্স ৬২ (৪৫)
ইসাবেল চোমা ২/৩২ (৪ ওভার) |
ফাতিমা গোইরোগো ৭ (১৮)
অদ্রে মাজভিশায়া ২/৫ (৪ ওভার) Precious Marange ২/৫ (৪ ওভার) |
- জিম্বাবুয়ে মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
- চিয়েদজা ধুরুরু, অদ্রে মাজভিশায়া (জিম্বাবুয়ে), রোসালিয়া হেইওং, ওলগা মাতসলো এবং জেসিকা সাইন্দা (মোজাম্বিক) সকলেই মহিলা টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক করে.
রুয়ান্ডা
![]() ১০২/৬ (২০ ওভার) |
ব
|
![]() ৬৫ (১৬.১ ওভার) |
হেনরিত্তে ইশিমুয়ে ২৭ (২১)
মেরি দেসমন্ড ২/১২ (৪ ওভার) |
জয় এফোসা ১৯ (২৫)
মেরী বিমেনিয়ামানা ২/১১ (৪ ওভার) |
- নাইজেরিয়া মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়.
- ওয়েওলে ওয়েরোনকে (নাইজেরিয়া) মহিলা টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক করে।.
মোজাম্বিক
![]() ৯৩/৭ (২০ ওভার) |
ব
|
![]() ৯৪/২ (১৮.৩ ওভার) |
ক্রিস্টিনা মাগাইয়া ৩৮* (২৪)
ব্লেসিং এতিম ৩/১৪ (৪ ওভার) |
ব্লেসিং নোওবোদো ৩৩* (৪৫)
ফাতিমা গোইরোগো ১/৯ (৪ ওভার) |
- নাইজেরিয়া মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়.
- আমিগাইল ইগবোবি (নাইজেরিয়া) মহিলা টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক করে।.
- ব্লেসিং এতিম (নাইজেরিয়া) মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক তুলে নেয়।
ব
|
||
শার্নে মেয়ার্স ৬৫ (৫০)
মনিকা পাসক্যাল ২/২০ (২ ওভার) |
গেটরুড মুশি ১৬* (৩৫)
আনেসু মুসাঙ্গুয়ে ২/৩ (৪ ওভার) |
- জিম্বাবুয়ে মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
- ফাতুমা কিবাসু, নুরু টিন্ডো, টাবু ওমারি, নাসরা সাইদি, জিনাইদা ফিনকিলি, সুফা মুহামেদী, নীমা পিউস, হুদা ওমারী, পেরাইস মামুনিয়া, গেটরুড মুশি এবং মনিকা পাসক্যাল (তানজানিয়া) সকলেই মহিলা টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক করে।
মোজাম্বিক
![]() ১৩৭/৬ (২০ ওভার) |
ব
|
![]() ১৩৮/৯ (১৯.৩ ওভার) |
ইউলালিয়া মইয়ানে ৪৮ (৩২)
মেরী বিমেনিয়ামানা ৩/২১ (৪ ওভার) |
হেনরিত্তে ইশিমুয়ে ৪৮ (৪০)
চেচেলিয়া মুরুম্বে ৩/২৭ (৪ ওভার) |
- মোজাম্বিক মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
- ডেলফাইন মুকারুরাগোয়া (রুয়ান্ডা) মহিলা টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক করে।.
ব
|
![]() ৭০ (২০ ওভার) | |
ফাতুমা কিবাসু ৭০ (৫২)
আগাথা ওবোলর ১/২৩ (৩ ওভার) |
সামান্তা আগাজুমা ২৩ (৪৯)
নুরু টিন্ডো ৪/৮ (৪ ওভার) |
- তানজানিয়া মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
ব
|
![]() ৬৩/৮ (২০ ওভার) | |
মডেস্টার মুপাচিকোয়া ৬২ (৫৮)
হেনরিত্তে ইশিমুয়ে ১/১৬ (২ ওভার) |
গিসেল ইশিমুয়ে ১৯ (৩২)
তাসমীন গ্রানজার ৩/১১ (৩ ওভার) |
- জিম্বাবুয়ে মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
মোজাম্বিক
![]() ৪০ (১০.৪ ওভার) |
ব
|
|
ইউলালিয়া মইয়ানে ১৫ (৯)
টাবু ওমারি ৪/১৩ (৪ ওভার) |
ফাতুমা কিবাসু ২৬* (১৯)
|
- মোজাম্বিক মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
- সাউম তাই এবং তাতু শাবানি (তানজানিয়া) উভয়ে মহিলা টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক করে.
নাইজেরিয়া
![]() ৩৫ (১২.১ ওভার) |
ব
|
|
ব্লেসিং নোওবোদো ১২ (২৯)
নমাতার মোতাসা ৪/৯ (৪ ওভার) |
আশলি এনডিরায়া ১৭* (১৩)
|
- নাইজেরিয়া মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
ব
|
![]() ৭৬/৬ (২০ ওভার) | |
ফাতুমা কিবাসু ৪৮ (৫৬)
হেনরিত্তে ইশিমুয়ে ২/২০ (৩ ওভার) |
হেনরিত্তে ইশিমুয়ে ২১ (১৭)
পেরাইস মামুনিয়া ২/৮ (৪ ওভার) |
- তানজানিয়া মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
গ্রুপ বি
গ্রুপ বি দল[১৭]
|
খে | জ | হা | ড্র | ফহ | প | এনআরআর | অবস্থা |
---|---|---|---|---|---|---|---|---|
![]() |
৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | +১.৬৫০ | ফাইনালে অগ্রসর। |
![]() |
৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +১.৩৩৩ | বাতিল |
![]() |
৩ | ১ | ২ | ০ | ০ | ২ | +১.০৫০ | |
![]() |
৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | –৪.২৩১ |
(H) আয়োজক
ব
|
||
সুনে উইত্তমান ২৫ (১৯)
মারসিলাইন ওচিয়েং ৩/১১ (৪ ওভার) |
ডেইসি এনজরোগে ১৮ (১৯)
আইরিন ফন জিল ২/৯ (৪ ওভার) |
- কেনিয়া মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়.
- ভেরোনিকা আবোগা এবং ইদিতা ওয়াইথাকা (কেনিয়া) উভয়ে মহিলা টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক করে.
ব
|
![]() ৫৩ (১৬.৫ ওভার) | |
দামালি বুসিঙ্গে ৬৫* (৫৯)
জানেত কোয়া ১/১৯ (৪ ওভার) |
ইসাতু করমা ১২ (১২)
কন্সি আওয়েকো ৪/৬ (৩.৫ ওভার) |
- উগান্ডা মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
- মেরি শেরিফ (সিয়েরা লিওন) এবং নাওমি বাগেন্দা (উগান্ডা) উভয়ে মহিলা টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক করে.
ব
|
![]() ৬৪/৭ (২০ ওভার) | |
মারগারেট এনগোচে ৭৩ (৫৩)
আমিনাতা কামারা ২/৩৭ (৪ ওভার) |
আন মেরি কামারা ৩০* (৪৮)
মারসিলাইন ওচিয়েং ২/১১ (৪ ওভার) |
- কেনিয়া মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
ব
|
||
আদ্রি ফন দার মারোই ৩১ (৩৩)
ইমাকুলেট নাকিসুই ২/১৮ (৪ ওভার) |
স্তাফানি নামপিনা ২৫ (২১)
আইরিন ফন জিল ৪/৭ (৪ ওভার) |
- উগান্ডা মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়.
ব
|
||
ইমাকুলেট নাকিসুই ৩০ (২৫)
এস্তার ওয়াচিরা ২/২২ (৪ ওভার) |
সিলভিয়া কিনিওয়া ৪০ (৫৭)
কন্সি আওয়েকো ৪/১২ (৪ ওভার) |
- উগান্ডা মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
- কন্সি আওয়েকো (উগান্ডা) মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম হ্যাট্রিক পায়।[১৮]
সিয়েরা লিওন
![]() ৭৪/৮ (২০ ওভার) |
ব
|
|
লিন্ডা বুল ১২ (১৯)
মেরিকে শর্ট ৩/১০ (৪ ওভার) |
কীলীন গ্রীন ৩৬* (৩৭)
|
- সিয়েরা লিওন মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়.
- ন্যান্সি স্কোয়ার (সিয়েরা লিওন) মহিলা টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক করে।.
ফাইনাল
ব
|
||
চিপু মুগেরি ৩৬ (২৮)
কীলীন গ্রীন ২/২২ (৩ ওভার) |
সুনে উইত্তমান ১৮ (৪৩)
আনেসু মুশাঙ্গুয়ে ৩/৬ (৪ ওভার) |
- নামিবিয়া মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়.
তথ্যসূত্র
- ↑ "Thailand plays host as the road to the Women's T20 and 50-over World Cups begins"। International Cricket Council। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Just two steps away from World Cup spots for teams in Women's Qualifiers"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৯।
- ↑ "Women set to take centre stage in Africa Qualifier"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৯।
- ↑ "Zim to host Women WC Qualifier"। Daily News। ১৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "জিম্বাবুয়ে: Zim Face Mozambique"। All Africa। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯।
- ↑ "জিম্বাবুয়ে opt for experience"। The Chronicle। সংগ্রহের তারিখ ১ মে ২০১৯।
- ↑ "Zim go for experience"। The Herald। সংগ্রহের তারিখ ১ মে ২০১৯।
- ↑ "Namibia reach final of ICC Women's Qualifier Africa 2019"। Inside the Games। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৯।
- ↑ "জিম্বাবুয়ে Women continue their march to qualifying success"। International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৯।
- ↑ "Zim Cricket Team Beats Namibia, Secures Place In Scotland World Cup Qualifier"। Pindula News। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৯।
- ↑ "PNG and জিম্বাবুয়ে secure spots in Women's T20 and Cricket World Cup Qualifiers"। International Cricket Council। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৯।
- ↑ "ICC board and full council concludes in London"। International Cricket Council। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯।
- ↑ "জিম্বাবুয়ে suspended by ICC over 'government interference'"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯।
- ↑ "নাইজেরিয়া awarded men's T20 World Cup Qualifiers entry"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৯।
- ↑ "Namibia and নাইজেরিয়া to compete in ICC Women's and Men's T20 World Cup Qualifiers"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৯।
- ↑ "50 games in 19 days! T20 World Cup regional qualifying to hit full swing in May"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২ মে ২০১৯।
- ↑ ক খ "ICC Women's T20 World Cup Africa Region Qualifier 2019"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৯।
- ↑ "Uganda hit Kenya in T20 World Cup qualifiers"। Daily Nation। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৯।