২০২২ ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ

২০২২ ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ
অফিসিয়াল প্রতীক
কিক অফ দ্য ড্রিম (স্বপ্নের শুরু)[]
বিবরণ
স্বাগতিক দেশ ভারত
তারিখ১১–৩০ অক্টোবর
দল১৬ (৬টি কনফেডারেশন থেকে)
মাঠ৩ (৩টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন স্পেন (২য় শিরোপা)
রানার-আপ কলম্বিয়া
তৃতীয় স্থান নাইজেরিয়া
চতুর্থ স্থান জার্মানি
পরিসংখ্যান
ম্যাচ৩২
গোল সংখ্যা৯৫ (ম্যাচ প্রতি ২.৯৭টি)
দর্শক সংখ্যা১,৮৫,৭৮১ (ম্যাচ প্রতি ৫,৮০৬ জন)
শীর্ষ গোলদাতাকলম্বিয়া লিন্ডা কাইসেডো
জাপান মোমোকো তানিকাওয়া
জার্মানি লরিন বেন্ডার
(৪ গোল)
সেরা খেলোয়াড়স্পেন ভিকি লোপেজ
সেরা গোলরক্ষকস্পেন সোফিয়া ফুয়েন্তে
ফেয়ার প্লে পুরস্কার জাপান
← ২০১৮
২০২৪

২০২২ ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ হল ফিফা পরিচালিত অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের ৭ম আসর। এই আসরের আয়োজক ভারত। এই নিয়ে ভারত ২০১৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পর দ্বিতীয়বারের জন্য ফিফা প্রতিযোগিতা আয়োজন করছে এবং এটিই ভারত কর্তৃক আয়োজিত প্রথম মহিলাদের ফিফা প্রতিযোগিতা।

এর পূর্বে ২০২১ সালে ভারতে এই প্রতিযোগিতা আয়োজনের কথা ফিফা ঘোষণা করেছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীর জন্য বাতিল ঘোষিত হয়।[][][] স্পেন হল পূর্ব আসর অর্থাৎ ২০১৮ বিশ্বকাপের বিজয়ী দল।

দল ও যোগ্যতা অর্জন

১৬টি দলের মধ্যে আয়োজক ছাড়া বাকি ১৫টি দল মহাদেশীয় বাছাইপর্ব থেকে উত্তীর্ণ হয়।

কনফেডারেশন যোগ্যতা অর্জনের মাধ্যম দল অংশগ্রহণ সর্বশেষ শ্রেষ্ঠ ফলাফল
এএফসি(এশিয়া)
(আয়োজক + ২টি দল)
আয়োজক  ভারত ১ম নেই প্রথম অংশগ্রহণ
২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ (বাছাইপর্ব বাতিল)[][][]  গণচীন[^] ৩য় ২০১৪ গ্রুপ পর্ব (২০১২, ২০১৪)
 জাপান ৭ম ২০১৮ চ্যাম্পিয়ন (২০১৪)
ক্যাফ (আফ্রিকা)
(৩টি দল)
২০২২ আফ্রিকা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ বাছাইপর্ব  মরক্কো ১ম নেই প্রথম অংশগ্রহণ
 নাইজেরিয়া ৬ষ্ঠ ২০১৬ কোয়ার্টার-ফাইনাল (২০১০, ২০১২, ২০১৪)
 তানজানিয়া ১ম নেই প্রথম অংশগ্রহণ
কনকাকাফ (মধ্য, উত্তর আমেরিকা ও ক্যারিবীয়)
(৩টি দল)
২০২২ কনকাকাফ মহিলা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ  কানাডা ৭ম ২০১৮ চতুর্থ স্থান ২০১৮
 মেক্সিকো ৬ষ্ঠ ২০১৮ রানার্স-আপ ২০১৮
 মার্কিন যুক্তরাষ্ট্র ৫ম ২০১৮ রানার্স-আপ (২০০৮)
কনমেবল (দক্ষিণ আমেরিকা)
(৩টি দল)
২০২২ দক্ষিণ আমেরিকা মহিলা অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ  ব্রাজিল ৬ষ্ঠ ২০১৮ কোয়ার্টার-ফাইনাল (২০১০, ২০১২)
 চিলি ২য় ২০১০ গ্রুপ পর্ব (২০১০)
 কলম্বিয়া ৫ম ২০১৮ গ্রুপ পর্ব (২০০৮, ২০১২, ২০১৪, ২০১৮)
উয়েফা (ইউরোপ)
(৩টি দল)
২০২২ উয়েফা মহিলা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ  ফ্রান্স ৩য় ২০১২ চ্যাম্পিয়ন (২০১২)
 জার্মানি ৭ম ২০১৮ তৃতীয় স্থান (২০০৮)
 স্পেন ৫ম ২০১৮ চ্যাম্পিয়ন (২০১৮)
ওএফসি (ওশিয়ানিয়া)
(১টি দল)
ওএফসি কর্তৃক স্বীকৃত
(বাছাইপর্ব বাতিল)[]
 নিউজিল্যান্ড ৭ম ২০১৮ তৃতীয় স্থান (২০১৮)
নোট
  1. ^ ১৬ মার্চ ২০২২-এ, এএফসি ঘোষণা করেছে যে উত্তর কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন-এর প্রত্যাহারের কারণে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে এএফষি-এর প্রতিনিধি হিসাবে চীন, উত্তর কোরিয়ার স্থলাভিষিক্ত হবে।[]

মাঠ

৩ অক্টোবর ২০২২-এ, ফিফা তিনটি রাজ্যের তিনটি শহরকে আয়োজক হিসেবে নির্বাচিত করে:[]

  1. ভুবনেশ্বর, ওড়িশা
  2. মারগাও, গোয়া
  3. নবি মুম্বই, মহারাষ্ট্র
ভুবনেশ্বর মারগাও নবি মুম্বই
কলিঙ্গ স্টেডিয়াম পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম ডিওয়াই পাতিল স্টেডিয়াম
ধারণ ক্ষমতা: ১৫,০০০ ধারণ ক্ষমতা: ১৯,০০০ ধারণ ক্ষমতা: ৫৫,০০০

ম্যাচ পরিচালক

৩০ আগস্ট ২০২২-এ ফিফা ১৪ জন রেফারি, ২৮ জন সহকারী রেফারি ও ১৬ জন ভিডিও রেফারির নাম প্রতিযোগিতার জন্য ঘোষণা করে।[১০] মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের এই আসরেই প্রথম ভিডিও সহকারী রেফারির (ভিএআর) প্রয়োগ হয়েছে।

কনফেডারেশন রেফারি সহকারী রেফারি
এএফসি

দক্ষিণ কোরিয়া ওহ হিউন-জং
থাইল্যান্ড পাঁসা চাইসানিৎ
উজবেকিস্তান এদিতা মিরাবিদোভা

অস্ট্রেলিয়া জোয়ানা চারাক্তিস
চীন ফ্যাং ইয়ান
চীন জি লিজুন
থাইল্যান্ড নুয়ান্নিদ ডংজাংরিদ
থাইল্যান্ড সুপাবন হিনথং
উজবেকিস্তান ক্রিস্টিনা সেরেদা

ক্যাফ

মরিশাস মারিয়া রিভেট
মরক্কো বুখরা কারবুবি

মিশর ইয়ারা আব্দুলফাত্তাহ
মরিশাস কুইন্সি ভিক্টরি
মরক্কো সুকাইনা হামদি
মরক্কো ফতিহা জার্মুমি

কনকাকাফ

কানাডা মরিয়াম মারকট
জ্যামাইকা ওদেত্তে হ্যামিল্টন
মেক্সিকো কাতিয়া গার্সিয়া

কিউবা ইভেট সান্তিয়াগো
জ্যামাইকা জেসেট কের-উইলসন
জ্যামাইকা স্টেফানি-ডালে ইয়ে সিং
মেক্সিকো ইনেদিনা কডিলো
মেক্সিকো মেটে চাভেজ
সুরিনাম মিজেন্সা রেন্স

কনমেবল

কলম্বিয়া মারিয়া ভিক্টোরিয়া দাজা
উরুগুয়ে আনাহি ফার্নান্দেজ

কলম্বিয়া নাতালি আর্টিয়াগা
প্যারাগুয়ে লরা মিরান্ডা
উরুগুয়ে লুসিয়ানা মাসকারানা
উরুগুয়ে আদেলা স্যাঞ্চেজ

উয়েফা

ক্রোয়েশিয়া ইভানা মার্টিনসিচ
ইংল্যান্ড রেবেকা ওয়েলচ
ইতালি মারিয়া সোল ফেরেরি কাপুতি
রোমানিয়া ইউলিয়ানা দিমিত্রেস্কু

ইংল্যান্ড নাতালি আসপিনাল
ফ্রান্স এলোডি কোপ্পোলা
হাঙ্গেরি আনিতা ভাদ
ইতালি ফ্রান্সেস্কা দি মন্তে
নেদারল্যান্ডস ফ্রাঙ্কা ওভারটুম
পোল্যান্ড পলিনা বারানোভস্কা
রোমানিয়া মিহেলা তেপুসা
স্লোভেনিয়া স্তাসা স্পার

কনফেডারেশন ভিডিও সহকারী রেফারি (ভিএআর)
এএফসি

অস্ট্রেলিয়া লারা লি
অস্ট্রেলিয়া কেসি রেইবেল্ট
সিরিয়া হান্নাহ হাত্তাব
থাইল্যান্ড সিভাকর্ন পু-উদোম
সংযুক্ত আরব আমিরাত ওমর আল-আলি

ক্যাফ

ইসোয়াতিনি লেট্টিসিয়া ভিয়ানা
ইথিওপিয়া লিদ্যা তাফেস

কনকাকাফ

কানাডা ক্যারল অ্যান চেনার্ড
হন্ডুরাস শিরলে পেরেলো
নিকারাগুয়া তাতিয়ানা গুজমান
মার্কিন যুক্তরাষ্ট্র একাতেরিনা কোরোলেভা
মার্কিন যুক্তরাষ্ট্র ফেলিশা মারিস্কাল

কনমেবল

আর্জেন্টিনা সালোমে দি ইওরিও

উয়েফা

চেক প্রজাতন্ত্র লুসি রাতাজোভা
ডেনমার্ক ফ্রিদা মিয়া ক্লারলান্ড
ফ্রান্স মাইকা ভ্যানডারস্টিচেল

সাপোর্ট রেফারি
ক্যাফ

তিউনিসিয়া ডর্সাফ গনুতি

কনমেবল

ইকুয়েডর সুজানা কোরেলা*

প্যারাগুয়ে জুলমা কুইনোনেজ
  • * = গ্রুপ পর্বে মূল রেফারি পদে উত্তীর্ণ

ড্র

২৪ জুন ২০২২-এ সুইজারল্যান্ডের জুরিখ শহরে ফিফা প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিক ড্র করা হয়েছিল।[১১] গ্রুপ পর্বে একই কনফেডারেশন ভুক্ত কোনো দল একই গ্রুপে থাকবে না এমন ঘোষণা করা হয়। ভারত আয়োজক হবার সুবাদে এ১ স্থান পায়।[১২]

পাত্র ১
 ভারত (আয়োজক)
 জাপান
 স্পেন
 জার্মানি
পাত্র ২
 মেক্সিকো
 কানাডা
 ব্রাজিল
 নিউজিল্যান্ড
পাত্র ৩
 মার্কিন যুক্তরাষ্ট্র
 নাইজেরিয়া
 ফ্রান্স
 গণচীন
পাত্র ৪
 কলম্বিয়া
 চিলি
 মরক্কো
 তানজানিয়া

২৪ জুন ২০২২-এ গ্রুপ পর্বের প্রতিটি গ্রুপের দলগুলি ঘোষণা করা হয়।[১৩]

গ্রুপ পর্ব

গ্রুপ এ

পয়েন্ট তালিকা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 মার্কিন যুক্তরাষ্ট্র ১৩ +১২ নক-আউট পর্ব
 ব্রাজিল +৬
 মরক্কো −২
 ভারত (H) ১৬ −১৬
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাইব্রেকার
(H) স্বাগতিক।

সূচি

মরক্কো ০–১ ব্রাজিল
প্রতিবেদন
  • জনসন গোল ৫'
দর্শক সংখ্যা: ৪,২৪৩
রেফারি: উজবেকিস্তান এদিতা মিরাবিদোভা
ভারত ০–৮ মার্কিন যুক্তরাষ্ট্র
প্রতিবেদন
  • রেবিম্ব্যাস গোল ৯'৩১'
  • কোহলার গোল ১৫'
  • গ্যামেরো গোল ২৩'
  • থমসন গোল ৩৯'
  • এমরি গোল ৫১'
  • সুয়ারেজ গোল ৫৯' (পে.)
  • ভুটা গোল ৬২'
দর্শক সংখ্যা: ৪,১০০
রেফারি: ইকুয়েডর সুজানা কোরেল্লা

ব্রাজিল ১–১ মার্কিন যুক্তরাষ্ট্র
  • ক্যারল গোল ৩৭'
প্রতিবেদন
  • কিয়র্পস গোল ৩৩'
দর্শক সংখ্যা: ৩,৬৩৯
রেফারি: দক্ষিণ কোরিয়া ওহ হিউন-জং
ভারত ০–৩ মরক্কো
প্রতিবেদন
  • এল-মাদানি গোল ৫১' (পে.)
  • জোহির গোল ৬২'
  • শেরিফ গোল ৯০+১'
দর্শক সংখ্যা: ৮,৭৪৯
রেফারি: মেক্সিকো কাটিয়া গার্সিয়া

ব্রাজিল ৫–০ ভারত
  • বেরচোন গোল ১১'
  • গোমস গোল ৪০'৫১'
  • লারা গোল ৮৬'৯০+৩'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৮,৭৬৫
রেফারি: কানাডা মরিয়াম মারকট
মার্কিন যুক্তরাষ্ট্র ৪–০ মরক্কো
  • কোহলার গোল ২৪'৭৩'
  • স্মিথ গোল ৬৮'৮১'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৩,৫৭৮
রেফারি: উরুগুয়ে আনাহি ফার্নান্দেজ

গ্রুপ বি

পয়েন্ট তালিকা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 জার্মানি ১১ +৯ নক-আউট পর্ব
 নাইজেরিয়া +৪
 চিলি −৫
 নিউজিল্যান্ড ১০ −৮
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাইব্রেকার

সূচি

চিলি ৩–১ নিউজিল্যান্ড
  • ফিগারুয়া গোল ১২'
  • রোভনার গোল ২২' (পে.)
  • সিফুয়েন্তেস গোল ৬৪'
প্রতিবেদন
  • ক্লেগ গোল ৫২'
দর্শক সংখ্যা: ৪,০৬৪
রেফারি: ইংল্যান্ড রেবেকা ওয়েলচ
জার্মানি ২–১ নাইজেরিয়া
  • স্টল্ট গোল ৪৯'
  • অ্যালবার গোল ৬১'
প্রতিবেদন
  • উসানি গোল ৩০'
দর্শক সংখ্যা: ৬,৫২৪
রেফারি: কানাডা মরিয়াম মারকট

নিউজিল্যান্ড ০–৪ নাইজেরিয়া
প্রতিবেদন
  • বেলো গোল ১৬'
  • উসানি গোল ৩৪'
  • আফোলাবি গোল ৭৫'
  • এতিম গোল ৯০+৫'
দর্শক সংখ্যা: ২,১৯১
রেফারি: থাইল্যান্ড পাঁসা চাইসানিৎ
জার্মানি ৬–০ চিলি
  • ভিৎ গোল ২০'
  • সেহিটলার গোল ২৪'
  • অ্যালবার গোল ৪০'
  • স্টেইনার গোল ৫৮' (পে.)
  • বেন্ডার গোল ৬০'
  • পোর্টেলা গোল ৯০+৫'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৪,৪১৭
রেফারি: মরিশাস মারিয়া রিভেট

নিউজিল্যান্ড ১–৩ জার্মানি
  • ক্লেগ গোল ১০'
প্রতিবেদন
  • বেন্ডার গোল ৫'৫৪'
  • সেহিটলার গোল ৬০' (পে.)
দর্শক সংখ্যা: ১,৯৪৫
রেফারি: মরক্কো বুখরা কারবুবি
নাইজেরিয়া ২–১ চিলি
  • এমানুয়েল গোল ৪'
  • মোসাকু গোল ৮২'
প্রতিবেদন
  • রোভনার গোল ৯০+১' (পে.)
দর্শক সংখ্যা: ৪,২৬১
রেফারি: ইতালি মারিয়া সোল ফেরেরি

গ্রুপ সি

পয়েন্ট তালিকা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 কলম্বিয়া +২ নক-আউট পর্ব
 স্পেন +১
 মেক্সিকো −১
 গণচীন −২
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাইব্রেকার

সূচি

মেক্সিকো ১–২ গণচীন
  • গুইজারো গোল ৯০+৩'
প্রতিবেদন
  • রুইকি গোল ৪৯' (পে.)
  • জিংগুয়ে গোল ৯০'
দর্শক সংখ্যা: ৮,০৮৬
রেফারি: ইতালি মারিয়া সোল ফেরেরি কাপুতি
স্পেন ১–০ কলম্বিয়া
  • আমেজাগা গোল ৮৫'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ২,৯২৩
রেফারি: রোমানিয়া ইউলিয়ানা দিমিত্রেস্কু

গণচীন ০–২ কলম্বিয়া
প্রতিবেদন
  • কাইসেডো গোল ৯'২৩'
দর্শক সংখ্যা: ১০,৪১৭
রেফারি: ক্রোয়েশিয়া ইভানা মার্টিনসিচ
স্পেন ১–২ মেক্সিকো
  • পুয়োলস গোল ৭৪'
প্রতিবেদন
  • ফ্লোরেস গোল ৪৭'
  • সালদিভার গোল ৮৫'
দর্শক সংখ্যা: ৫,৩৫০
রেফারি: উজবেকিস্তান এদিতা মিরাবিদোভা

গণচীন ০–১ স্পেন
প্রতিবেদন
  • আর্তেরো গোল ৬১'
দর্শক সংখ্যা: ৮,২৩০
রেফারি: জ্যামাইকা ওদেত্তে হ্যামিল্টন
কলম্বিয়া ২–১ মেক্সিকো
  • ওর্টেগন গোল ৪১'
  • কাইসেডো গোল ৭৪'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৪,৯২০
রেফারি: ইংল্যান্ড রেবেকা ওয়েলচ

গ্রুপ ডি

পয়েন্ট তালিকা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 জাপান ১০ +১০ নক-আউট পর্ব
 তানজানিয়া −৩
 কানাডা −৪
 ফ্রান্স −৩
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাইব্রেকার

সূচি

কানাডা ১–১ ফ্রান্স
  • চুকউ গোল ৬৭'
প্রতিবেদন
  • ক্যালবা গোল ৭৩'
দর্শক সংখ্যা: ৩,৪৯৯
রেফারি: মরক্কো বুখরা কারবুবি
জাপান ৪–০ তানজানিয়া
  • শিরাগাকি গোল ৩৩'
  • ইতামুরা গোল ৬৭'
  • সুজিসাওয়া গোল ৭৫'
  • তানিকাওয়া গোল ৮১'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৩,৫৬৬
রেফারি: উরুগুয়ে আনাহি ফার্নান্দেজ

ফ্রান্স ১–২ তানজানিয়া
  • ক্যালবা গোল ৭৭' (পে.)
প্রতিবেদন
  • এমন্যালি গোল ১৭'
  • বহেরা গোল ৬০' (পে.)
দর্শক সংখ্যা: ২,৬২৫
রেফারি: জ্যামাইকা ওদেত্তে হ্যামিল্টন
জাপান ৪–০ কানাডা
  • কুবোতা গোল ৯'
  • শিরাগাকি গোল ৩৭'
  • তানিকাওয়া গোল ৫২'
  • তাকাওকা গোল ৯০+২'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৫,৪৯২
রেফারি: কলম্বিয়া মারিয়া ভিক্টোরিয়া দাজা

ফ্রান্স ০–২ জাপান
প্রতিবেদন
  • তানিকাওয়া গোল ২৯'
  • কুসুনোকি গোল ৯০+১'
দর্শক সংখ্যা: ৬,৭৩৪
রেফারি: মরিশাস মারিয়া রিভেট
তানজানিয়া ১–১ কানাডা
  • মাপুন্দা গোল ৩৫'
প্রতিবেদন
  • অ্যালেন গোল ১৪' (পে.)
দর্শক সংখ্যা: ৩,৭২৮
রেফারি: থাইল্যান্ড পাঁসা চাইসানিৎ

নক-আউট পর্ব

মূল নির্ধারিত সময়ের পরও কোনো জয়ী দল নির্বাচন করা না গেলে অতিরিক্ত সময়ের খেলা হবে না, বরং সরাসরি পেনাল্টি শুট-আউট অনুষ্ঠিত হবে।[১৪]

বন্ধনী

 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
          
 
২১ অক্টোবর – নবি মুম্বই
 
 
 মার্কিন যুক্তরাষ্ট্র১(৩)
 
২৬ অক্টোবর – মারগাও
 
 নাইজেরিয়া (পে.)১(৪)
 
 নাইজেরিয়া০(৫)
 
২২ অক্টোবর – মারগাও
 
 কলম্বিয়া (পে.)০(৬)
 
 কলম্বিয়া
 
৩০ অক্টোবর – নবি মুম্বই
 
 তানজানিয়া
 
 কলম্বিয়া
 
২১ অক্টোবর – নবি মুম্বই
 
 স্পেন
 
 জার্মানি
 
২৬ অক্টোবর – মারগাও
 
 ব্রাজিল
 
 জার্মানি
 
২২ অক্টোবর – মারগাও
 
 স্পেন তৃতীয় স্থান
 
 স্পেন
 
৩০ অক্টোবর – নবি মুম্বই
 
 জাপান
 
 নাইজেরিয়া (পে.)৩(৩)
 
 
 জার্মানি৩(২)
 

কোয়ার্টার-ফাইনাল

মার্কিন যুক্তরাষ্ট্র ১–১ নাইজেরিয়া
  • ভিয়ারিয়াল গোল ৪০'
প্রতিবেদন
  • এদাফে গোল ২৭' (পে.)
পেনাল্টি
  • আদামেস পেনাল্টিতে গোল করেছেন
  • এমরি পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
  • সুয়ারেজ পেনাল্টিতে গোল করেছেন
  • ভুটা পেনাল্টিতে গোল করেছেন
  • জ্যাকসন পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
৩–৪
  • পেনাল্টিতে গোল করেছেন এতিম
  • পেনাল্টিতে গোল করেছেন ওফিয়ং
  • পেনাল্টিতে গোল করেছেন উসানি
  • পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে ফলোরানসো
  • পেনাল্টিতে গোল করেছেন এদাফে
দর্শক সংখ্যা: ৬,৬১৯
রেফারি: রোমানিয়া ইউলিয়ানা দিমিত্রেস্কু

জার্মানি ২–০ ব্রাজিল
  • স্টেইনার গোল ২৩'
  • ক্রুগার গোল ৯০+৫'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৩,৭৫১
রেফারি: দক্ষিণ কোরিয়া ওহ হিউং-জং

কলম্বিয়া ৩–০ তানজানিয়া
  • কাইসেডো গোল ৩'
  • মুনোজ গোল ১৭'
  • রদ্রিগেজ গোল ৩৬' (পে.)
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৩,৫৪৭
রেফারি: ক্রোয়েশিয়া ইভানা মার্টিনসিচ

জাপান ১–২ স্পেন
  • তানিকাওয়া গোল ৬৬'
প্রতিবেদন
  • লোপেজ গোল ৮৭'৯০+৩'
দর্শক সংখ্যা: ৬,৪৩২
রেফারি: মেক্সিকো কাটিয়া গার্সিয়া

সেমি-ফাইনাল

নাইজেরিয়া ০–০ কলম্বিয়া
প্রতিবেদন
পেনাল্টি
  • ওফিয়ং পেনাল্টিতে গোল করেছেন
  • এতিম পেনাল্টিতে গোল করেছেন
  • উসানি পেনাল্টিতে গোল করেছেন
  • আফোলাবি পেনাল্টিতে গোল করেছেন
  • এদাফে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
  • ওইনলোলা পেনাল্টিতে গোল করেছেন
  • ফোলোরানশো পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
৫–৬
  • পেনাল্টিতে গোল করেছেন রদ্রিগেজ
  • পেনাল্টিতে গোল করেছেন পার্লাজা
  • পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে মুনোজ
  • পেনাল্টিতে গোল করেছেন এস্পিতালেতা
  • পেনাল্টিতে গোল করেছেন কাইসেডো
  • পেনাল্টিতে গোল করেছেন ওর্তেগন
  • পেনাল্টিতে গোল করেছেন হার্নান্দেজ
দর্শক সংখ্যা: ৩,৫৭৬
রেফারি: রোমানিয়া ইউলিয়ানা দিমিত্রেস্কু

জার্মানি ০–১ স্পেন
প্রতিবেদন কোরালেস গোল ৯০'

তৃতীয় স্থান নির্ধারক

নাইজেরিয়া ৩–৩ জার্মানি
  • আজাকায়ে গোল ২০'
  • বেলো গোল ৪৮'
  • এতিম গোল ৬৩'
প্রতিবেদন
  • ভিৎ গোল ৭৩'
  • বার্টজ গোল ৮৫'
  • বেন্ডার গোল ৯০'
পেনাল্টি
  • সানডে পেনাল্টিতে গোল করেছেন
  • এতিম পেনাল্টিতে গোল করেছেন
  • আজাকায়ে পেনাল্টিতে গোল করেছেন
  • আদেশিনা পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
৩–২
  • পেনাল্টিতে গোল করেছেন ভিৎ
  • পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে প্ল্যাটনার
  • পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে বেন্ডার
  • পেনাল্টিতে গোল করেছেন জ্যানজেন
  • পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে বার্টজ
দর্শক সংখ্যা: ৪,৭২২
রেফারি: উরুগুয়ে আনাহি ফার্নান্দেজ

ফাইনাল

কলম্বিয়া ০–১ স্পেন
প্রতিবেদন গুজম্যান গোল ৮২' (আ.গো.)
দর্শক সংখ্যা: ২৪,৮২৪
রেফারি: মেক্সিকো কাটিয়া গার্সিয়া

চূড়ান্ত অবস্থান

অব. দল খেলা ড্র হা পয়েন্ট স্বগো বিগো গোপা
 স্পেন ১৫ +৪
 কলম্বিয়া ১০ +৪
 নাইজেরিয়া ১১ +৪
 জার্মানি ১৩ ১৬ +১০
কোয়ার্টার-ফাইনাল পর্বে বিদায়
 জাপান ১১ +৯
 মার্কিন যুক্তরাষ্ট্র ১৪ +১২
 ব্রাজিল +৪
 তানজানিয়া -৬
গ্রুপ পর্বে বিদায়
 মেক্সিকো -১
১০  মরক্কো -২
১১  গণচীন -২
১২  চিলি -৫
১৩  কানাডা -৪
১৪  ফ্রান্স -৩
১৫  নিউজিল্যান্ড ১০ -৮
১৬  ভারত (H) ১৬ -১৬

পরিসংখ্যান

সর্বোচ্চ গোলদাতা

এই প্রতিযোগিতায় ৩২টি ম্যাচে ৯৫টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.৯৭টি গোল।

৪টি গোল

  • কলম্বিয়া লিন্ডা কাইসেডো
  • জার্মানি লরিন বেন্ডার
  • জাপান মোমোকো তানিকাওয়া

৩টি গোল

  • মার্কিন যুক্তরাষ্ট্র শার্লট কোহলার

২টি গোল

  • ব্রাজিল অ্যালিন গোমস
  • ব্রাজিল লারা
  • চিলি তালি রোভনার
  • ফ্রান্স লুসি ক্যালবা
  • জার্মানি মারা অ্যালবার
  • জার্মানি আলারা সেহিটলার
  • জার্মানি মেরি স্টেইনার
  • জার্মানি জেলা ভিৎ
  • জাপান উনো শিরাগাকি
  • নিউজিল্যান্ড এমিলি ক্লেগ
  • নাইজেরিয়া আমিনা বেলো
  • নাইজেরিয়া এদিদিয়ং এতিম
  • নাইজেরিয়া মিরাকল উসানি
  • স্পেন ভিকি লোপেজ
  • মার্কিন যুক্তরাষ্ট্র মেলিনা রেবিম্ব্যাস
  • মার্কিন যুক্তরাষ্ট্র সামান্থা স্মিথ

পুরস্কার

 ২০২২ ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ 

স্পেন
দ্বিতীয় শিরোপা

প্রতিযোগিতান্তে নিম্নলিখিত পুরস্কারগুলি দেওয়া হয়েছিল:[১৬]

গোল্ডেন বল সিলভার বল ব্রোঞ্জ বল
স্পেন ভিকি লোপেজ কলম্বিয়া লিন্ডা কাইসেডো জার্মানি মারা অ্যালবার
গোল্ডেন বুট সিলভার বুট ব্রোঞ্জ বুট
জার্মানি লরিন বেন্ডার জাপান মোমোকো তানিকাওয়া কলম্বিয়া লিন্ডা কাইসেডো
৪ গোল, ২৫০ মিনিটে ৪ গোল, ২৮৫ মিনিটে ৪ গোল, ৫০৪ মিনিটে
গোল্ডেন গ্লাভস
স্পেন সোফিয়া ফুয়েন্তে
ফিফা ফেয়ার প্লে পুরস্কার
 জাপান

তথ্যসূত্র

  1. "FIFA U-17 Women's World Cup leaving a unique and significant impression on journey of Indian football"FIFA। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২২ 
  2. "Update on FIFA Club World Cup 2020 and women's youth tournaments"FIFA.com। Fédération Internationale de Football Association। ১৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২০ 
  3. "FIFA suspends All India Football Federation"FIFA.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২ 
  4. "FIFA lifts suspension of All India Football Federation"FIFA.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২২ 
  5. "Latest update on the AFC National Team Competitions in 2021 and 2022"the-afc.com। Asian Football Confederation। ৫ জুলাই ২০২১। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১ 
  6. "AFC Women's Football Committee hails the successful restart of the Asian women's game"the-afc.com। Asian Football Confederation। ১৪ অক্টোবর ২০২১। ১৪ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২১ 
  7. "Asia's representatives at FIFA women's competitions confirmed"the-afc.com। Asian Football Confederation। ১৬ মার্চ ২০২২। ১৬ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২ 
  8. "OFC competitions schedule update for 2022"oceaniafootball.com। Oceania Football Confederation। ৮ অক্টোবর ২০২১। ২০ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২১ 
  9. "Bhubaneswar, Margao in Goa and Navi Mumbai confirmed as Host Cities for tournament" (ইংরেজি ভাষায়)। FIFA.com। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২২ 
  10. "FIFA U-17 Women's World Cup India 2022-Appointments of Match Officials" (পিডিএফ)। FIFA.com। ৩০ আগস্ট ২০২২। ৩০ আগস্ট ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২২ 
  11. "Draw for FIFA U-17 Women's World Cup India 2022™ to take place on 24 June"। FIFA.com। ১৩ এপ্রিল ২০২২। 
  12. "Draw Procedures-FIFA U-17 Women's World Cup India 2022™" (পিডিএফ)। FIFA.com। ২২ জুন ২০২২। 
  13. "Groups revealed in FIFA U-17 Women's World Cup 2022 Draw"FIFA। ২৪ জুন ২০২২। ২৪ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২ 
  14. "Regulations-FIFA U-17 Women's World Cup India 2022™" (পিডিএফ)FIFA। ১৮ মার্চ ২০২২। ১৯ এপ্রিল ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২২ 
  15. "Match Schedule – FIFA U-17 Women's World Cup India 2022" (পিডিএফ)। FIFA.com। ২৮ জুন ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২ 
  16. "López, Bender and Fuente scoop up Golden awards"FIFA.com। ৩০ অক্টোবর ২০২২। 

বহিঃসংযোগ