২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব – এএফসি চতুর্থ পর্ব হল ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব প্রতিযোগিতার এএফসি অংশের চতুর্থ পর্ব। এটি ৭ জুন ২০২২ তারিখে একক ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে।[২] এটি পূর্বে দুটি-লেগ বিশিষ্ট ম্যাচ হিসেবে ২০২১ সালের নভেম্বরে সূচিত হয়েছিল,[৩][৪] কিন্তু কোভিড-১৯ মহামারীর জন্য নতুন সূচিতে একটি ম্যাচ খেলার কথা ঘোষণা করা হয়।[৫]
পদ্ধতি
চতুর্থ পর্বে তৃতীয় পর্বে তৃতীয় স্থানাধিকারী দুটি দলের মধ্যে একটি খেলা অনুষ্ঠিত হবে। বিজয়ী দল আন্তঃ-কনফেডারেশন প্লে-অফে উত্তীর্ণ হবে যেখানে প্রতিপক্ষ হবে কনমেবল বাছাইপর্বের পঞ্চম স্থানাধিকারী দল।[৬]
সর্বাধিক ৫ জন খেলোয়াড় বদল করা যাবে, অতিরিক্ত সময়ে ষষ্ঠ খেলোয়াড় বদল করা যাবে[টীকা ১]
টীকা
↑প্রতিটি দলকে বদল করার জন্য মাত্র তিনটি সুযোগ (অতিরিক্ত সময়ে চতুর্থ সুযোগ ব্যতীত) দেওয়া হয়েছিল, প্রথমার্ধ শেষে অতিরিক্ত সময়ের পূর্বে এবং অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে বদল করা খেলোয়াড়গণ এই গণনায় থাকবে না।