এর পূর্বে ২০২১ সালে ভারতে এই প্রতিযোগিতা আয়োজনের কথা ফিফা ঘোষণা করেছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীর জন্য বাতিল ঘোষিত হয়।[২][৩][৪] স্পেন হল পূর্ব আসর অর্থাৎ ২০১৮ বিশ্বকাপের বিজয়ী দল।
দল ও যোগ্যতা অর্জন
১৬টি দলের মধ্যে আয়োজক ছাড়া বাকি ১৫টি দল মহাদেশীয় বাছাইপর্ব থেকে উত্তীর্ণ হয়।
^১৬ মার্চ ২০২২-এ, এএফসি ঘোষণা করেছে যে উত্তর কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন-এর প্রত্যাহারের কারণে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে এএফষি-এর প্রতিনিধি হিসাবে চীন, উত্তর কোরিয়ার স্থলাভিষিক্ত হবে।[৭]
মাঠ
৩ অক্টোবর ২০২২-এ, ফিফা তিনটি রাজ্যের তিনটি শহরকে আয়োজক হিসেবে নির্বাচিত করে:[৯]
৩০ আগস্ট ২০২২-এ ফিফা ১৪ জন রেফারি, ২৮ জন সহকারী রেফারি ও ১৬ জন ভিডিও রেফারির নাম প্রতিযোগিতার জন্য ঘোষণা করে।[১০] মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের এই আসরেই প্রথম ভিডিও সহকারী রেফারির (ভিএআর) প্রয়োগ হয়েছে।
২৪ জুন ২০২২-এ সুইজারল্যান্ডেরজুরিখ শহরে ফিফা প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিক ড্র করা হয়েছিল।[১১] গ্রুপ পর্বে একই কনফেডারেশন ভুক্ত কোনো দল একই গ্রুপে থাকবে না এমন ঘোষণা করা হয়। ভারত আয়োজক হবার সুবাদে এ১ স্থান পায়।[১২]
পাত্র ১
ভারত (আয়োজক)
জাপান
স্পেন
জার্মানি
পাত্র ২
মেক্সিকো
কানাডা
ব্রাজিল
নিউজিল্যান্ড
পাত্র ৩
মার্কিন যুক্তরাষ্ট্র
নাইজেরিয়া
ফ্রান্স
গণচীন
পাত্র ৪
কলম্বিয়া
চিলি
মরক্কো
তানজানিয়া
২৪ জুন ২০২২-এ গ্রুপ পর্বের প্রতিটি গ্রুপের দলগুলি ঘোষণা করা হয়।[১৩]
গ্রুপ পর্ব
টাইব্রেকার
প্রত্যেক দলের পয়েন্টের ওপর ভিত্তি করে দলের অবস্থান নির্ণয় করা হয় (জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট, হারের জন্য ০ পয়েন্ট) এবং যদি পয়েন্টের সমতা হয় তবে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হবে:[১৪]
↑"OFC competitions schedule update for 2022"। oceaniafootball.com। Oceania Football Confederation। ৮ অক্টোবর ২০২১। ২০ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২১।