উত্তর কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন
এএফসি | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৪৫[১] |
সদর দপ্তর | পিয়ং ইয়াং, উত্তর কোরিয়া |
ফিফা অধিভুক্তি | ১৯৫৮[১] |
এএফসি অধিভুক্তি | ১৯৭৪ |
সভাপতি | রি রিয়ং নাম |
সহ-সভাপতি |
উত্তর কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (হান্গেউল্: 조선민주주의인민공화국 축구협회, ইংরেজি: DPR Korea Football Association; এছাড়াও সংক্ষেপে পিআরকেএফএ নামে পরিচিত) হচ্ছে উত্তর কোরিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১৩ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২৯ বছর পর ১৯৭৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে।[২][৩] এই সংস্থার সদর দপ্তর উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়াংয়ে অবস্থিত।
এই সংস্থাটি উত্তর কোরিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে উত্তর কোরিয়া প্রিমিয়ার ফুটবল লীগ এবং উত্তর কোরিয়া ফুটবল লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে উত্তর কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন রি রিয়ং নাম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন কিম জাং সান।
কর্মকর্তা
- ২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | রি রিয়ং নাম |
সহ-সভাপতি | আন সং দ্বিতীয় |
হান উন গিয়ং | |
সাধারণ সম্পাদক | কিম জাং সান |
কোষাধ্যক্ষ | |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | কিম ইয়ং চোল |
প্রযুক্তিগত পরিচালক | কিম চোল উং |
ফুটসাল সমন্বয়কারী | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | ইয়ুন জং সু |
জাতীয় দলের কোচ (নারী) | জো সং অক |
রেফারি সমন্বয়কারী | সং হাই ইয়ং |
তথ্যসূত্র
- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Korean Football Association"। Naenara। ৬ এপ্রিল ২০১৭। ৪ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৭।
- ↑ "AFC BARS ISRAEL FROM ALL ITS COMPETITIONS"। Reuters। The Straits Times। ১৬ সেপ্টেম্বর ১৯৭৪।
বহিঃসংযোগ
- ফিফা-এ উত্তর কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ জুন ২০১৮ তারিখে (ইংরেজি)
- এএফসি-এ উত্তর কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি)