২০২২–২৩ ইন্দোনেশিয়া পুরুষ ক্রিকেট দলের জাপান সফর
ইন্দোনেশিয়া পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের অক্টোবর মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য জাপান সফর করে।[১] সিরিজের সব ম্যাচ সানো আন্তর্জাতিক ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[২] উভয় দল এ সিরিজেই নিজেদের প্রথম আনুষ্ঠানিক পুরুষ টি২০আই ম্যাচ খেলে।[৩] সিরিজটি উভয় দলের জন্য পুরুষ টি২০ বিশ্বকাপ পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৪] সিরিজে জাপান ২–১ ব্যবধানে জয়লাভ করে।[৫]
দলীয় সদস্য
জাপান[৬] | ইন্দোনেশিয়া[৪] |
---|---|
|
টি২০আই সিরিজ
১ম টি২০আই
ব
|
||
সাবাওরিশ রবিচন্দ্রন ৪৪ (২৯)
ড্যানিলসন হাও ২/১৯ (৪ ওভার) |
পদ্মাকর সুর্বে ১৯ (২৮)
রেও সাকুরানো-টমাস ৫/১৭ (৪ ওভার) |
- জাপান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল।
- আলেকজান্ডার শিরাই-প্যাটমোর, ইব্রাহিম তাকাহাশি, কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং, কোহেই কুবোতা, ডেকলান সুজুকি-ম্যাককম্ব, পিযুষ কুম্ভারে, মাকোতো তানিয়ামা, রেও সাকুরানো-টমাস, লাখলান ইয়ামামোতো-লেক, সাবাওরিশ রবিচন্দ্রন, সুপুন নবরত্ন (জাপান), আনজার তাদারুস, আহমদ রামদানি, কাদেক গামান্তিকা, কিরুবাশংকর রামমূর্তি, কেতুত অর্থবান, গেদে ধর্ম অর্থ, গেদে প্রিয়ান্দানা, ড্যানিলসন হাও, পদ্মাকর সুর্বে, মোহাম্মদ আফিস ও ম্যাক্সি কোডা (ইন্দোনেশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
- রেও সাকুরানো-টমাস প্রথম জাপানি ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।
২য় টি২০আই
ব
|
||
কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং ৮১ (৪০)
কেতুত অর্থবান ২/২৫ (৩ ওভার) |
গেদে প্রিয়ান্দানা ৪৫* (৫২)
ইব্রাহিম তাকাহাশি ১/৯ (২ ওভার) |
- জাপান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৭ ওভারে খেলা হয়।
- কেনতো ওতা, বিনয় আইয়ার, শোগো কিমুরা (জাপান) ও ওয়ায়ান বুদ্ধিঅর্থ (ইন্দোনেশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
৩য় টি২০আই
ব
|
||
ইব্রাহিম তাকাহাশি ২৬ (৩১)
কেতুত অর্থবান ৪/১২ (৩ ওভার) |
গেদে প্রিয়ান্দানা ১৯ (১২)
পিযুষ কুম্ভারে ২/৮ (৪ ওভার) |
- জাপান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল।
- রায়ান ড্রেক (জাপান) ও ফের্দিনান্দো বনুনায়ক (ইন্দোনেশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
- ↑ "Japan to play Indonesia in first ever Men's T20 Internationals"। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "日本代表、初の男子T20国際試合でインドネシアと対戦決定"। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (জাপানি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Japan Men Win First Official T20 International"। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২২।
- ↑ ক খ "Japan Cricket to host Indonesia Men's team for T20I series before ICC Qualifier"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Japan vs Indonesia Series Ends 2-1"। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২২।
- ↑ "男子T20ワールドカップ東アジア予選:男子日本代表チームの発表"। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (জাপানি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২।