২০২১–২২ শ্রীলঙ্কা ক্রিকেট দলের ভারত সফর

২০২১–২২ শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দলের ভারত সফর
 
  ভারত শ্রীলঙ্কা
তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২২ – ১৬ মার্চ ২০২২
অধিনায়ক রোহিত শর্মা দিমুথ করুণারত্নে (টেস্ট)
দাসুন শানাকা (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে ভারত ২–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান রবীন্দ্র জাদেজা (২০১) দিমুথ করুণারত্নে (১৬৬)
সর্বাধিক উইকেট রবিচন্দ্রন অশ্বিন (১২) লাসিথ এম্বুলডেনিয়া (৮)
সিরিজ সেরা খেলোয়াড় ঋষভ পন্ত (ভারত)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান শ্রেয়াস আইয়ার (২০৪) দাসুন শানাকা (১২৪)
সর্বাধিক উইকেট ভুবনেশ্বর কুমার (৩) লাহিরু কুমারা (৫)
সিরিজ সেরা খেলোয়াড় শ্রেয়াস আইয়ার (ভারত)

শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুটি টেস্ট ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলতে ভারত সফর করে।[][] টেস্ট সিরিজটি ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[][] ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) সফরের সূচি নিশ্চিত করে।[][]

২০২২ সালের ২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা দলের ক্রিকেটার সুরংগ লকমল সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন বলে ঘোষণা দেন।[] ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি ভারত রোহিত শর্মাকে তাদের টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়।[]

টি২০আই সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী হয়।[] টেস্ট সিরিজেও ভারত ২–০ ব্যবধানে জয়ী হতে সক্ষম হয়।[১০]

দলীয় সদস্য

 ভারত  শ্রীলঙ্কা
টেস্ট[১১] টি২০আই[১২] টেস্ট[১৩] টি২০আই[১৪]

টি২০আই সিরিজের আগে দীপক চাহারসূর্যকুমার যাদব চোট পেয়ে ভারতের দল থেকে ছিটকে যান।[১৫][১৬] কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হওয়ার কারণে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভাও টি২০আই সিরিজের দল থেকে ছিটকে যান।[১৭]

১ম টি২০আই ম্যাচের পর চোটের কারণে মহেশ তীক্ষণ ও শিরন ফার্নান্দো শ্রীলঙ্কার দল থেকে বাদ পড়ে যান।[১৮] ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভামহেশ তীক্ষণের পরিবর্তে শ্রীলঙ্কার টি২০আই দলে ধনঞ্জয় দে সিলভানিরোশন দিকভেল্লাকে নেয়া হয়।[১৯] কব্জির চোটের কারণে ১ম টি২০আই ম্যাচের পর ঋতুরাজ গায়কওয়াড় ভারতের দল থেকে ছিটকে যান, যে কারণে তাঁর বদলি হিসেবে দলে মায়াঙ্ক আগরওয়ালকে নেয়া হয়।[২০] দ্বিতীয় টেস্ট শুরুর আগে ভারতের দল থেকে কুলদীপ যাদবকে অব্যাহতি দেয়া হয় ও তাঁর পরিবর্তে অক্ষর প্যাটেলকে দলে নেয়া হয়।[২১]

টি২০আই সিরিজ

১ম টি২০আই

২৪ ফেব্রুয়ারি ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ভারত 
১৯৯/২ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
১৩৭/৬ (২০ ওভার)
ইশান কিশন ৮৯ (৫৬)
দাসুন শানাকা ১/১৯ (২ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দীপক হুডা (ভারত)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

২৬ ফেব্রুয়ারি ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৮৩/৫ (২০ ওভার)
 ভারত
১৮৬/৩ (১৭.১ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

২৭ ফেব্রুয়ারি ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৪৬/৫ (২০ ওভার)
 ভারত
১৪৮/৪ (১৬.৫ ওভার)
দাসুন শানাকা ৭৪* (৩৮)
আবেশ খান ২/২৩ (৪ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

টেস্ট সিরিজ

১ম টেস্ট

৪–৮ মার্চ ২০২২
স্কোরকার্ড
৫৭৪/৮ঘো (১২৯.২ ওভার)
রবীন্দ্র জাদেজা ১৭৫* (২২৮)
সুরংগ লকমল ২/৯০ (২৫ ওভার)
১৭৪ (৬৫ ওভার)
পাথুম নিশঙ্কা ৬১* (১৩৩)
রবীন্দ্র জাদেজা ৫/৪১ (১৩ ওভার)
১৭৮ (৬০ ওভার) (ফলো-অন)
নিরোশন দিকভেল্লা ৫১* (৮১)
রবীন্দ্র জাদেজা ৪/৪৬ (১৬ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ভারত ১২, শ্রীলঙ্কা ০।

২য় টেস্ট

১২–১৬ মার্চ ২০২২ (দিন/রাত)
স্কোরকার্ড
২৫২ (৫৯.১ ওভার)
শ্রেয়াস আইয়ার ৯২ (৯৮)
প্রবীণ জয়বিক্রমা ৩/৮১ (১৭.১ ওভার)
১০৯ (৩৫.৫ ওভার)
অ্যাঞ্জেলো ম্যাথিউস ৪৩ (৮৫)
জসপ্রীত বুমরাহ ৫/২৪ (১০ ওভার)
৩০৩/৯ঘো (৬৮.৫ ওভার)
শ্রেয়াস আইয়ার ৬৭ (৮৭)
প্রবীণ জয়বিক্রমা ৪/৭৮ (১৯ ওভার)
২০৮ (৫৯.৩ ওভার)
দিমুথ করুণারত্নে ১০৭ (১৫৪)
রবিচন্দ্রন অশ্বিন ৪/৫৫ (১৯.৩ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ভারত ১২, শ্রীলঙ্কা ০।

তথ্যসূত্র

  1. "India Cricket Schedule Between 2021-2023 Announced by BCCI, Team to Play Non-stop Cricket"নিউজ১৮ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৭ 
  2. "The SLC announces Sri Lanka's Cricketing Calendar for the year 2022"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২২ 
  3. "Men's Future Tours Programme" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯ 
  4. "ICC confirms details of next World Test Championship"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২১ 
  5. "India to host New Zealand, West Indies, Sri Lanka and South Africa in next nine months"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১ 
  6. "Update - 9th Apex Council Meeting"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১ 
  7. "Suranga Lakmal to retire from all forms of international cricket"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২ 
  8. "Rohit Sharma appointed as India's full-time Test Captain"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২২ 
  9. "Shreyas' third straight fifty powers India to 3-0 sweep"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২ 
  10. "India brush aside SL despite Karunaratne's resistance"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২ 
  11. "Cheteshwar Pujara and Ajinkya Rahane dropped from India's Test squad for Sri Lanka series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২২ 
  12. "Ravindra Jadeja, Sanju Samson back in India squad for Sri Lanka T20Is"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২২ 
  13. "Sri Lanka Tour of India 2022 | Test Squad"শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২২ 
  14. "Sri Lanka T20I squad for India tour 2022"শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২২ 
  15. "Deepak Chahar ruled out of Sri Lanka T20Is"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২২ 
  16. "Injured Deepak Chahar, Suryakumar Yadav ruled out of SL T20Is"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২২ 
  17. "India vs Sri Lanka: Wanindu Hasaranga yet to recover from Covid-19, to miss T20I series"ইন্ডিয়া টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২২ 
  18. "Maheesh Theekshana ruled out of T20Is, Sri Lanka fret over Kusal Mendis' fitness"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২২ 
  19. "Dharamsala weather in focus as India hunt for 11th straight T20 win against injury-hit Sri Lanka"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২২ 
  20. "Wrist injury rules Gaikwad out of rest of Sri Lanka T20I series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২২ 
  21. "Axar Patel returns to India squad for second Test in Bengaluru"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ