চীনা ফুটবল অ্যাসোসিয়েশন

চীনা ফুটবল অ্যাসোসিয়েশন
এএফসি
প্রতিষ্ঠিত
  • ১৯২৪ (মূল)
  • ১৯৫৫ (সিএফএ হিসেবে)[][]
সদর দপ্তরবেইজিং, চীন
ফিফা অধিভুক্তি১৯৩১[]
এএফসি অধিভুক্তি১৯৭৪
সভাপতিচীন চেং জুয়ুয়ান
সহ-সভাপতিচীন ডু ঝাওকাই
ওয়েবসাইটwww.thecfa.cn

চীনা ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Chinese Football Association; এছাড়াও সংক্ষেপে সিএফএ নামে পরিচিত) হচ্ছে চীনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৭ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৫০ বছর পর ১৯৭৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত।

এই সংস্থাটি চীনের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে চীনা সুপার লীগ এবং চীনা নারী সুপার লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন চেং জুয়ুয়ান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন লুইস লিও ই।

কর্মকর্তা

২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি চেং জুয়ুয়ান
সহ-সভাপতি ডু ঝাওকাই
সাধারণ সম্পাদক লুইস লিও ই
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক ডাই জিয়াওয়েই
প্রযুক্তিগত পরিচালক ক্রিস ভান পুতভেল্ডে
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ) লি থে
জাতীয় দলের কোচ (নারী) জিয়া জিউকুয়ান
রেফারি সমন্বয়কারী লিও টিয়েজুন

তথ্যসূত্র

  1. "Football - Official Website of the Chinese Olympic Committeeb"en.olympic.cn। ২০২০-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৪ 
  2. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

টেমপ্লেট:চীন-এ ফুটবল টেমপ্লেট:চীনা ফুটবল অ্যাসোসিয়েশন